নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

ব্লগের প্রথম পাতায়

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৭



ছবি : নেট


প্রথমদিকে ব্লগে লেখালেখি করার সময় নোটিশ আসলো আমাকে প্রথম পাতায় ব্যান্ড করা হয়েছে। ব্যাপারটা আমাকে কিছুটা চিন্তিত করল। কেননা ব্লগে পরিচিতি এত বেশি নেই যে প্রথম পাতায় ব্যান্ড করা হলেও আমার লেখা খুঁজে খুঁজে কেউ পড়বেন। তারপরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছিন কিছু সম্মানিত ব্লগারদের যারা নিয়মিত আমার পোস্ট খুঁজে খুঁজে বের করে পড়েন এবং অনুপ্রেরণা দিচ্ছেন।

কিছুদিন আগে একটি গল্প 'নীলার নীলাঞ্জনা' পোস্ট করার সময় নতুন আরেকটি নোটিশ পেলাম। প্রথম পাতায় করা ব্যান্ড তুলে নেয়া হয়েছে অর্থাৎ এখন আমি একজন সেফ ব্লগার। ব্যাপারটি আমার জন্য সত্যি আনন্দের ছিল! আমার পোস্টে প্রিয় ব্লগারদের করা মন্তব্য থেকে বুঝতে পারলাম আমি যে এখন একজন সেফ ব্লগার এবং 'নীলার নীলাঞ্জনা' গল্পের পর নতুন লেখা কবে পোস্ট করব সেটির সম্পর্কে কিছুটা প্রশ্ন রয়ে গেছে। তাই প্রিয় ব্লগারদের উদ্দেশ্যে আজকের এই পোস্ট ( যদিও সম্মানিত ব্লগার 'পদাতিক চৌধুরী'র পরামর্শক্রমে)। ধন্যবাদ আপনাকে।

সবশেষে বলতে চাই সাম্প্রতিক একটি নতুন গল্প লিখছি। আশা করছি খুব শীঘ্রই সেটি পোস্ট করে ফেলব। প্রিয় ব্লগারদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ ধৈর্য ধরে লেখাটি পড়ার জন্য।

শুভকামনায়,

- দেয়ালিকা বিপাশা

মন্তব্য ৬৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৭

ফেনা বলেছেন: আমি এই প্রথম আপনার সাক্ষাত পেলাম।
" ব্যস্ত শহরে ক্লান্ত পদচারণা,
তখনই হঠাৎ আলোর জোছনা !
সেই আবছা আলোয় সূর্যের মতো কিরণ ,
সেই নিস্তব্ধ নীরবতায় গেয়ে যাওয়া জীবনের বহু রঙ।
মানুষের ভীড়েও কভু নিসঙ্গতা ,
অলস সময়েও একাকিত্বের যাতনা।"
-নীলার নীলাঞ্জনা ( একটি গল্প )---দেয়ালিকা বিপাশা

আপনার জন্য শুভকামনা

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ গল্পটি পড়ে মন্তব্য করার জন্য।

শুভকামনায়,

- দেয়ালিকা বিপাশা

২| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: প্রথম পাতায় একক্সেস পাওয়া চমৎকার একটা ব্যাপার । আমি যখন প্রথম নিক খুলেছিলাম তখন আমার প্রথম পাতায় এক্সেস পেতে প্রায় তিন মাসের বেশি সময় লেগেছিলো । অনেকের আরও বেশি সময় লেগেছে । আপনার সেখানে এক মাস ।

ওটা ঠিক ব্যান না । কেউ যখন নতুন নিক খোলে তখন প্রথমেই তার লেখা প্রথম পাতায় আসে না । পোস্ট করা এবং মন্তব্যের ভিত্তিতে তাকে এই সুযোগ দেওয়া হয় !

