নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

বিলুনী

বিচরী স্বর্গ মর্ত পাতাল , উড়ি গাছের ডালে ডালে ঘুরী সামুর পাতায় পাতায় , মন খুলে করি অশ্বেশন যা চাই কিছু নিয়ে যাই , কিছু ফিরিয়ে দিয়ে যাই ।

বিলুনী › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুরের হাকিমপুরে দেশের প্রথম লোহার খনি আবিষ্কার

১৯ শে জুন, ২০১৯ রাত ৩:৩৭


দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি আবিষ্কৃত হয়েছে। খনিটির ব্যাপ্তি ছয় থেকে ১০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে সোনার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে বলে বাংলাদেশ ভুতাত্বিক জরীপ অধিদপ্তর সুত্রে ও এনটিভি সংবাদ ভাষ্যে দেখা যায় । এক হাজার ১৫০ ফুট গভীরতায় চুনাপাথরের সন্ধানও নাকি মিলেছে।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) কর্মকর্তারা দুই মাস ধরে কূপ খনন করে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা শেষে গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন যা দেশের প্রায় সবকটি সংবাদপত্রে এসেছে ।

খনিটি হাকিমপুর উপজেলা সদরের হিলি স্থলবন্দর থেকে ১১ কিলোমিটার পূর্বে ইসবপুর গ্রাম। ওই গ্রামের কৃষক ইছাহাক আলীর কাছ থেকে ৫০ শতক জমি চার মাসের জন্য ৪৫ হাজার টাকায় ভাড়া নেয় ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর। এরপর থেকে খনিজ পদার্থের অনুসন্ধানে কূপ খনন শুরু করা হয়।

গত ১৯ এপ্রিল থেকে ইসবপুর গ্রামে কূপ খনন শুরু করা হয়। ৩০ সদস্যের বিশেষজ্ঞ একটি দল তিন ধাপে এই কার্যক্রম পরিচালনা করছেন। অবশেষে তারা কাঙ্ক্ষিত সেই সাফল্য পেয়েছেন।

বাংলাদেশ ভুতাত্বিকি জরীপ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে পৃথিবীর যে কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশের লোহার মান ৬৫ শতাংশের ওপরে। আর কানাডা, চীন, ব্রাজিল, সুইডেন ও অস্ট্রিলিয়ার লোহার মান ৫০ শতাংশের নিচে। জয়পুরহাট বিসিএসআইআর পরীক্ষাগারে পরীক্ষায় এই তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।

এর আগে ২০১৩ সালে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর এই গ্রামের তিন কিলোমিটার পূর্বে মুশিদপুর এলাকায় কূপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল। সেই গবেষণার সূত্র ধরে দীর্ঘ ছয় বছর পর চলতি গত ১৯ এপ্রিল থেকে ইসবপুর গ্রামে কূপ খনন শুরু করা হয়। এরপর এক হাজার ৩৮০ থেকে এক হাজার ৫০০ ফুট গভীরতা পর্যন্ত খননকালে সেখানে লোহা থাকার সম্ভাবনা দেখা যায়।

দীর্ঘ ৬ বছর চেষ্টার ফলে এক হাজার ৭৫০ ফুট গভীরতা খনন করে লোহার খনি আবিষ্কৃত হয়েছে। এখানে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের মজুদের একটি স্তর পাওয়া গেছে। খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।

এই অঞ্চলে ৬০ কোটি বছর আগে সমুদ্র ছিল। সেই কারণে এখানে জমাট বাঁধা আদি শিলার ভেতরে লোহার আকরিকের এই সন্ধান পাওয়া গেছে।

লোহার খনি পাওয়ার খবরে স্থানীয়রা উল্লাস প্রকাশ করেছেন । এখান থেকে লোহা উত্তোলন করা হলে খনি এলাকার মানুষদের জীবনমান পাল্টে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন । আমরাও আশা করছি দৃশ্যপটটি যেন এমনটাই হয় ।


তাই খনিটির গুরুত্ব বিবেচনায় সরকারের কাছে দ্রুত খনি বাস্তবায়নের জন্য আমরা জোর দাবী করতেই পারি ।


ছবি ও কথা সুত্র :
১) বাংলাদেশ ভুতাত্বিক জরীপ আধিদপ্তর
২) প্রথম আলো
৩) এনটিভি নিউজ
৪) গুগল ছবি ইমেজ

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৯ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


১৭০০ ফুট নীচ থেকে লোহা তোলা সম্ভব হবে?

