নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝাপসা বালকের পক্ষ থেকে সংগ্রামী লাল সালাম

ঝাপসা বালক

আতাউর রহমান

ঝাপসা বালক › বিস্তারিত পোস্টঃ

আপনি কি মধ্যবিত্ত পরিবারের সন্তান ?

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

আপনি যদি মধ্যবিত্ত সংসারে জন্ম নিয়ে থাকেন তাহলে “যন্ত্রণা” শব্দটি আপনার সাথে ওতপ্রোত ভাবে জড়িত ।এরা সব কিছুর জন্য নিজেকে দায়ী করে।
• মায়ের অসুখের জন্য নিজের সন্ধ্যায় বাড়ি ফেরাকে দায়ী করে
• বাবার প্রেসার বাড়লে নিজের চার অংকের হাত খরচের টাকা নেওয়াকে দায়ী করে
• ঘরে আমিষ রান্না হচ্ছে না বলে দায়ী করে নিজের একটা টিউশনি না পাওয়াটাকে
• ছোটো বোনটার পুরোনো জুতোজোড়ারর জন্য নিজের কেনা লিপস্টিকটাকে দায়ী করে
• দাদার ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না ভেবে দায়ী করে নিজের সেমিস্টার ফি
• "ওষুধটা ভিষণ দামী" এই অজুহাতে মা ওষুধ খাওয়া বন্ধ করলে দায়ী করে বন্ধুর জন্মদিনে এক টুকরা কেক খাওয়াকে
• মা গয়না বেচলে হাসপাতালের বিছানায় শুয়ে দায়ী করে অসুস্থ দুর্ভাগ্যকে
• বাবা রাস্তার পাশে শার্ট কিনলে দায়ী করে নিজের ছয়টা শার্ট থাকাকে
রাতে ভাইটা শুধু ডাল ভাত খেলে সে পেটে হাত দিয়ে লজ্জা পায়,দুপুরে এক পিসের জায়গায় দুই পিস মাছ খাওয়ার জন্য। দায়ী করে ক্ষুধাকে।

মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে গুলোকে আলাদা করে হেয় করার দরকার হয় না, চোখে আঙুল দিয়ে বোঝানোর দরকার হয় না! তারা নিজেরাই নিজেদের জগতে নত হয়ে থাকে,সব দায় নিয়ে!!! তবুও তারা ঘুমানোর আগে সস্তা সিগরেটে টান দিতে দিতে কিংবা সস্তা লোশন মুখে দিতে দিতে ভাবে,স্বপ্ন দেখে। তাদেরও উইশ লিস্ট থাকে। সেখানে bmw,গুচি,প্যারিস কিংবা প্যারাসুটে করে সাগরের উপরে ওড়ার কথা থাকে না। সেখানে থাকে মায়ের একটা শাড়ি,বাবার ভাল ঘড়ি,বোনটাকে সমুদ্র দেখানো কিংবা ভাইটার শহরে এসে পড়ার স্বপ্ন পূরনের কথা!!!

মন্তব্য ১২ টি রেটিং +৯/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: মায়ের চিকিৎসা হচ্ছেনা কারণ Semester fee জমা দেয়ার তারিখ ঘণিয়ে এসেছে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

দিগন্ত জর্জ বলেছেন: মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে গুলোকে আলাদা করে হেয় করার দরকার হয় না, চোখে আঙুল দিয়ে বোঝানোর দরকার হয় না! তারা নিজেরাই নিজেদের জগতে নত হয়ে থাকে,সব দায় নিয়ে! ভালো বলেছেন।

মধ্যবিত্তের আত্মসম্মানবোধটা বেশি থাকে বলেই তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। লোকলজ্জায় ভয়ে কাউকে তাদের সমস্যার কথা বুঝতেও দেয় না বলতেও পারে না।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

এম.এইচ.সজিব বলেছেন: দিগন্ত জর্জ বলেছেন মধ্যবিত্তের আত্মসম্মানবোধটা বেশি থাকে বলেই তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। লোকলজ্জায় ভয়ে কাউকে তাদের সমস্যার কথা বুঝতেও দেয় না বলতেও পারে না।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

জনি চৌধুরী বলেছেন: মধ্যবিত্তের কষ্টের লিখা গুলো এক তবে তারা হারিয়ে যায় অতলে কারণ সবকিছু সবার কাছে বলতে পারেনা, করতে পারেনা।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

ফ্রাঞ্জ কাফকা বলেছেন: আর কতদিন কপি পেস্ট করে চালাবেন?? এবার তো ক্ষান্ত দেন রে ভাই!

