নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

হার্ভাড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড কেনেডি স্কুলের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমঝোতা চুক্তি : হবে কি দুর্নিতীর মুক্তি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩


বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড কেনেডি স্কুলের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ১৩ সপ্টেম্বের যুক্তরাষ্ট্রের হার্ভাড কেনেডি স্কুলে সম্পাদিত এ চুক্তিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও হার্ভাড কেনেডি স্কুলের সিনিয়র এসোসিয়েট ডিন ডেবরা ইলস।
এ চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারের র্ঊধ্বতন কর্মকর্তাগণ হার্ভাড কেনেডি স্কুলে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করনে। এ প্রেক্ষাপটেই হার্ভাড কেনেডি স্কুলের সাথে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।
তথ্য ও ছবি সুত্র : দৈনিক জনকন্ঠ
প্রশ্ন হলো এতে করে কি জন প্রশাসনের ঘুষ ও দুর্নীতি বাড়বে না কমবে । দক্ষতা কতখানি বাড়বে সেতো দেখা যাবে অনেক পরে কিন্তু প্রথমেইতো প্রতিযোগীতা শুরু হয়ে যেতে পারে চান্স পাওয়া নিয়ে কাকে ডিঙ্গিয়ে কে আমিরিকা যেতে পারে!!!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:




হার্বাডে মাস্টারস ইত্যাদি করার মতো পড়ালেখা এদের নেই, অনেকে ইংরেজী জানে না; শিক্ষেরা বুঝতে পারে যে, এগুোর দ্বারা কিছু হবে না; এ ঝুলতে থাকে, শেষ একটা সার্টিফিকেট দিয়ে দেয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০০

বিলুনী বলেছেন: ধন্যবাদ , হক কথা বলেছেন ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১১

অঞ্জন ঝনঝন বলেছেন: শুধু মুখস্থ করার মাথা লয়া কদ্দুর কি করতে পারবো এরা!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯

বিলুনী বলেছেন: যারা প্রশিক্ষনে যাবে তাদের তিনটা বিষয়ে ভাল জ্ঞান আছে তা হল , বিভিন্ন চিঠি পত্রের গায় put up বা Plese discus আর খুবই নীচ থেকে লিখা ফাইলে শুধু সাইন দিয়ে উপরে ঠেলে দেয়া আরো আরো অনেক বিষয়াদি যথা ফাইল প্রয়োজন অনুযায়ী বিলম্বিত করা ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

ঢাকাবাসী বলেছেন: এত অশিক্ষিত ঘুষখোর কমিশনখোর অপদার্থ অকর্মন্য অলস অদক্ষ .... দুনিয়াতে নাই। হার্ভার্ড বানান জানে? এরা করবেটা কি? পাবলিকের পয়সায় আম্রীকা বেড়াবে আর সার্টিফিকেট ধুয়ে পানি খাবে! জনতা যেয়সে থে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১১

বিলুনী বলেছেন: জয় হোক জনতার !!! জনার কোন শেষ নেই জানার চেষ্টা বৃথা তাই ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২

রায়হানুল এফ রাজ বলেছেন: কোন লাভ হবে বলে মনে হচ্ছে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১২

বিলুনী বলেছেন: খাটি কথা বলছেন

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেশের টাকা নয় ছয় করার আর একটা ফন্দি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৯

বিলুনী বলেছেন: কোন উন্নয়ন প্রকল্পের মধ্যে বিদেশ শফরের এই অংগটা লাগাইছে জানতে পারলে পরিকল্পনা কমিশনের ওয়েব সাইটা একটু ঘেটে ঘুটে দেখা যেত । যাহোক , টিমে সংস্থাপন মন্প্রনালয়, অর্থ মন্ত্রনালয় আর পিএম অফিসের লোক জনই বেশী থাকবে তাতে কোন সন্দেহ নেই ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: হার্ভার্ডের বারান্দায় ঘুরে বোম্বাই হাজীর মত হার্ভার্ড ফেরত বলে গর্ব করতে পারবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২২

বিলুনী বলেছেন: যতার্থ বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.