নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

কি আজব কান্ড : গেছু ব্যাঙে আস্ত সাপ গিলে খায়

২৮ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৭


ছবি সুত্র : দৈনিক আনন্দ বাজার

অস্ট্রেলিয়ার ‘লিটোরিয়া কেরুলা’ প্রজাতির সবুজ ব্যঙটি সাপ খায় । এই প্রজাতীর ব্যঙ অস্ট্রেলিয়া এবং নিউ গিনির বিভিন্ন অঞ্চলে দেখা যায় । এটা সাপ খায় কিনা তা নিয়ে অবশ্য গবেষকদের মধ্যে অনেক মত ভিন্নতা রয়েছে বলে জানা যায় । কেও বলেছেন এটা সাধারনত ছোট ছোট পোকামাকর খেলেও ইদুরও ধরে খায় , ছোট সাপ পেলে সেটাও গিলে খায় বলে জানিয়েছেন ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার এবং জীববিজ্ঞানী জোরি রাউলে । উপরে দেয়া ছবিটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ন্যাশনাল জিওগ্রাফিক সূত্রে জানা গিয়েছে, ছবিটি নাকি বহু দিনের পুরনো। তবে সম্প্রতি ইন্টারনেটে এই ছবিটি তুলে ধরেছেন রেডিট মহাশয়ে , আর তাতেই নাকি তিন হাজারেরও বেশি ভিউয়ার সমর্থন জানিয়ে কমেন্ট করেছেন লাইন ধরে । এই তথ্যটুকু জানা যায় আনন্দ বাজার প্রত্রিকায় প্রকাশিত সংবাদ সুত্র ধরে ।
http://www.anandabazar.com/international/a-perfectly-timed-photograph-of-a-carnivorous-frog-eating-a-snake-dgtl-1.693635
গত ২১ অক্টোবর দৈনিক জনকন্ঠেও এই সংবাদটি প্রকাশিত হয়েছে ।
http://www.dailyjanakantha.com/details/article/302175/অস্ট্রেলিয়ার-এই-প্রজাতির-ব্যাঙ-সাপ-খায়

সংবাদটি নিয়ে একটু কৌতুহলি হয়ে গুগল মামার ইমেজ হতে পাওয়া কিছু ছবি জোড়াতালি দিয়ে নীচের মত একটি ছবি ব্লগ সাজনো হল ।
সেদিন লেকের পারে গাছের ডালে বসা ছিলেন সেই গেছু ব্যাঙ মহাশয়

ভাগিনে শামুক বাছাধনেরা মাথায় চড়ে মামাকে সাজিয় দিল রাজপুত্রের মতন করে

তাইনা দেখে সাপ বাবাজী এগিয়ে যায় ধীরে ধীরে সুস্ স্বাদু খাদ্য শিকারের তরে

ব্যাঙ মহাশয়ও মুখ হা করে তৈরী হন ধরিতে তাহারে

সাপ বাবাজীর অবস্থাটা কি হল দেখা যায় নীচের দিকে তাকালে

সুত্র Click This Link
ব্যঙের পেটে চালান হয়ে মরনের আগে সাপের শেষ চিৎকার

খেয়ে দেয়ে ব্যঙ মহাশয় ভরা পেটে হাত দিয়ে চিত কাত হয়ে শুয়ে আছেন কেমন আরাম করে ।



ইমেজ সুত্র : গুগল অন্তরজাল ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টিং

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪০

বিলুনী বলেছেন: ধন্যবাদ ,ঠিকই বলেছেন , বিষয়টি ইন্টারেস্টিং ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৫

শাহানাজ সুলতানা বলেছেন: বেস মজার

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

বিলুনী বলেছেন:
ধন্যবাদ , অআসলেই এটি মঝার , তবে যার উপর দিয়ে যায় সে বুঝে মঝা কারে কয় ।
আসলে এটাই মনে হয় পকৃতির নিয়ম । তিমি একবারে গিলে গায় ৪ টন জ্যন্ত মাছ ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ছবিগুলি সহ্য করা কঠিন।

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

বিলুনী বলেছেন: ধন্যবাদ ছবিগুলি সহ্য করা আসলেই কঠিন ।
কেও কাওকে গিলে খাক তা কোনদিনই কাম্য নয়
তার পরেও তা ঘটে চলেছে নিরন্তন অআমাদের চারপাশে ।
রাজার হস্ত কেড়ে নিচ্চৈ সমস্ত কাঙগালের ধন চুরী করে ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:


ছবিগুলো বিশ্রী

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

বিলুনী বলেছেন: যতার্থ বলেছেন । এই ছবিটা ভারত ও বাংলাদেশের প্রতিষ্ঠিত নামকরা খবরের কাগজে দিয়েছে এবং সারা বিশ্বে বহুল পরিচিত
ন্যাশনল জিউগ্রাফী চ্যানেলে প্রদর্শন করেছে আর তা ভাইরাল হয়েছে । কত বিচিত্র ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬

চিন্তক মাস্টারদা বলেছেন:
খাদ্য খাদক খায়, খাদক খাদ্য খায়। আজব দুনিয়া

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

বিলুনী বলেছেন: ধন্যবাদ , দারুন সুন্দর কথা বলেছেন ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়ায় ছড়ায় ভিন্ন রকম সত্য জানানোয় ধন্যবাদ!

দুনিয়া আসলেই উল্টে গেছে :P
হা হা হা

+++

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

বিলুনী বলেছেন: ন্যবাদ প্রিয় কবি ভাই ।
সত্যটা অনুভব করার জন্য । এ জন্যই বলে কবি মন ।
কবি যা বুঝে ও ভাবে তা অন্যরা ভাবে শত বছর পরে ।
কাজী নজরুল শতবছর আগে বলেছিলেন জগতটাকে
দেখব আমি আপন হাতের মুঠোই পুরে । তাঁর কথা
অক্ষরে অক্ষরে ফলেছে আজ ঘরে ঘরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.