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫০

দেয়ালিকা বিপাশা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য করার জন্য। আপনি ঠিকই বলেছেন প্রথম পাতায় এক্সেস পাওয়া চমৎকার একটা ব‍্যাপার।

" ওটা ঠিক ব‍্যান না। কেউ যখন নতুন নিক হলে তখন প্রথমেই তার লেখা প্রথম পাতায় আসে না। পোস্ট করা এবং মন্তব্যের ভিত্তিতে তাকে এই সুযোগ দেয়া হয়! " - ধন্যবাদ আপনাকে সঠিক ধারণা প্রদান করার জন্য।

আমার লেখা পড়ার আমন্ত্রণ রইল আপনাকে। আশা করি আপনার ভালো লাগবে।

শুভ কামনায়,

- দেয়ালিকা বিপাশা

৩| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৪

ইসিয়াক বলেছেন: সু স্বাগতম।
ব্লগে আপনার পথচলা দীর্ঘ হোক।

হ্যাপি ব্লগিং।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০২

দেয়ালিকা বিপাশা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং শুভকামনার জন্য। আশা করি সাথেই থাকবেন


শুভেচ্ছান্তে ,
- দেয়ালিকা বিপাশা

৪| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৬

হাবিব বলেছেন: শুভকামনা রইলো।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৩

দেয়ালিকা বিপাশা বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনার জন্য। আশাকরি সাথে থাকবেন।

শুভেচ্ছান্তে ,

-দেয়ালিকা বিপাশা

৫| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৭

অধীতি বলেছেন: এবার থেকে শুরু হোক নতুন উদ্যমে।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৬

দেয়ালিকা বিপাশা বলেছেন:
অধীতি,


অনেক ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য করার জন্য। বেশ অনুপ্রেরণা পেলাম। আপনাকে আমার ব্লগে আমন্ত্রণ রইল।
আশা করি ভালো লাগবে।

শুভেচ্ছান্তে ,

- দেয়ালিকা বিপাশা

৬| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৯

রানার ব্লগ বলেছেন: ভাই আমিও ব্লক খেয়েছিলাম কিন্তু মজার বিষয় ছিলো আমি জানতাম না কি কারন আমি সেই সময় ব্লগে আসতাম কম কখন যে কি কারনে ব্লক খেয়েছিলাম তাই বুঝি নাই আবার নিজে নিজেই ব্লগের আইন মোতাবেক ব্লক ছুটেও গেছে। অনেক পরে নটিশ বোর্ড চেক করে জানতে পারি।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: রানার ব্লগ,



হাহা... প্রথমটা আমিও বুঝতে পারিনি কি হচ্ছিল পরবর্তীতে সবকিছু পরিষ্কার হয়ে গেল। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছান্তে ,


-দেয়ালিকা বিপাশা

৭| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুঃখিত আমি আপনাকে দয়িতা সরকার মনে করেছিলাম। তাই ভুলে উপরের মন্তব্য করেছি। দয়া করে মুছে দিবেন। দুইজনের নামই দ দিয়ে, আবার দুইজনেই আপনারা নতুন। আমি দুঃখিত। আসলে সত্যিই বয়স বাড়ছে। :)

আপনার লেখা আমার অনেক ভালো লাগে। ভবিষ্যতেও ভালো লেখা দিবেন, এই কামনা করছি।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪০

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর ,




ধন্যবাদ আপনাকে আবারও মন্তব্য করার জন্য। ভুলবশত মন্তব্য করেছেন এতে ক্ষতি নেই বরং পুনরায় মন্তব্য করে দুঃখ প্রকাশ করাতে আপনার সচেতনতার জন্য ধন্যবাদ জানাই।

আপনি বলেছেন আমার লেখা আপনার অনেক ভালো লাগে। এই কথাটিতে বেশ অনুপ্রাণিত হলাম। আপনার মন্তব্য এবং আমার প্রতি মন্তব্য মুছে দেয়া হয়েছে।

অনেক শুভকামনা রইল আপনার জন্য।

- দেয়ালিকা বিপাশা

৮| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মুছে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলেই দুঃখিত এবং লজ্জিত। বুঝলাম যে আমাকে আরও মনোযোগ দিয়ে মন্তব্য করতে হবে। অনেক সময় মন্তব্য করার সময় হয়তো ফোন আসে বা অন্য কোন দিকে মনোযোগ চলে যায় ফলে এই ধরণের ভুল আমার হয়।