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:০২

বিলুনী বলেছেন: উইকিপিডিয়া হতে স্বব্যাখাত কিছু তথ্য নীচে তুলে দিলাম , একটু দেখে নিতে পারবেন
The Kiruna mine is the largest and most modern underground iron ore mine in the world.[1] The mine is located in Kiruna in Norrbotten County, Lapland, Sweden. The mine which is owned by Luossavaara-Kiirunavaara AB (LKAB), a large Swedish mining company, has an annual production capacity of over 26 million tonnes of iron ore. In 2008 the mine produced 27.5 million tonnes of iron oreThe Kiruna mine has an ore body which is 4 kilometres (2.5 mi) long, 80 metres (260 ft) to 120 metres (390 ft) thick and reaching a depth of up to 2 kilometres (1.2 mi). Since mining began at the site in 1898, the mine has produced over 950 million tonnes of ore.
সুত্র : https://en.wikipedia.org/wiki/Kiruna_Mine
সে হিসাবে মনে হয় ১৭০০ ফুট নীচ থেকে লোহা তোলা সম্ভব হবে ।

২| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:১৭

বলেছেন: শিল্প বিপ্লব তাহলে হয়েই গেলো!!

দেখা যাক গাজী সাহেবের মতো বলি সম্ভব হবে তো!!!

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:০৬

বিলুনী বলেছেন: চলুন না প্রশ্নবানে বিদ্দ না করে শিল্প বিপ্লবটাকে সফল করে তুলি
মানুষতো আশা নিয়েই কাজ করে , সাহসীগন ঝুকি নেয় , ফল পায় ,
আমাদের বিশেষজ্ঞগন আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ফল ভাল হলে
তা দেশের জন্যই মঙ্গল হবে ।

৩| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:০৮

বিলুনী বলেছেন: ধন্যবাদ , দোয়া করবেন যেন সফলতার সাথে খনি হতে লোহা তোলা যায় ।

৪| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুসংবাদ।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:১০

বিলুনী বলেছেন: এ ব্লগের জনপ্রিয় ব্লগারের কাছে প্রতিয়মান সুসংবাদটি আছরে পড়ুক দেশের সকলের প্রতি এ কামনাই থাকল ।

৫| ১৯ শে জুন, ২০১৯ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: জি এসবির ড্রিলিং টিম কে অভিনন্দন। আমাদের দেশে ভূপৃষ্ঠের উপর কোন আগ্নেয় শিলা মজুদ নেই । তাই এখানে আগ্নেশিলাজাত খনি কিন্তু ভূপৃষ্ঠের নিচেই রয়েছে। মজুদ ভালো হলে উত্তোলন করা যাবে। এখন মান ও পরিমান বিষয়টি পরখ করে দেখতে হবে ।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪০

