নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

একদিন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫



ছবি: নেট


অপেক্ষার প্রহর যেন কাটে না আর
এমন অবেলায় হঠাৎ দেখা তার।
সেকি অদ্ভুত এক প্রাণের শিহরণ!
এ যেন বিনা আঘাতেই অজস্র রক্তক্ষরণ!
আমি দাঁড়িয়ে,
হঠাৎ অবাক চোখে তাকিয়ে
ওমা! একি সংশয়!
যদি যায় হারিয়ে?
হারানোর ভয়ে আমি হইনি শঙ্কিত,
পেয়ে হারানোটা যে ভীষণ দুর্বিষহ!

ভাবনার বিশাল পাহাড়ে
দিন কেটে গেল নিরানন্দ,
তবুও চলবে জীবন
হারানো যাবে না কোন ছন্দ।
জানি,
নিত্যনতুন আয়োজনেও রয়ে যাবে নিঃসঙ্গতা
সময়ে সামলে নিলেও
কি করে কাটবে এ সকল ভাবনা?
ভেবে না হয় নিলাম তবু
শূন্য ঘরের কোণে,
একদিন পেয়েছিলাম তার অস্তিত্ব
হৃদয়ের খুব গোপনে।


- দেয়ালিকা বিপাশা




মন্তব্য ৯৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর কবিতা। পেয়ে হারিয়ে ফেললেন নাকি!!! তাহলে তো চিন্তার কথা। :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহা...!! অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথমেই মন্তব্য এবং লাইক দেয়ার জন্য।

পেয়ে হারিয়ে ফেললেন নাকি!!! তাহলে তো চিন্তার কথা। :) - আরে না না ..দিন শেষে আমরা যে কবি! ছোটবেলায় কোথাও পড়েছিলাম কবি শব্দের অর্থ সৌন্দর্যের পূজারী। তাই পৃথিবীর সকল সৌন্দর্যকে টেনে এনে কাগজে-কলমে ছুরে দিয়ে অন্যের মনকে দোলা দেয়াই যে আমাদের কাজ!

কবিতা ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

শুভকামনায়,
- দেয়ালিকা বিপাশা

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,




এবারে পরিপূর্ণ হয়েছে কবিতাটি। থাম্বস আপ।

শিরোনামে " একদিন" শব্দটি দেখে আর কবিতায় সেই একটি দিনের অপেক্ষার কথায় কিশোর কুমারের একটি গান মনে এলো ---
একদিন আরো গেলো
থামানো আর গেলোনা
আন্ধারেরও ছায়া,
আজও যে নাও ভাসানো
পাইনা মাঝির দেখা!
কাল বোশেখী মেঘে
আঁধার আসে ঢেকে,
ভয় সে কখন যেন
ঘিরেছে আমাকে।
পথ চেয়ে বসে আছি
মন দুখে ভরা ......


মনে হয় এটা যেন কবিতাটিরই কথা ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫১

দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস,





পরিপূর্ণ কবিতা লিখে আপনার থাম্বস আপ পাওয়াতে ভীষন অনুপ্রাণিত হয়েছি! অবশেষে ত্রুটিহীন সাহিত্য লিখে আমি বেশ আনন্দিত!

কিশোর কুমার একজন কিংবদন্তী গুরুজন। আমার তুচ্ছ কবিতা পড়ে উনার মত একজন কিংবদন্তীর লেখা মনে পড়ে যাওয়া যে আমার জন্য সৌভাগ্যের বিষয়!

সবশেষে বলতে চাই অনুপ্রেরণামূলক সুন্দর মন্তব্য এবং লাইক দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মত একজন সম্মানিত লেখককে পাশে পাওয়া আমার জন্য ভীষণ আনন্দের বিষয়।

শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:



পেয়ে হারানোটা যে ভীষণ দুর্বিষহ

না পেলে হারাবার কিছু নেই ।
পেয়েইতো হারাতে হয় ।

একদিন পেয়েছিলাম তার অস্তিত্ব
হৃদয়ের খুব গোপনে।


অনুভবগুলো হৃদয়ের গহীন কোঠাতেই থাকে ।

শিরোনাম থেকে একটা প্রিয় গান মনে পড়লো ।
অনেক পুরনো । জানিনা পাশা কখনও এ গান শুনেছে কিনা ।





০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: মিরোরডডল আপু,


কবিতা পড়ে মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তুমি ঠিকই বলেছো না পেলে হারানোর কিছু নেই। কিন্তু অবেলাতেই যার আগমনে বিনা আঘাতেই অজস্র রক্তক্ষরণ হয় তাকেই যে পেয়ে গেলাম অন্তরের অন্তস্থলে! আর অন্তঃস্থলে যার অস্তিত্ব পাওয়া যায় তাকে হারানোটা যে ভীষণ দুর্বিষহ!