প্রথম পাতায় সুযোগ পাওয়ার জন্য আপনাকে পুনরায় অভিনন্দন। আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার ,




লজ্জিত হবার কিছু নেই বরং পুনরায় মন্তব্য করে ভুল সংশোধনের সচেতনতা মুলক মানসিকতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার অভিনন্দন গ্রহণ করলাম। পরবর্তী লেখার জন্য অপেক্ষায় থাকবেন জেনে বেশ আনন্দিত হলাম।

শুভ কামনায়,

- দেয়ালিকা বিপাশা

৯| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: দেয়ালিকা বিপাশামনি!!!

তুমি আমাকে খুঁজে না বের করলে আমিও খুঁজে পেতাম না।

তোমার কমেন্ট আর এই বিশেষ রকম নিক দেখেই ভেবেছিলাম যাই তো যাই তো!

দেখি তো কে এইটা!!!!!!


তারপর দেখলাম আরেক আবেগী কন্যা।

মিররমনি টাইপ কোনো পিচ্চু হবে হয়ত।

যাইহোক অনেক অনেক লেখা দাও সবার জন্য!!!!!!!

অনেক ভালোবাসা!!!!!!! নো মন্দবাসাবাসি! :)

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০০

দেয়ালিকা বিপাশা বলেছেন: শায়মা আপু,



প্রথমপাতা তোমার একটি কবিতা (একটি ছুটির দরখাস্ত) পড়ে ভীষণ ভালো লাগলো। মন্তব্য করে সেই থেকেই তোমার সাথে পরিচয়। অসাধারণ একটি কবিতা! এখনো যেন সেই কবিতার রেশ কেটে যায় নি!

আর হ্যাঁ আপু আমি তোমাদের জুনিয়র কিন্তু একেবারে পিচ্চু নই হেহে.হে ... মিররমনি না হলেও আয়নার সামনে দাঁড়ানোর সময়টা একেবারে চলে যায় নি !!! তুমি সত্যিই অসাধারণ! অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তোমার জন্য।


- দেয়ালিকা বিপাশা

১০| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু- আমি তো জানতাম দেয়ালিকা বিপাশা আপনার নতুন কোন ব্র্যান্ড!!! :P আবেগের এত মিল। আবারও ঘোল খাইলাম মনে হয়।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,



এইরে!!! আপনি দেখছি শায়মা আপুকে ফাসিয়ে দিচ্ছেন! যদিও আমি স্বতন্ত্র তবুও মিলে আরকি! তবুও এটা বিশাল কমপ্লিমেন্ট!!

১১| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৫

শেরজা তপন বলেছেন: নতুন করে আপনাকে স্বাগতম! অপেক্ষায় রইলাম আপনার নতুন সিরিজ পাঠের জন্য

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২০

দেয়ালিকা বিপাশা বলেছেন: শেরজা তপন,



অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আশা করি নতুন লেখার অপেক্ষায় বেশিদিন থাকতে হবে না।
অনেক অনেক শুভকামনা রইল।

- দেয়ালিকা বিপাশা

১২| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: ১০. ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু- আমি তো জানতাম দেয়ালিকা বিপাশা আপনার নতুন কোন ব্র্যান্ড!!! :P আবেগের এত মিল। আবারও ঘোল খাইলাম মনে হয়।

আমিও ঘোল খেয়েছিলাম ভাইয়া।

ভাবছিলাম আরে এইটা আমি নাকি!


পরে নিজের গায়ে চিমটি দিয়ে দেখলাম ইহা আমি নহি।

কোনো পুরবো জনমের জড়ুয়া বহেনা হতে পারে!!!!

মিররমনিকেও অনেকে ভাবতো আমি আমি আবার এখনও অনেকে ভাবে।

কি যে প্যাচে ফালাইসি সবাইকে!!!!!!!!!! হা হা হা হা :P

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: শায়মা আপু ,




এইরেহ!!! এই কথা তো আগে বলনি আপু যে প্রথমে তুমি ঘোল খেয়েছিলে!!!
আবার পুরবো জনমের বহেনাও বানিয়ে ফেললে!!! বাপরে আজ কি সব রহস্য উন্মোচন হচ্ছে!
হাহাহা...

