নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ উদ্বোধন : মন্ত্রীদের উল্টাপথে গমন ছাড়া বিকল্প নাই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯


দীর্ঘ প্রতীক্ষার পর বহুল আলোচিত মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এক কিলোমিটার অংশ খুলে দেয়ায় অনেকটাই সড়কের দুর্ভোগ থেকে মুক্তি পেল নগরীর মানুষ। এখন আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে সর্বোচ্চ দুই মিনিট।
সুত্র : জনকন্ঠ https://www.dailyjanakantha.com/details/article

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাল খবর!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৮

বিলুনী বলেছেন: ভাল হলেইতো ভাল

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩১

সচেতনহ্যাপী বলেছেন: =p~। শুধু উনাদের জীবনই সিকিউর থাকুক, আমাদের তো জীবন না!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৩

বিলুনী বলেছেন: মন্ত্রীর কিছু হলে দেশ উলটপালট হয়ে যাবে , আমাদের কিছু হলে দু এক জনে হায় হুতাশ করবে !!! আমাদের জীবন তো কচুপাতার পানির মত !!! উল্টাপথে চললেই মালিকুল মঁওত !!!!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫২

বিলুনী বলেছেন: মন্ত্রীর কিছু হলে দেশ উলটপালট হয়ে যাবে , আমাদের কিছু হলে দু এক জনে হায় হুতাশ করবে !!! আমাদের জীবন তো কচুপাতার পানির মত !!! উল্টাপথে চললেই মালিকুল মঁওত !!!!

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

আলী বলেছেন: মন্ত্রীকে নিয়ে অনেক সময় সিকিউরিটি প্ল্যান থাকে। সেজন্য শত চেষ্টা করলেও আমি উল্টোপথে যাওয়া বন্ধ করতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.