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

রায়হান মজিদ বলেছেন: বাপার না মেনে নেন। :((

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

আঁধার রাত বলেছেন: আপনার যা নেই তা নিয়ে হতাশা আপনাকে অধিকতর পরিশ্রমী করে তুলতে পারে অপ্রাপ্তি গুলোকে পূর্নতা দিতে। কিন্তু তা আপনাকে একটা পরিনতিহীন লুপে প্রবেশ করিয়েও দিতে পারে কারন অভাব সীমাহীন। এ জীবনকে উপভোগ করতে পারছেন তার জন্য কৃতজ্ঞতা আপনাকে মানসিক শান্তি দেবে।
আপনার যা আছে তা নিয়ে আপনি বরং কিছু বিষয়ে পরিতৃপ্তি আহরনের চেষ্টা করতে পারেন। মনে শান্তি পাবেন।
আমার চোখে ধরা পড়েছে আপনি বাংলাদেশের মাত্র ১০% সৌভাগ্যবানদের মধ্যে একজন। সারা পৃথিবীর মানুষের মধ্যে হিসাবে করলে আপনার সৌভাগ্যের পরিমান অল্প কিছু বাড়বে।
আপনার কি কি আছে তা আপনার তালিকা থেকেই বলছি
১। আপনি সন্ধ্যায় বাড়ি ফিরতে পারেন- তার মানে আপনার পিতার একটি বাড়ি আছে।
২। আপনার জন্য মাসে হাজার টাকা হাত খরচ বাবদ বরাদ্দ।
৩। আপনার বাড়িতে অনিয়মিত হলেও আমিষ রান্না হয়।
৪। আপনার ছোট বোনের পুরনো হলেও জুতা আছে এবং আপনার লিপিষ্টিক কেনার সামর্থ্যও রয়েছে।
৫। আপনার সেমিষ্টার ফি দিতে হয়ে তার মানে আপনি মনে হয় কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। আসেন আপনার কপালের সাথে কপাল ঘষি। আপনার সৌভাগ্যেতো আমার হিংসে হচ্ছে।
৬। আপনার বন্ধুরা জন্মদিন পালন করে তাতে আপনি গিফটও দেন। মনে করতেই পারি আপনার জন্মদিনও পালিত হয়। খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান বাংলাদেশীদের মধ্যে আপনি একজন।
৭। আপনার মায়ের বিক্রি করার মত গয়নাও আছে।
৮। একটা রেনডম সময়ে আপনার ছয়টা শার্ট আছে। আপনি একজন সরকারী প্রথম শ্রেনীর কর্মকর্তার চেয়েও সৌভাগ্যবান। আমার পরিচিত এমন অনেকেই আছে যাদের দুইটা শার্ট আছে।
৯। আপনি দুপুরে ২পিস মাছ খাওয়ার মত সৌভাগ্যবান, সস্তা সিগারেট টানার মত সৌভাগ্যবান, সস্তা লোশন হলেও তা পাওয়ার মত সৌভাগ্যবান।

আমি আপনার পিতার দিকে কল্পনা করছি লালনের ঐ গানটা তার জন্য খুবই প্রযোজ্য “ এই দেশেতে এই সুখ হল, আবার কোথায় যায় না জানি, পেয়েছি এক ভাঙ্গা নৌকা জনম গেল সেচতে পানি।”

ভাই/বোন আপনি আপনার অপ্রাপ্তি গুলো ভুলে না গিয়ে পুষে রাখুন। নিজেকে গড়ে তুলুন, অপ্রাপ্তি গুলো পুরুন করুন। যদিও আপনার সকল অভাবই ভোগবাদী অভাব। চার অংকের হাত খরচ মানে কি জানেন? কখনও নিজের শ্রমে আয় করেছেন? প্রতিটি টাকা আয় করতে হয়। আপনার পিতা তার সামর্থ্যর সবটুকু চেষ্টা করেও আপনাদের অতৃপ্তি ছাড়া আর কিছুই পাইনি বলে তার জন্য মায়া হচ্ছে। আপনার পিতা যে জীবন পেয়েছিল আপনার জীবন তার চেয়ে সহজ ও সাবলীল। আপনি আপনার পরবর্তী জেনারেশনের জন্য আরো সহজ ও সাবলীল জীবনের জন্য শ্রম দেন। অর্জন করা শিখুন।
শুধুমাত্র টিকে থাকার জন্য আপনাকে অনেক কিছুই করতে হয়না যা অনেককেই করতে হয়।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: তাই মধ্যবিত্ত জীবনটাই অধিকধর জীবন্ত থাকে । একজন আরেকজনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে, এটাই তো ভালবাসায় ঘেরা সংসার । আর কী চাই !!!

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

পিচ্চি হুজুর বলেছেন: মন খারাপ করার কিছু নাই, এইখানে ভালোবাসা আছে - যেইটা কোনখানে নাই। মধ্যবিত্তের ছেলে জানে তার মা তাদেরকে মুরগীর ভাল ভাল টুকরা দিয়ে, নিজের মুরগীর পাখা আর হাড্ডি দিয়ে ভাত খেত। সেই ছেলে মেয়েগুলা জানে তার বাবারা তাদের গল্পের বই কিনে দেয়ার জন্য অফিসে কোন সপ্তাহ রিক্সা করে না গিয়ে, টেম্পুতে চেপে গিয়েছিল। এই ভালোবাসা গুলা তারাই বুঝে, এই ভালোবাসা গুলা তারাই পায় আর অন্য কেউ না।
সমস্যা হইল কিছু টুট টুট নিজের অতীত রে ভূইলা যায়, এবং তারাই তাদের বাবা-মা, ভাই-বোন সবাইকে পিছনে ফেলে দিয়ে চলে যায়। এইগুলার বানানার উপরে ঠাডা পড়ূক।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

তাহসান আহমেদ বলেছেন: ৭ নং কমেন্টে +++

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

নিশাকর বলেছেন: আজকে বাবা আম্রে দুইটা গেঞ্জি কিনা দিলো + কিছু টাকা দিলো বাড়িতে দেওয়ার জন্য কিন্তু সে গতকাল আমাকে বলছে তার একটা ফতু এখন হাতের পাচ। এটা রাতে ধুতে হয়। যেন দিনে পড়া যায়। প্রত্যেকটা সময় মনে হয়, বড় হতে আর কত দেরি!!!! ++

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

রানার ব্লগ বলেছেন: আমি বেশি কথা বলতে পারি না আপনার পোষ্ট পড়ে চোখে পানি এসে গেল । নির্বাক সৃতি হাতরিয়ে হাজার হাজার সব সৃতি মনের কোঠায় ভির করছে। স্বেচ্ছা মৃত্যু যদি থাকত আমি ওটাই বেছে নিতাম। আপনার পোষ্ট আমাকে সাধারন থেকে শুন্যে নিয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.