১৩| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫১

স্প্যানকড বলেছেন: আশায় রইলাম। সুস্বাগত! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৬

দেয়ালিকা বিপাশা বলেছেন:




ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। সাথে থাকবেন জেনে খুবই আনন্দিত হলাম। অনেক অনেক শুভকামনা আপনাকে। ভালো থাকবেন।


- দেয়ালিকা বিপাশা

১৪| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: সাবধান তুমি কিন্তু আমার মালটি ট্যাগ পেয়ে গেছো!!!!! সো বি কেয়ারফুল !!!!!!!!! এমন একখানা লেখা দাও যা আমি বাবার জনমেও লেখার কথা ভাবতেও পারিনা!!!!!!

সবার ভুল ভাঙ্গিয়ে দাও দেয়ালিকামনি!!!!!!!!

তুমি পিচ্চু হও ঘিচ্চু হও যা খুশি তাই হও তুমি দেয়ালিকামনিই থাকবে আমার কাছে!! মনে মনে একটা ছবি এঁকে নিলাম!!!!!! :)

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: শায়মা আপু,




" তুমি পিচ্চু হও ঘিচ্চু হও যা খুশি তাই হও তুমি দেয়ালিকামনিই থাকবে আমার কাছে! মনে মনে একটা ছবি এঁকে নিলাম!!!!!! "
- অনেক ধন্যবাদ আপু তোমাকে এতটা ভালোবাসা দেবার জন্যে।

" সাবধান তুমি কিন্তু আমার মালটি ট্যাগ পেয়ে গেছো!!!! সো বি কেয়ারফুল!!!!!!!!!!
এমন এক খানা লেখা দাও যা আমি বাবার জনমেও লেখার কথা ভাবতেও পারিনা!!!!!!!


সবার ভুল ভাঙ্গিয়ে দাও দেয়ালিকামনি!!!!!!!! " - এই তো দেখছি রীতিমতো আমাকে ভয় দেখিয়ে ফেলেছ তুমি!! হয়তো ভালো লেখা দিতে পারি কিন্তু তোমার লেখার চেয়েও ভালো লেখা অসম্ভব।


- দেয়ালিকা বিপাশা

১৫| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু - দেয়ালিকা আপুর নাক আর চোখে জল মনে হয় একটু কম আছে। :P তাই সমস্যা নাই। আমরা চিনতে পারবো।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,




যাক বাঁচা গেল !!অবশেষে আমাকে চেনা যাবে!!! কিন্তু শায়মা আপুর দেয়ালিকামনি হয়ে থাকাটাও বিশাল ব্যাপার। কি অসাধারণ লেখেন আপু!!


- দেয়ালিকা বিপাশা

১৬| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুকে ফাঁসানোর সাধ্যি ব্লগে কারো নেই। :) ওনার থেকে সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে। উনি সুযোগ পেলে ভালো মানুষেরও ঠিকানা চায় গলা টিপে ধরার জন্য। বাড়ি গিয়ে বিনা পয়সায় গলা টিপে দিয়ে আসে। :D

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,




আমাকে তো পুরবো জনমের বহেনা বানিয়ে দিলেন। আদর করে আবার দেয়ালিকামনিও নাম দিয়ে ফেললেন। সেই জন্যে তো নিরাপদ দূরত্বের কথা মাথায় আসলো না। আপনার সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব কে জানে। হেহে...

