নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

নাক ডাকা হতে পারে ভয়ঙ্কর রোগের লক্ষণ, সেগুলো জেনে নিন

২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৬


হঠাৎ করে ঘুমনোর সময় নাক ডাকতে শুরু করেছেন? যদি ভাবেন যে নাক ডাকা তো একটা সাধারণ ব্যাপার, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। নাক ডাকা কিন্তু অনেক ক্ষেত্রে জটিল রোগের ইঙ্গিতও হতে পরে। বা যদি আপনি আগে থেকেই কোনও রোগের শিকার হন, তা আরও জটিল হয়ে উঠতে পারে। কয়েকটি শারীরিক সমস্যার কথা জানুন যা থাকলে আপনার নাক ডাকতে পারে। বা নাক ডাকার জন্য এগুলো হতে পারে।
হাইপারটেনশন: আপনার যদি হৃদয় ঘটিত কোনও রোগ হয়ে থাকে তাহলে রাতে নাক ডাকাটা কিন্তু খুব স্বাভাবিক।
নাক ডাকার সময় হঠাৎ করে নিঃশ্বাস থেমে যায়। ফলে রক্তচাপ বেড়ে যায়।

ডায়াবেটিস: নাক ডাকা থেকে টাইপ টু ডায়াবেটিস হতে পারে। মহিলাদের এটা বেশি হয়।
শরীরে যখন অক্সিজেন কমে যায় তখন স্ট্রেস বেড়ে যায়। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। যা থেকে ভবিষ্যতে টাইপ টু ডায়বেটিস হতে পারে।

স্থূলতা: না। নাক ডাকার জন্য আপনি মোটা হবেন না। কিন্তু আপনি যদি মোটা হন তাহলে আপনার নাক ডাকতে পারেন

স্ট্রোক: গবেষণা বলছে নাক ডাকার ফলে স্ট্রোক হতে পারে।

অবসাদ: রাতে ভাল ঘুম না হলে তা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই নাক ডাকার কারণে যদি অবসাদ আসে হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

যৌন ক্ষমতা কমে যাওয়া: নাক ডাকার ফলে শুধু যে আপনার পার্টনারের ঘুমের দফারফা হচ্ছে তা নয়।
একই সঙ্গে আপনার সেক্স লাইফও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাথাব্যথা: যারা রাতে নিয়মিত নাক ডাকেন লক্ষ্য করা গেছে সকালে হাল্কা মাথাব্যথা নিয়ে ঘুম ভাঙছে তাদের।

ক্যানসার: শরীরে অক্সিজেন কমে গেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

মনে করা হয় কম অক্সিজেনের ফলে অক্সিজেনের মাত্রা পূরণ করার জন্য আরও বেশি রক্তজালিকা তৈরি হয়।
টিউমার হওয়ার অনেক কারণের মধ্যে এটাও কিন্তু একটা কারণ।


কথা ও ছবি সুত্র : অন্তরজাল

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
unek kichui sekha hollo।


Thanks apu

২০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৫

বিলুনী বলেছেন: ধন্যবাদ ।শুনেছি ড: মোহাম্মদ শহিদুল্লার নাক ডাকার আওয়াজ শুনা যেতো অনেক দুর হতেও । বেশী জ্ঞানীরা মনে বেশী জোরে নাক ডাকে ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আমার তো নাক ডাকে ! B-)

২০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৬

বিলুনী বলেছেন: চিন্তা নাই বুঝা গেল আপনি অনেক জ্ঞানী মানুষ ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৮

বিলুনী বলেছেন: ধন্যবাদ দেখার জন্য ।
ঘুমের মধ্যে নাক ডাকার সময় পাশ থেকে কেও একটু নারা দিলে নাক ডাকা বন্ধ হয়ে যায় ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২০

বিলুনী বলেছেন: আপনার প্রতিও ধন্যবাদ রইল ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিলুনি বুঝলাম ছদ্ম নাম। কিন্তু এর মানে কি? জানতে খুব ইচ্ছে করছো।

০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

বিলুনী বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, কোন নামেরই কোন অর্থ নাই শুধু অর্থ আছে আল্লার ৯৯ নামের । তাই কোন নামই যেন আল্লার নামের সাথে মিলে না যায় সে চিন্তাতেই এমন একটি নাম ধারন করেছি যার কোন অর্থই নাই । বিলুনি অর্থ হলো এর কোন অর্থ নাই । কোন কিছুর অর্থ প্রকাশ পায় তার গুনে । বিলুনির বলার মত কোন গুণ নাই , তাই বিলুনিকে ধরে নিতে পারেন একটি গুনহীন অপদার্থই ।
এটাই বিলুনি নামের আসল অর্থ , আশা করি বুঝাতে পেরছি কিছুটা। সবিনয়ে জানাই এর বেশি বুঝানোর গুণ আমার নাই ।একারণে উল্টা পাল্টা কথাই বেশী বলে যাই , তাই উচিত শিক্ষাটাও মাঝে মাঝে পাই , সে সব দেখে নীজেকে আবার শুধরাই । বিলম্বে উত্তর দানের জন্য ক্ষমা চাই ।

অনেক ভাল থাকুন সুপ্রিয় ফরিদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.