নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের স্মৃতি

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:০০



স্কেচ : দেয়ালিকা বিপাশা

১. ক্ষণিক

আমি ভাবছি ক্ষণিকের জন্য,
কিন্তু জগত সে যেন অন্য।
সৃষ্টি করছে হাজারো তরঙ্গ,
চুরমার করছে অঙ্গ- প্রত্যঙ্গ।

আমি ভাবছি ক্ষণিকের জন্য,
কিন্তু ভাবনা যেন অধীর অরণ্য!
হঠাৎ দেখি এক তারুণ্য,
যে গড়ছে আমায় নিত্য।

তবুও ভাবনা করছে আমায় ভীত,
কারণ, আমি ভাবছি ক্ষণিকের জন্য!


২. স্মৃতি

আমি স্মৃতি নয়, গল্প হতে চাই
স্মৃতি আগুনে পোড়া নিষ্প্রাণ ছাই।
যাকে কেন্দ্র করে বর্তমানকে হারাই ,
অতীত থেকে ছুটে পালাই,
ভবিষ্যতের ভাবনায় আতকে যাই।

স্মৃতি উপশম নয়, জীবনের ক্ষয়
গল্প হয়ে এই ক্ষয়কে করব জয়।
আমি স্মৃতি নয়, গল্প হতে চাই।
কেননা, স্মৃতি প্রাণবন্ত নয় আগুনে পোড়া নিষ্প্রাণ ছাই!


- দেয়ালিকা বিপাশা

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,




স্মৃতি কখনও কখনও ক্ষতের মতোই যন্ত্রনা দায়ক।

কবিতা লিখলে অন্ত্যঃমিল দিতেই হবে এমন কোনও কথা নেই। কবিতা হবে স্প্রীংয়ের খাটের মতো, বসলেই দোলা দিয়ে যাবে।

প্রথম কবিতার শেষ লাইনের আগের লাইনে - "ভাবনা করেছে আমার ভীত" না হয়ে "ভাবনা করেছে আমায় ভীত" হবে মনে হয়।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:১২

দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস ,




" স্মৃতি কখনো কখনো ক্ষতের মতোই যন্ত্রণাদায়ক " - অনেক সুন্দর একটি কথা বলেছেন। কবিতা নিয়েও আপনার ভাবনাটি অসাধারণ!

আবারো টাইপো হল আর আপনি সেটা শুধরে দিলেন সে জন্য ধন্যবাদ! এই ভুল আমার হতেই থাকবে আর আপনি এসে সুধরে দিবেন!! :) আগামীতে আরো একটি ভুলে ভরা কবিতা নিয়ে চলে আসব। আপনি প্রস্তুত থাকুন। :)

শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

২| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, স্কেচটাও সুন্দর এঁকেছেন। + +
"কিন্তু ভাবনা যেন অধীর অরণ্য" - চমৎকার একটি ভাবনা।
১ এর প্রথম স্তবকের চতুর্থ চরণের শেষ দুটো শব্দ "স্থির অঙ্গ" এর বদলে "অঙ্গ প্রত্যঙ্গ" হলে অন্ত্যমিল আরেকটু শ্রুতিমধুর হতো বলে মনে করি, কবিতার অর্থেরও কোন ব্যত্যয় ঘটতো না।
"আমি স্মৃতি নই, গল্প হতে চাই" - এটাও একটা সুন্দর ভাবনা, তবে 'নই' এর বদলে 'নয়' হলে (দুই জায়গায়) বোধ হয় বক্তব্যটা সঠিকভাবে ব্যক্ত হতো।
কবিতায় ভাললাগা। + +


২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:২৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খাইরুল আহসান,




ভাবনা এবং কবিতাটি আপনার ভালো লেগেছে এটা জানতে পেরে বেশ অনুপ্রাণিত হয়েছি! সামান্য ত্রুটি হলেও ভুল সংশোধন করে দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি! আপনার পরামর্শ অনুযায়ী ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে।

