নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রস্ত এখন জঙ্গীরাই

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৭


বর্ষণ অবিশ্রান্ত নয়
থেমে থেমে মেঘের গর্জন
উল্লাস নদীতে
কূল ভেঙে ঘরে ঢুকে ফেরার সময়।

ফেলে যাওয়া পলিতে জমিতে উর্বরতা
চাষিরা খুশি
অন্যরাও সন্তুষ্ট প্রাকৃতিক স্নিগ্ধতায়
আশ্বিনে নন্দিত বাংলাদেশ।

পহেলা জুলাই ঢাকার গুলশানে
জঙ্গি হামলা কেড়েছিল শান্তি
অস্থিরতা ছিল সব খানে
সেটা কেটেছে এখন ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিশ্চিন্ত দুনিয়া
নিরাপত্তা বাহিনী ভেঙেছে সন্ত্রাসের ডানা
জঙ্গিরা খুঁজছে পালানোর পথখানা
নিরাপত্তা অভিযানে গুড়িয়ে যাচ্ছে জঙ্গী আস্তানা ।

অভিযানে সাফল্য সন্ত্রাসী আস্তানায়
ছেদ পড়েছে বিবিধ নামের জঙ্গিপনায়
দেওয়ালে গিয়ে ঠেকেছে তাদের পিঠ
নড়াচড়া বলতে গেলে হয়ে গেছে বন্ধ।

সন্ত্রাসীদের অর্থ-অস্ত্রের
উৎসটা এত দিন ছিল অস্পষ্ট ।
জল্পনা কল্পনায় কুয়াশা
এ বার আলোয় উদ্ভাসিত।

অর্থ তারা পেয়েছে অনাবাসী
বাংলাদেশী আর পাকিদের কাছ থেকে
দেশের বাইরে থাকা কিছু ধনী ব্যবসায়ী
সাহায্যের হাত বাড়িয়েছে জঙ্গীদের দিকে।

যাতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটে
তারাও যেন বহাল তবিয়তে ফিরতে পারে দেশে
আয়ের বৈধতা চ্যালেঞ্জ করার যেন কেউ না থাকে
কালো টাকায় যেন লন্ডভন্ড করা যায় দেশটাকে ।

জঙ্গীদের উপর ভরসা তেমন ছিল না
টাকা পাঠালেও, পাঠাত সামান্য
যা সরকারের সমান্তরাল শক্তি
তৈরি করার জন্য যথেষ্ট ছিলনা।

নিহত জঙ্গি তামিম তাই বাইরের
লোকদের বোঝানোর দায়িত্বটা নেয়
মনে গেঁথে দেয়ার চেষ্টা করে সরকারের
পতন শুধু সময়ের ব্যপার মাত্র ।

দিতে সন্ত্রাসী জঙ্গিদের শক্তির প্রমাণ
নেওয়া হয় ১ জুলাই গুলশান অ্যাকশন প্ল্যান
ভেবেছিল, তার ধাক্কাতেই হেলে যাবে দেশের প্রাণ
উন্নয়ন শিকেয় উঠবে মানুষ হবে ভয়ে কম্পমান ।

বিশ্ব ফেরাবে মুখ চলে যাবে দেশ ছেড়ে
হয়নি তা বিশ্ব ধরেছে বাংলাদেশকে আঁকড়ে
বিপদে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে
সব প্রকল্পেই কর্মচাঞ্চল্যের উল্লাস এসেছে।

নির্ভীকতায় মানুষ সংহত হয়েছে
সন্ত্রাস রোখার অঙ্গীকার নিয়েছে
সন্ত্রাসীরা রটিয়েছিল তারা আইএস সিরিয়ার
জঙ্গিগোষ্ঠীর শক্ত হাতিয়ার ।

এটা ছিল তাদের সম্পর্কে শঙ্কা যেন আরও বাড়ে
হয়নি তাও মিথ্যেটা দিনের আলোয় এসেছে
নাশকতার কাজ বাংলাদেশের নব্য জেএমবি’র
মৌলবাদ লোপাট হওয়ার ভয়ে তারা অস্ত্র ধরেছে।

বিদেশ থেকে অস্ত্র আমদানির চেষ্টা করেছে
যা চেয়েছে তার থেকে অনেক কম পেয়েছে
অস্ত্র ভান্ডারে এসেছে হাতে গোনা একে রাইফেলস
রেবের তৎপরতায় তা চালাতে না পেরে হচ্ছে নিরাশ ।

এবার অস্ত্র-অর্থ আমদানির
রেকেট ভাঙাও হয়েছে শুরু
তাসের ঘরের মতো ভেঙে পড়ছে
একের পর এক জঙ্গী আস্তানা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.