নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

গাছে গাছে ছাগলের পাল চড়ে বেড়ায়

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৭


‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’ বা ‘গল্পের গরু গাছে ওঠে এমন সব বাংলা প্রবাদ এত দিন শুনা গেছে । কিন্তু ছাগল গাছে ওঠে এটা কোনও দিন কি শুনেছেন? না, কোনও ঠেলায় পড়ে নয়। এমন কী গল্পও নয় বা কাকতালীয় ঘটনাও নয়। বাস্তবে প্রতিদিনই এমন অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন মরক্কোতে। সেখানে একটি বিশেষ গাছে উঠে পাল পাল ছাগল। সেই গাছগুলি যত বড়ই হোক না কেন ছাগলের পাল হুড়মুড়িয়ে উঠে পড়ে তাতে। চার পায়ে ব্যালেন্স করে এ ডাল থেকে ও ডালে অনায়াসে কি ভাবে যে যায়, দেখে সত্যি অবাক হতে হয়। এখন হয়ত ভাবছেন কী এমন গাছ যার ডালে ডালে ছাগল চড়ে বেড়ায়। দক্ষিণ-পশ্চিম মরক্কোয় আরগান নামে এক রকম গাছ দেখতে পাওয়া যায়। এই গাছের ফল রসাল ও সুস্বাদু। সেই ফলের লোভেই ছাগলেরা গাছে উঠে যায়। এক নজরে জেনে নিন ও দেখে নিন ‘ছাগল গাছ’ নিয়ে আরও কিছু মজার তথ্য।

এই গাছের ফল রসালো, সুস্বাদু এবং পুষ্টিকরও। দেখতে ডিম্বাকার এই ফল অবশ্য কিছুটা তেতো।

এখানকার স্থানীয় বাসিন্দারা আরাগান গাছের চাষ করে থাকেন।
আরাগান ফলের বীজ থেকে পাওয়া তেল ত্বক পরিচর্যায় ব্যবহার হয়।

বাণিজ্যিক ভাবে আরগান তেল বিদেশে রপ্তানি করা হয়।
এই আরাগান অয়েল ৫০ মিলিলিটার তেলের দাম প্রায় ৫০ ডলার।

আরগান তেল প্রস্তুতেও এই সব ছাগলের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বীজ সমেত পাকা ফল খেয়ে ফেলে তারা। কিন্তু বীজগুলি হজম না হওয়ায় মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে তেল বের করে।

মরক্কো ছাড়াও পশ্চিম আলজেরিয়ায় এই ‘ছাগল গাছে’ দেখতে পাওয়া যায়।

সুত্র : গুগল নেট ও আনন্দবাজার

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৮

মার্কো পোলো বলেছেন:
একি! ছাগল দেখি গাছে! আগে জানতাম না। ধন্যবাদ ভাই, জানা হলো।
:)

১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০১

বিলুনী বলেছেন: ধন্যবাদ । আমারো জানা ছিলনা, আনন্দবাজারে দেখে সকলের সাথে শেয়ার করা হল ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৫

বিলুনী বলেছেন: ধন্যবাদ । আমারো জানা ছিলনা, আনন্দবাজারে দেখে সকলের সাথে শেয়ার করা হল ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:




আমি তো ভেবেছিলাম ফটোশপের ব্যাপার স্যাপার; এগুলো কি আসল ছবি?

১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

বিলুনী বলেছেন: তথ্য ও ছবি গুলি ভারতীয় বিখ্যাত আনন্দ বাজার পত্রিকা হতে নেয়া । প্রতিস্ঠিত একটি পত্রিকায় পাওয়া বলে বেশী ঘাটাঘাটি না করে সামুর বিজ্ঞজনদের মতামতের জন্য এখানে ডেলে দিয়েছি ।

৪| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবটাই ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০০

বিলুনী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশী হলাম ।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫

টমাটু খান বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৮

বিলুনী বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য ।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: বীচি যেহেতু হজম হয় না, সেহেতু গাছ থেকে সংগ্রহ করলে কি সমস্যা?

১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৯

বিলুনী বলেছেন: ধন্যবাদ । একটু ভাল করে দেখেন কি হয়েছিল লিখা ।
আরগান তেল প্রস্তুতেও এই সব ছাগলের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বীজ সমেত পাকা ফল খেয়ে ফেলে তারা। কিন্তু বীজগুলি হজম না হওয়ায় মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে তেল বের করে।
ছাগলেরা ফল খেয়ে বীজগুলি খেয়ে হজম করতে পারেনা, সেগুলি তাই মলের ( ছাগলের লেদা) সাথে বেরিয়ে আসে , স্থানীয় লোকজন সেগুলি সংগ্রহ করে শুকিয়ে তেল বানায় , তাদের অার গাছে উঠে কস্ট করে ফল পারতে হয়না । আশা করি এবার ভুল ভাঙ্গবে ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৭

বিলুনী বলেছেন: ধন্যবাদ । একটু ভাল করে দেখেন কি হয়েছিল লিখা ।
আরগান তেল প্রস্তুতেও এই সব ছাগলের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বীজ সমেত পাকা ফল খেয়ে ফেলে তারা। কিন্তু বীজগুলি হজম না হওয়ায় মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে তেল বের করে।
ছাগলেরা ফল খেয়ে বীজগুলি খেয়ে হজম করতে পারেনা, সেগুলি তাই মলের ( ছাগলের লেদা) সাথে বেরিয়ে আসে , স্থানীয় লোকজন সেগুলি সংগ্রহ করে শুকিয়ে তেল বানায় , তাদের অার গাছে উঠে কস্ট করে ফল পারতে হয়না । আশা করি এবার ভুল ভাঙ্গবে ।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩০

বহ্নি শিখা বলেছেন: খুব সুন্দর

১৩ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০০

বিলুনী বলেছেন: ধন্যবাদ

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে ভাল লাগা রইল , ধন্যবাদ ।

১০ ই মে, ২০১৮ ভোর ৪:২৬

বিলুনী বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.