১৭| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০

নতুন নকিব বলেছেন:



শুভকামনা জানবেন।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩

দেয়ালিকা বিপাশা বলেছেন:




অনেক ধন্যবাদ মন্তব্য করে শুভকামনা জানানোর জন্য।


- দেয়ালিকা বিপাশা

১৮| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩১

ডাব্বা বলেছেন: আপনি যে ধৈর্য হারা হননি, এটা ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৪

দেয়ালিকা বিপাশা বলেছেন:




অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণার জন্য। অনেক শুভকামনা জানবেন।


- দেয়ালিকা বিপাশা

১৯| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

প্রথম পাতায় এক্সেস অনেক বড় ব্যাপার।

আপনার জন্যে অনেক শুভকামনা।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫২

দেয়ালিকা বিপাশা বলেছেন: সত্যপথিক শাইয়‍্যান,



ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আপনি ঠিকই বলেছেন প্রথম পাতায় এক্সেস অনেক বড় ব্যাপার। আপনার শুভকামনা গ্রহণ করলাম।

২০| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছুক্ষণ আগে আমার ঠিকানা চেয়েছিলেন আমার গলা টিপে ধরার জন্য। এই পোস্টের ২৫ নং মন্তব্য দেখুন

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,



হাহাহা... বোঝা গেল চায়ের কাপে ঝড় উঠেছে। এই ঝড় থামবেনা। শায়মাআপু এলে আবার নতুন ঝড় শুরু হবে!!! ঝড়ের জন্যে প্রস্তুত থাকুন। এবার বোধহয় সত্যিই আপনার গলা টিপে ধরবে!!!

- দেয়ালিকা বিপাশা

২১| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: না আমি ভালোমানুষদেরকে ভালোবাসি!!!!!!!!!!!! :((

চুয়াত্তর ভাইয়ুকেও ভালোবাসি!!!!!!!!! শুধু তেব্র ফ্রতিবাদ টাইপ কিছু করলেই গলা চেপা...... X((

সো নো প্রতিবাদ আমার কথায়!!!!!!!! :) :) :) :P

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: শায়মা আপু,



যতদুর বুঝলাম তোমাকেও সবাই ভালোবাসে, মধ্যমণি হিসেবে।

২২| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আমি কমেন্ট পড়তে এসেছি মাত্র; কমেন্ট থেকে মনে হচ্ছে, আপনার ব্লগিং'এর শুরুটা স্বাভাবিক নয়।

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯

দেয়ালিকা বিপাশা বলেছেন:




আমার ব্লগিং এর শুরুটা অস্বাভাবিক ঠিক এমনটিও বলবো না। লেখা ভালো বলে কিছু ব্লগারের অনুপ্রেরণা পেয়েছি। যেহেতু নতুন ব্লগ লিখছি তাই প্রথম পাতায় লেখা প্রকাশিত হত না। এখন প্রথম পাতায় লেখা প্রকাশিত হবার আনন্দটি তাই সকলের সঙ্গে শেয়ার করলাম।


মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৩| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৯

সোনালি কাবিন বলেছেন: অভিনন্দন

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৭

দেয়ালিকা বিপাশা বলেছেন:



অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ।

২৪| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,




অভিনন্দন। স্বাগতম প্রথম পাতায়।
প্রথম পাতায় আপনার পদচারণা ঐশ্বর্য্যমন্ডিত হোক। আপনার লেখা শ্রীবৃদ্ধি ঘটাক ব্লগের।

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস,





অভিনন্দন জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার শুভকামনা আমার জন্য প্রেরণা হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

শুভেচ্ছান্তে,

- দেয়ালিকা বিপাশা

২৫| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:১০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ব্লগার,

আজ সারাদিন খুব ধকল গেছে। এখনো বাসায় ঢুকতে পারিনি। হঠাৎ মনে হল ব্লগে একটু ঢুঁ মারি।এসেই আপনার পোস্ট দেখে খুশি হলাম। ধন্যবাদ ও অভিনন্দন আপনাকে। আপনার নুতন গল্পের অপেক্ষায় রইলাম।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: পদাতিক চৌধুরী,


অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় করে ব্লগে এসে লেখাটি পড়ার জন্য।সারাদিন খুব ধকল যাবার পরেও সময় করে ব্লগে এসে পোস্টটি দেখে খুশি হয়েছেন জেনে খুবই আনন্দিত হলাম।
নতুন গল্পের অপেক্ষায় আছেন জানতে পেরে আগ্রহ বেড়ে গেল নতুন লেখার প্রতি।

অনেক শুভকামনা রইল।

- দেয়ালিকা বিপাশা

২৬| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২০

মৌরি হক দোলা বলেছেন: অভিনন্দন, আপু!!! প্রথম পাতায় লেখা আসার অনুভূতি সত‌্যিই দারুণ! আপনার পোস্ট পড়ে আমার প্রথম পাতায় সুযোগ পাওয়ার দিনটার কথা মনে পড়ে গেল! অনেক অনেক শুভকামনা। লেখা চলুক অবিরাম...