সবশেষে বলতে চাই আপনি আমার কবিতাটি পড়েছেন এবং মন্তব্য করেছেন এটি আমার জন্য অনেক আনন্দের বিষয়! আশা রাখি আপনার মত একজন শ্রদ্ধেয় ব্লগার কে আগামীতেও পাশে পাব এবং ভুলত্রুটিগুলো সংশোধন করে লেখাকে সমৃদ্ধ করার সুযোগ পাবো।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

- দেয়ালিকা বিপাশা

৩| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫১

স্প্যানকড বলেছেন: এ মাইরি খাইছে আপনি দেখি স্কেচ ও পারেন ! ভালো লাগলো কবিতা। ভালো থাকবেন।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:৩০

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,



আপনার মন্তব্যটি পেয়ে খুশি হয়েছি। আরো খুশি হয়েছি এটা জানতে পেরে যে স্কেচ এবং কবিতা দুটোই আপনার ভালো লেগেছে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক দোয়া রইল আপনার জন্য।

- দেয়ালিকা বিপাশা


৪| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ক্ষণিকের জন্য ভাবছেন। খুব ভালো। আরও ভালো ভাবনাহীন জীবন। তাহলে ভাবনা আপনাকে আর ভীত করতে পারবে না।

স্মৃতি হতে না চাইলে আপনার আপন জনেরা আপনাকে নিয়ে কিভাবে নস্টালজিক হবে? :)

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:৩৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,




আমি মাঝে মাঝে এমন অনেক কিছুই ভাবি। ভেবে অনেক কিছু বের করতে পারি। আর ভাবনাগুলোকে অনেক সময় কবিতারও রূপ দেই। তবে এই গভীর ভাবনাগুলো কতটুকু শক্তিশালী এটা বোঝা কঠিন।

স্মৃতি সে হয় যে বিগত হয়। আমি বর্তমান তাই আপাতত গল্প হয়েই আপনজনদের মাঝে থাকতে চাই :)

আপনার জন্য শুভকামনা।

- দেয়ালিকা বিপাশা

৫| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার স্কেচও সুন্দর হয়েছে। তবে মনে হয় চোখ আঁকতে ভুলে গেছেন।:) কানা কানা লাগছে।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:৪০

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,




স্কেচটা আপনার ভালো লেগেছে তা জানতে পেরে সত্যিই খুব ভালো লাগছে!

" তবে মনে হয় চোখ আঁকতে ভুলে গেছেন। :) কানা কানা লাগছে।" - মেয়েটি অন্ধ তাই এমন লাগছে :D হাহাহা....

৬| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ব্লগার,

জোড় কাব্য 'ক্ষণিকে'র 'স্মৃতি' ভালো লেগেছে।
ভাবনায় গভীরতা আছে। সচরাচর যা বর্তমান সময়ে চোখে পড়ে না। কাব্যে এমন ছন্দবদ্ধতা আমার কাছে বেশ ভালো লেগেছে।

প্রথম দুটি কমেন্ট ভালো লেগেছে। বিশেষ করে শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যারের কমেন্টটি বেশি ভালো লেগেছে। উনি চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন।নই/ নয় এর বিষয়টি ভেবে দেখবেন।
এপ্রসঙ্গে-
আমি নুতন করে আর কিছু বলবো না। তবে অধীরের পর আগ্রহ যেমন যথার্থ তেমনি অরন্যের আগে গভীর বলা যায় কিনা ভাবতে অনুরোধ রইলো।
আরেকটি স্থানে 'ভবিষ্যতের ভাবনা আতকে যায়' আছে।ওটা বোধহয় আটকে যায় লিখতে চেয়েছিলেন।
সবশেষে বলবো, কবিতার ছোট্ট পরিসরে ছোটখাটো ভুলগুলো একটা কবিতার কাব্যিক অনুভূতিতে বাধা সৃষ্টি করে।কবিতাটি যেন ডানা মেলতে পারেনা। কাজেই পোস্ট দেওয়ার আগে আরও সচেতন হতে অনুরোধ রইলো। (গল্প হলে অবশ্য এরকম কোনো বাধা নেই)
পোষ্টে তৃতীয় লাইক।

