নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

যাত্রী...

২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:১৩

আবারো অপেক্ষার পথ দিতে হবে পাড়ি,
এবারও ছুটবে চলে অচিন কোন গাড়ি।
গন্তব্য স্থির আমার; সময় অবাক,
লক্ষ্য স্বপ্ন আমার ; স্বপ্নও নির্বাক।
ধৈর্য্য অপেক্ষার ; অপেক্ষা অধীর,
চেতনা স্থির আমার ; ঘিরে আছে আবছা আঁধার।

তবুও চলছে গাড়ি দুর্বার গতিতে,
ছুটছি আমি যাত্রী ; চালকের খুশিতে।

- দেয়ালিকা বিপাশা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২১ ভোর ৫:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল লেখা ।
লক্ষ্যকে স্থির রেখে
চেতনাকে করতে
হবে সচল , তাহলে
নির্বাক শব্দগুলি কথা
বলবে, জন্ম দিবে অনেক
সুন্দর ও মধুর কবিতার ।

শুভেচ্ছা রইল

১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: ডঃ এম এ আলী,

আপনার অকৃত্রিম ভাবনা এবং সুগভীর মনোভাবের জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি !!
আশা করি সাথে থাকবেন এবং
নির্বাক শব্দগুলির স্বীকৃতি দিয়ে পূর্ণ ধারণার সম্মান প্রদর্শন করায় আপনার জন্য অকৃত্তিম শুভকামনা রইল ।

শুভেচ্ছান্তে

- দেয়ালিকা বিপাশা

২| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবনের পথে আমরা সবাই পথিক। গন্তব্য জানা থাকুক বা না থাকুক চলতে আমাদের হবেই। আপনার লেখা পড়ে আমার হেমন্তের এই গানটা মনে আসল;

জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না
খেয়াল পোকা যখন আমার মাথায় নড়েচড়ে
আমার তাসের ঘরের বসতি হে ওমনি ভেঙ্গে পড়ে রে
খেয়াল পোকা যখন আমার মাথায় নড়েচড়ে
আমার তাসের ঘরের বসতি হে ওমনি ভেঙ্গে পড়ে
তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার
বন্ধু রে, তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার
আমি কোথাও আমার মনের খবর পেলাম না
জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না
মন চলে আগে আগে, আমি পরে রই
বন্ধু, মন চলে আগে আগে আমি পরে রই
সোনার পিঞ্জর দিলাম, বাঁধে বাসা কই
পাখি বাঁধে বাসা কই
অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি
বন্ধু রে, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি
তবু কোথাও আমার মনের খবর পেলাম না
জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,




ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং প্রথম লাইক দেয়ার জন্য। বাহ ! বেশ চমৎকার একটি গানের কথা বলেছেন। আমরা সবাই জীবন পথে পথিক কিন্তু মনের খবর পেলাম না। তবুও জীবন চলতেই হবে।

শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। প্রথম স্তবকটির শেষের চারটে চরণ অত্যন্ত সুন্দর হয়েছে। + +

দ্বিতীয় চরণে 'অচীন' << অচিন হবে; ষষ্ঠে 'আধার' হবে << আঁধার। একটা চন্দ্রবিন্দুর অভাবে শব্দার্থের মারাত্মক পরিবর্তন হয়ে গেছে।

ছবিটা কী বোঝাচ্ছে, কবি যদি বলতেন!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান,




কবিতাটি আপনার ভালো লেগেছে তা জানতে পেরে খুবই খুশি হয়েছি এবং আপনার সুন্দর মন্তব্য ও লাইক পেয়ে বেশ অনুপ্রাণিত হলাম। সামান্য কিছু ত্রুটি সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ একটি কবিতা লিখে পোস্ট করেছি। পড়ে জানাবেন কেমন লাগলো আপনার। আশা করছি আপনার মূল্যবান মন্তব্য আমার লেখার সমৃদ্ধি ঘটাবে।

ছবিটি কি বোঝাচ্ছে, কবি যদি বলতেন!- ছবিটির একটি বিশেষ অর্থ রয়েছে যা এখন পর্যন্ত কেউ জানার চেষ্টা করেনি ।আপনার এমন আগ্রহ দেখে প্রীত হলাম। ছবিটির অর্থ হলো একই সাথে বেড়ে ওঠা সহোদরেরা ছেলেবেলায় একত্রে বেড়ে উঠলেও সময়ের পরিক্রমায় তাদের প্রত্যেকের যাত্রাপথ আলাদা হয়ে যায়। ছেলেবেলায় খুনসুটি এবং আনন্দ উৎসবে বেড়ে ওঠার যাত্রাপথ টা একই হলেও বড় হওয়ার সাথে সাথে জীবনের আলাদা লক্ষ্য নির্ধারিত হয় এবং সেই পথে তাদের একাই চলতে হয়। সম্পর্ক অটুট থাকলেও সাক্ষাৎ টা যেন অপেক্ষা হয়ে রয়! তাই এমন হেসে খেলে বেড়ে ওঠা সহোদরদের ছেলেবেলা এবং বর্তমান সময় নিয়ে লেখা উপরোক্ত কবিতাটি।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: ছবিটির যে ব্যাখ্যা দিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ, যদিও কবি তার কবিতার কোন কিছু নিয়েই কোন ব্যাখ্যা দিতে বাধ্য নন, এবং এসব বিষয় নিয়ে কবিকে যতই কম প্রশ্ন করা যায়, ততই ভালো।

আমিও এরকমটিই কিছু ভেবেছিলাম, তাই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছি। সত্যিই, ভাবনাটা কত সুন্দর!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রতিমন্তব্য ফিরে আসায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাবনা মিলে যাওয়ায় এবং সন্তুষ্টি প্রকাশ করাতে আনন্দিত হয়েছি। সত্যিই, ভাবনাটা কত সুন্দর!- আসলে এই সকল ভাবনা থেকেই লেখালেখির শুরু করা। ভাবনাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে কৃতজ্ঞ হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.