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৫

দেয়ালিকা বিপাশা বলেছেন:
মৌরি হক দোলা,



যদিও আপনার সঙ্গে আজ প্রথম পরিচয় তবুও ধন্যবাদ যদিও আপনার সঙ্গে আজ প্রথম পরিচয় তবুও ধন্যবাদ আপনাকে অভিনন্দন জানানোর জন্য। আপনি ঠিক বলেছেন প্রথম পাতায় লেখা আসার অনুভূতিটা দারুন!
আমার পোস্টটি পড়ে আপনার প্রথম পাতায় সুযোগ পাওয়ার দিনটির কথা মনে পড়ে যাওয়ায় অত্যন্ত খুশি হলাম। আপনাকে আমার ব্লগে সুস্বাগতম। লেখা পড়ুন এবং সাথেই থাকুন। আশা করি আপনার ভালো লাগবে।

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

২৭| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২২

মৌরি হক দোলা বলেছেন: এক মাস তিন সপ্তাহ! কাকতালীয় ব‌্যাপার! আমারও মডুর নজরে আসতে ঠিক এই সময়-ই লেগেছিল। :D

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৮

দেয়ালিকা বিপাশা বলেছেন:

কাকতলীয় ব‍্যাপারটি মিলে যাওয়াতে খুশি হলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আশা করি আগামীতেও সাথে থেকে অনুপ্রেরণা দেবেন।

- দেয়ালিকা বিপাশা

২৮| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: বাহ!! এটা তো আনন্দের খবর।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:০৯

দেয়ালিকা বিপাশা বলেছেন:



জি , ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আশা করি সাথেই থাকবেন।

শুভকামনায়,
- দেয়ালিকা বিপাশা

২৯| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা

১৫ ই আগস্ট, ২০২১ রাত ২:১৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

৩০| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০১

নূর আলম হিরণ বলেছেন: অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আশাকরি নিয়মিতই লিখবেন ব্লগে।

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৬

দেয়ালিকা বিপাশা বলেছেন:

অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমার ব্লগে স্বাগতম, নিয়মিতই লিখবো।আশা করি সাথেই থাকবেন।

৩১| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৬

ঝুমুর জারোফা বলেছেন: শুভকামনা রইল।

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৯

দেয়ালিকা বিপাশা বলেছেন:

অসংখ্য ধন্যবাদ আপনাকে।


শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

৩২| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুকে সবাই ভয়ে ভালোবাসে। নইলে গলা টিপে ধরে।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,

হাহাহা.... সবারটা বোঝা না গেলেও আপনারটা পরিষ্কার বোঝা যাচ্ছে।

৩৩| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:


প্রথম পাতায় আগমনে অভিনন্দন
জানতাম হবেই তা শুধু ছিল কিছু
অপেক্ষার প্রহর, এটাই স্বাভাবিক
এখন লিখে চলুন নির্ভাবনায় নিরন্তর।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: ডাঃ এম এ আলী,




আশা করি ভালই আছেন। আপনার ব্লগে ঘুরে আসলাম নতুন লেখার অপেক্ষায়। আশা রাখছি শীঘ্রই আপনার নতুন লেখা পড়ার সুযোগ হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। এক কথায় যেন কবিতা লিখে গেলেন! নতুন একটি গল্প লিখছি পড়ে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আশা করি গল্পটি আপনার ভালো লাগবে।

অনেক অনেক শুভকামনা রইল।

- দেয়ালিকা বিপাশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.