শুভকামনা আপনাকে।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:৫০

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লাগার পদাতিক চৌধুরী,





কবিতা আপনার ভালো লেগেছে তা জানতে পেরে খুশি হয়েছি। আপনি ঠিকই বুঝতে পেরেছেন ভাবনার গভীরতা থেকেই আমার কবিতা লেখা হয়। তাই ভাবনার সে উপলব্ধি এবং এবং আপনার ভালোলাগার সে অনুভূতিটিতে অনুপ্রাণিত হয়েছি।

সবশেষে বলব কবিতা প্রসঙ্গে আপনার পরামর্শটি এবং ত্রুটি সংশোধন করে দেবার মনোভাবটি আমার ভালো লেগেছে। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন পোষ্ট দেয়ার আগে আমাকে আরো সচেতন হতে হবে যেন এই ছোটখাটো ভুল গুলো আর আগামীতে না হয়। সব সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

- দেয়ালিকা বিপাশা

৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার দুটো কবিতা পড়লাম । আপনাকে আগে পড়া হয়নি। বাকি পোষ্ট গুলো পড়া এবং মন্তব্য করার আগ্রহ বেড়ে গেলো বহুগুনে। সেই সাথে নতুন পোস্টের অপেক্ষায় থাকবো।
ভালো থাকবেন । স্কেচের জন্য আলাদাভাবে ভালো লাগা।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




কবিতা পড়ে এত সুন্দর একটি মন্তব্যের জন্য বেশ অনুপ্রাণিত হয়েছি। আপনাকে আমার ব্লগে স্বাগতম! আমিও আপনার লেখাগুলো পড়েছি। চমৎকার লেখেন আপনি।

সবশেষে বলবো এত সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং বাকি পোস্টগুলো পড়ার ও মন্তব্য করার আগ্রহের কথা জানতে পেরে বেশ প্রীত হয়েছি! বাকি পোস্ট গুলো পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হল। আশা করি সাথেই থাকবেন।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং অনেক দোয়া রইল আপনার রাজপুত্রের জন্যে! আশা করি সে ভালো আছে।

- দেয়ালিকা বিপাশা

৮| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: দেয়ালিকা বিপাশা

ছবিটা সুন্দর! লেখাটাও।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৩:০১

দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতা পড়ার প্রহর,



আপনাকে আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আশা করি আগামীতেও সাথে থাকবেন।

- দেয়ালিকা বিপাশা

৯| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৩:০২

দেয়ালিকা বিপাশা বলেছেন: রাজীব নুর,




সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৩

নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১১| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৭:২৪

ডঃ এম এ আলী বলেছেন:



ক্ষনিকের স্মৃতি- গুচ্ছ কবিতা দুটির সুন্দর শিরোনাম ।
জীবনের বিশেষ কিছু মুহূর্তগুলির প্রতি গভীর অনুধাবন,
জীবন ভাবনার মুর্ত ও বিমুর্ত প্রকাশ,এই কবিতা গুচ্ছের
মূল সুর। ছন্দের সাবলীলতা ও ক্ষিপ্রতা এই গুচ্ছকবিতা
দুটির বিশেষ বৈশিষ্ট্য বলে মনে হয়েছে ।

শুভেচ্ছা রইল

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: ডাঃ এম এ আলী,





অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। কবিতা দুটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উপলব্ধির প্রশংসা করতেই হয়। কেননা উপলব্ধির এমন সুন্দর বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয়!
আপনার শুভেচ্ছা গ্রহন করলাম।