বিলুনী বলেছেন: এ বিষয়ের উপর নতুন নকিবের পোষ্টে করা আপনার মন্তব্য হতে জানতে পারলাম আপনি বাংলাদেশ ভুতাত্বিক জরীপ অধিদপ্তরের একজন কর্মতর্তা , তাই জি এসবির ড্রিলিং টিম এর সাথে আপনি সহ সংষ্লিস্ট সকলের প্রতি রইল অভিনন্দন, আমরাও গর্বিত এই ভেবে যে আমাদের সামুর একজন প্রিয় কবি এর সাথে কোন না কোন ভাবে যুক্ত । আপনি সঠিক কথাই বলেছেন এর উত্তোলন লাভজনক না হলে এটা মাটির নীচে থাকাই ভাল , তাই এটা নিয়ে বড় ধরনের কোন বিনিয়োগে না গিয়ে দশেী বিদেশী বিশেষজ্ঞ নিয়ে আরো বিস্তারিত আর্থ-কারিগরী সম্ভাব্যতা যাচাই াবছাই করা প্রয়োজন ।
আরো একটি কথা সম্ভবত বাংলাদেশ ভুতাত্বিক জরীপ অধিদপ্তরের নথি পত্রে থাকলেও থাকতে পারে , তাহল আমাদের পরিবারের বয়স্কদের কাছ হতে শুনেছি যে ঢাকা জেলা হালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একদম উত্তররাংশে ( জায়গাটির নাম মনে করতে পারছিনা ) মাটির উপরে অনেক স্থানে লোহার আকরিকের মত পাথর পাওয়া যেত বিস্তৃত এলাকা জুরে , লোক মুখে ছড়িয়ে পড়েছিল যে সেখানে নাকি লোহার খনি আছে । তাই সরকারের লোকজন এলাকার বেশ কিছু এলাকায় লাল কাপরের নিশানা সম্বলিত খুটি পুতে রেখেছিল দর্ঘিদিন , মাঝে মাঝে সরকারী লোকজন কি সব জরীপ করে যেতো । তার পর দেশ স্বাধিন হওয়ার পর লাল কাপরের নিশানও গায়েব সরকারী ততপরতাও গায়েব , সরকার কতৃক চিহ্নিত জায়গা বলতে আর কিছু দেখা যায়নি । এলাকার লোকজন কিছুদিন হাহুতাস করেছে, বাস এই পর‌্যন্তই । তাই এ বিষয়ে যদি কিছু জানা থাকে তা জানালে বাধিত হব ।

৬| ১৯ শে জুন, ২০১৯ সকাল ১১:২২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: মাশাল্লাহ।
সুসংবাদ।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪২

বিলুনী বলেছেন: সংবাদটি আপনার কাছে সুসংবাদ হিসাবে গন্য হওয়ার জন্য ধন্যবাদ ।

৭| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০৮

মেঘ প্রিয় বালক বলেছেন: পোস্টটি নতুন নকিব ভাইও দিয়েছেন,আপনার এখান থেকেও পড়ে নিলাম।খুবি খুশীর সংবাদ,তবে চোর বাটপারদের হাত হতে রক্ষা হলেই এ খনিজ সম্পদের ভালো ব্যবহার করা যাবে।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৫

বিলুনী বলেছেন: পোস্টটি নতুন নকিব ভাইও দিয়েছেন সংক্রান্ত তথ্যটি দেয়ার জন্য ধন্যবাদ, দেখে এলাম ।
সেখানে আরো আনেক মুল্যবান তথ্য রয়েছে ।
খুবই ভাল কথা বলেছেন
খুশীর সংবাদ,তবে চোর বাটপারদের হাত হতে রক্ষা হলেই এ খনিজ সম্পদের ভালো ব্যবহার করা যাবে।

৮| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: ইউরেনিয়াম তো বালিশে ভরে পাচার করতে চাইছিলো লোহা পারবে না :)
এবার আমাদের ধনী রাস্ট্র হওয়া কেউ ঠেকাতে পারবে না।
এই সুসংবাদটা যেন সত্য হয়।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৪

বিলুনী বলেছেন: আপনার মত একজন গুণী ব্লগারের উপস্থিতিতে আমার গ্লগ ধন্য হয়েছে । শুভেচ্ছা নিবেন ।
বালিশে ভরে ইউরেনিয়াম পাচারকারীদের চিন্তার কারণ নাই , এই খনিতে নাকি
সোনারও অস্তিত্ব আছে । পারলে সোনাও পাচারের চেষ্টা করতে পারে ।
তবে সকলে সচেতন হলে তারা তা করতে পারবেনা । দোয়া করবেন
সুসংবাদটি যেন সত্য হয় ।

৯| ২০ শে জুন, ২০১৯ রাত ৯:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: আলহা'মদুলিল্লাহ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮

বিলুনী বলেছেন: ধন্যবাদ , বিলম্বিত উত্তরের জন্য দু:খিত ।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫০

মানতাশা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ইহা ভালো খবর । কথা হইলো তাহা সঠিক ব্যবহার ও উত্তোলণ করিতে পারিবে তো!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২

বিলুনী বলেছেন:
ধন্যবাদ , পরমর্শ দিন কিভাবে এটা হতে লোহা উত্তোলন করা যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.