নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

বাঙালী আলোচিত ক্রীড়াবিদ মার্গারিটা মামুন

২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১০


সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ গ্রীষ্মকালীন রিদমিক জিমন্যাস্টিকসের অলএ্যারাউন্ড ইভেন্টে ফেবারিট অনেক তারকাকে পেছনে ফেলে স্বর্ণপদক জয় করেন মার্গারিটা মামুন। বাংলাদেশী বাবা আব্দুল্লাহ আল মামুন আর রাশিয়ান মা এ্যানার জন্য গর্ব বয়ে আনেন। তেমনি বাংলাদেশের জন্যও সেটা ছিল গৌরবের। কারণ এত বড় একটি মর্যাদার আসরে আগে কোন বাঙালী মেয়ে সাফল্যই পাননি। এ কারণে সারাবিশ্বেই তোলপাড় সৃষ্টি করেছেন মার্গারিটা। এ বছরের সবচেয়ে আলোচিত মহিলা বাঙালী ক্রীড়াবিদ তিনিই। রাশিয়ায় বেড়ে ওঠা মার্গারিটা পাঁচ বছর আগেই নিজেকে চিনিয়েছিলেন। তখন ১৬ বছরের কিশোরী এ সুন্দরী ছন্দোবদ্ধ জিমন্যাস্টিকসে নিজেকে মেলে ধরেছিলেন। ২০১১ সালের রাশিয়ান জাতীয় চ্যাম্পিয়নশিপসের অলএ্যারাউন্ড ইভেন্টে চ্যাম্পিয়ন হন। ২০১২ ও ২০১৩ সালেও সেই শ্রেষ্ঠত্ব ধরে রেখে হ্যাটট্রিক করেন তিনি। ২০১৩, ২০১৪, ২০১৫ সালে গ্রাঁ প্রিঁ জয় করা রিটা এ বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসের রৌপ্যপদক লাভ করেন। ২০১৪ ও ২০১৫ সালে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপসের স্বর্ণপদক জিতেছিলেন এই ইভেন্টের। গত বছর ইউরোপিয়ান গেমসের রৌপ্যপদকও জিতেছিলেন তিনি।মস্কোয় জন্ম নিয়ে সেখানেই বড় হয়েছেন। তবু বাংলাদেশের জন্য গর্ব রিটা। কারণ তার বাবা মামুন বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুরের কাশিপুরের বাসিন্দা।

সুত্র জনকণ্ঠ : https://www.dailyjanakantha.com

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



অনেক বড় কৃতিত্বের ব্যাপার, ভালো; অকালে বাবাকাে হারাতে হয়েছে, সেটাই দু:খ

২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৫

বিলুনী বলেছেন: হ্যা ঠিকই বলেছেন রিটার জন্য দু:খ লাগে , এই কৃতি ক্রিড়াবিদ অকালে তার প্রিয় বাবাকে হারিয়েছে । তার জন্য রইল সহানুভুতি ও সমবেদনা ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:


অনেক বড় কৃতিত্বের ব্যাপার, অলিম্পিক গোল্ড, ভালো; অকালে বাবাকে হারাতে হয়েছে, সেটাই দু:খ। বাবার অবর্তমানে হয়তো বাংলাদেশে এসে বসবাসের সাহস করবেন না; তারপরও, আমাদের একজন বলতে পারবো।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৮

বিলুনী বলেছেন: অবশ্যই একজন বাংলাদেশী বংশোদ্বত মেয়ের জন্য আমরা গর্বিত । সে যেখানেই থাকুক তার ধমনীতে বইছে বাঙালী রক্ত ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৫

বিলুনী বলেছেন: হ্যা ঠিকই বলেছেন রিটার জন্য দু:খ লাগে , এই কৃতি ক্রিড়াবিদ অকালে তার প্রিয় বাবাকে হারিয়েছে । তার জন্য রইল সহানুভুতি ও সমবেদনা ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০২

ফাহমিদা বারী বলেছেন: Jana Gelo onek KICHHU..

২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০৯

বিলুনী বলেছেন: হা মিডিয়ার কল্যানে জানা হল । ধন্যবাদ জানতে পেরেছেন বলে ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০২

অগ্নিবেশ বলেছেন: বাঙ্গালিদের লজ্জা হওয়া উচিত, মার্গারিটার মত শতশত প্রতিভা দেশে থাকা সত্ত্বেও অকালে ঝরে যাচ্ছে।
রক্ত মক্ত বলে সান্তনা পাওয়া ছাড়া আর কি করার আছে?

২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৫

বিলুনী বলেছেন: কি অআর করা বলুন । এটা দেখে নীজেদের মনোবল কিছুটা বাড়তে পারে । আমাদের দেশে কলসিন্দুরের কৃতি ফুটবল দলের মহিলা স্কুল বালিকা খেলোয়ারদেরকে খেলা শেষে বাড়ী ফিরে যাওয়ার জন্য তুলে দেয়া হয় বাসে , আর বাসে কিছু সংখক মানুষে তাদের হেনস্থা করে নানান ভাবে ।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মার্গারিটাকে অভিনন্দন।

মেয়েটির শরীর কী রাবারের তৈরি? দুর্দান্ত শো।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৭

বিলুনী বলেছেন: এই পোস্ট টা দেখার জন্য অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আশরাফুল ইসলাম ভাই । আসলেই এটা দুর্দান্ত শো । এটা দেখলে আমাদের দেশের মেয়েরা এ রকম পারফরমেন্স করার জন্য অনেক অনুপ্রেরণা পাবে ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

আহলান বলেছেন: দুনিয়াটা আখেরাতের চাষ ক্ষেত্র .... মার্গরিটা আর তার বাবার জন্য শুভ প্রার্থনা!!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৯

বিলুনী বলেছেন: ধন্যবাদ । কামনা করি আপনার শুভ প্রার্থনা কবুল হোক ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

আশফাক ওশান বলেছেন: শুনতে খারাপ লাগলেও সত্য যে রাশিয়াতে বেড়ে ওঠার কারনেই তিনি নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন।বাংলাদেশে থাকলে হয়ত অন্যদের মত অকালেই ঝড়ে পড়তো।আরো সামনে এগিয়ে যাক এটাই আশা করি

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩১

বিলুনী বলেছেন: ধন্যবাদ, অআপনার শুভ কামনা ফলুক , এ আশাই করি ।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট দাতাকে অনেক ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৩

বিলুনী বলেছেন: প্রিয় ফরিদ ভাই , আপনার জন্যও রইল অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩২

বিলুনী বলেছেন: প্রিয় ফরিদ ভাই , আপনার জন্যও রইল অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.