শুভকামনায়,

- দেয়ালিকা বিপাশা

১২| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: মোস্তফা সোহেল ,





কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শুভকামনা ,

- দেয়ালিকা বিপাশা

১৩| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা পড়ার প্রহর আপুকে আপনার ব্লগে স্বাগত না জানালেও চলতো। কেন চলতো এটা যদি বলতে পারেন তাহলে আপনাকে এক টাকা দামের পুরো একটা চকলেট খাওয়াবো। আপনাকেও পুরো চকলেট খেতে হবে কিন্তু। :)

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২০

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,






যদিও উত্তর বলে কোন লাভ নেই। কারণ আপনি কোন চকলেট খাওয়াচ্ছেন না কিন্তু তারপরও চেষ্টা করতে পারি। :) স্বাগত না জানালেও এক আবেগি কন্যা আরেক আবেগি কন্যাকে ঠিক খুঁজে নিবে এবং তিনি প্রথম দিকেই আমার ব্লগে মন্তব্য করে গিয়েছেন। B-) ( ফলাফলের অপেক্ষায় দেয়ালিকা বিপাশা :#) )

১৪| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

হাবিব বলেছেন: গভীর ভাবনার প্রাঞ্জল প্রকাশ

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাবিব,





আপনার মন্তব্য পেয়ে খুশি হয়েছি। আপনি ঠিকই বলেছেন গভীর ভাবনা থেকেই লেখা কবিতা। মন্তব্যের জন্য ধন্যবাদ।


শুভেচ্ছান্তে,

- দেয়ালিকা বিপাশা

১৫| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১০

মিরোরডডল বলেছেন:



স্মৃতি সবসময়ই মধুর ।
সুখস্মৃতি মনে পড়লে কিছুটা সময়ের জন্যও একটা ভালোলাগায় মন ছুঁয়ে যায় ।

আর কষ্টের স্মৃতিগুলো যতটা কাঁদায়, পাশাপাশি ঠিক ততটাই স্বস্তি ।
দোজ ডেইজ ইজ ওভার !

সামনে আরও স্কেচ দেখবো এই প্রত্যাশা ।





২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: মিরোরডডল,





এই প্রথম আমার কোন পোস্টে আপনি মন্তব্য করলেন তাই আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আমি আপনার কথার সঙ্গে একমত যে স্মৃতি সবসময় মধুর কিন্তু স্মৃতির বেদনাটা ততটাই গভীর হয়। আর স্মৃতির এই বেদনা গুলো আমাদের দুর্বল করে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য। আশা করি আগামীতেও পাশে পাব।

শুভকামনা রইল।
- দেয়ালিকা বিপাশা

১৬| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি দশের মধ্যে শূন্য পেয়েছেন। উত্তর একদম ভুল।:) একটা বড় পুরস্কার আপনি হারালেন। আপনি এক কাজ করতে পারেন। কবিতা পড়ার প্রহর আপুকে এটার কারণ জিজ্ঞেস করেন।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহা...!!!!!!!!!

আপনাকে উত্তর দিয়েই উনার পোস্টে গিয়ে জিগ্যেস করেছি এখন গিয়ে দেখবো উনি কি উত্তর দিলেন :#) ;)

১৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি বুঝতে ভুল করেছি। আপনি অনেক বুদ্ধিমতি। উত্তর আপনার জানা আছে। আপনাকে এখন পুরো একটা চকলেট খাওয়াতে হবে। আপনাকেও পুরো খেতে হবে।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনি অনেক বুদ্ধিমতি। - আসলে ব‍্যপারটা আমি জানি। B-) আমার মায়েরও তাই ধারণা ;)তাহলে চকলেট কখন পাচ্ছি বলেন B-)

১৮| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:২৬

অধীতি বলেছেন: ছন্দমিল কিছু সময় কিছু অভিব্যক্তি প্রকাশে বাধা হয়ে দাড়ায়। কবিতা সুন্দর হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

দেয়ালিকা বিপাশা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

এবং দেরিতে প্রতিমন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.