মনে পড়া প্রিয় গানটির লিংক শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। যদিও এই গানটি শুনি নি কিন্তু পুরনো দিনের গান আমার ভীষণ ভালো লাগে।
অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা তোমার জন্য, এত সুন্দর মন্তব্যের করার জন্য।

- দেয়ালিকা বিপাশা

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৬

ইন্দ্রনীলা বলেছেন: কিছুই হারায় না।

সবই রয়ে যায় অদৃশ্যে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: ইন্দ্রনীলা,





আমার পোস্টে এই প্রথম কোনও মন্তব্য করলেন সেজন্য খুব খুশি হলাম।
কিছুই হারায় না।

সবই রয়ে যায় অদৃশ্যে।
- আপনার কথার অর্থ আমি বুঝেছি। হ্যাঁ এক দিক থেকে দেখতে গেলে কোন কিছুই হারায় না ।সবকিছুই অদৃশ্যে, কল্পনায় এবং আমাদের মনে গল্প হয়ে, স্মৃতি হয়ে রয়ে যায়। কিন্তু স্মৃতি বা কল্পনা যে শুধুই আমাদের আবেগের একটি অংশ! বাস্তবতায় এর কোন রূপ দেয়া যায় না। তাই সময়ের সাথে সাথে সেটি হারিয়ে যায়।


পোষ্টে সুন্দর একটি মন্তব্য এবং লাইক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমার অন্যান্য লেখা পড়ার আমন্ত্রণ জানানো হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন , হাসিখুশি থাকবেন সবসময়।


শুভকামনায় ,

- দেয়ালিকা বিপাশা

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইন্দ্রনীলা আপুর কাছ থেকে শেখেন কিভাবে আকাশের ঠিকানায় চিঠি লিখে পুরানো প্রেম ঝালাই করতে হয় এবং সেই অনুযায়ী আপনার কবিতা প্রয়োজনীয় সংশোধন করুন। গুরুজনদের কথা সব সময় শুনতে হয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,




জি অবশ্যই! ইন্দ্রনীলা আপুর মন্তব্যটি সুন্দর ছিল আমার ভালো লেগেছে। আমার মনে হয় না কবিতায় কোন ত্রুটি হয়েছে কিন্তু আপুর মন্তব্যের গভীরতা যে আমি উপলব্ধি করতে পারছি এবং সেই উপলব্ধির একটি ব্যাখ্যাও আমি প্রদান করেছি। আশাকরি আপনাদের ভাল লাগবে। (জানার অপেক্ষায় রইলাম।)

- দেয়ালিকা বিপাশা

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দশে দুই পেয়েছেন ( আংশিক ঠিক বলার জন্য)। মানে ফেল। আপনি বলেছেন যে সময়ের সাথে এটা হারিয়ে যায়। বাস্তবতায় এর কোন রূপ দেয়া যায় না। ইন্দ্রনীলার আপুর প্রেম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেয়ামত সে কেয়ামত তক এটা চলবে। বাস্তবতার রূপ কি উনি আপনাকে বলবে নাকি। বোকা মেয়ে।:) কিছু জিনিস বুঝে নিতে হয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: নাহ। বুঝি না আমি। আমার মাথায় ঢোকে না। :)

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২২

মিরোরডডল বলেছেন:



ঝুলন্ত নিষ্পাপ শিশু, আমাকে কেনো অন্য লেখা পড়ার আমন্ত্রণ জানানো হলোনা ! 8-|

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০১

দেয়ালিকা বিপাশা বলেছেন: তাই তো!!!!!

তোমাকে তো অন্য লেখা পড়ার আমন্ত্রণ জানানো হয়নি কারণ তুমি তো এর আগেও আমার লেখা পড়ে মন্তব্য করেছো কিন্তু ইন্দ্রনীলা এই প্রথম। যাইহোক আমার লেখা একটি গল্প " নীলার নীলাঞ্জনা" পড়ার জন্য তোমাকে অনুরোধ রইল।পড়ে বোলো তোমার কেমন লেগেছে। কেমন?

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল আপু কিন্তু আপনাকে সৌজন্য করে এই কথা বলেছেন। সত্যি সত্যি ওনাকে আমন্ত্রন জানিয়ে বিব্রত করবেন না কারণ ওনার এতো সময় নাই। উনি ব্যস্ত ইন্দ্রনীলা আপু তার ডার্লিংকে দুই অক্ষরের আকার, ই কার ছাড়া কোন শব্দ দ্বারা ডাকতেন সেই পাজল সল্ভ করাতে। উনি নিজেরটার সাথে মিল রেখে নাওয়া খাওয়া ভুলে চেষ্টা করছেন। পাজলের উত্তর ঠিক হলেও ইন্দ্রনীলা আপু ভাব নিয়ে বলবে যে উত্তর কেউ জীবনেও বার করতে পারবে না। ইন্দ্রনীলা আপুর পেটের সত্যি কথা বের করা খুব কঠিন। নাক কাটার কথা কেবল স্বীকার করেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: সরি ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়ে গেছে। :)

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ব্লগার,

নিঃসঙ্গতা আঁকড়ে ধরে যদি মনের মধুরতা মেলে তবে সে নিঃসঙ্গতা বরং বয়ে চলুক। মায়াবী চোখের ভাষায় যে হৃদয় বাঁধা পড়ে তার ঠিকানা হোক জন্মজন্মান্তর ধরে।
চমৎকার কবিতায় ভালো লাগা রইলো।

শুভেচ্ছা আপনাকে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১০

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,




সর্বদা পাশে থেকে অনুপ্রেরণা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর এবং মাধুর্য পূর্ণ মন্তব্য দিয়ে পোষ্টের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

কবিতা ভালো লেগেছে তা জানতে পেরে খুব খুশি হয়েছি। আশা করছি ভাল আছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য সাথে আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম।

- দেয়ালিকা বিপাশা

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫২

সোনালি কাবিন বলেছেন: মিস্টি প্রেমের ছন্দ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: সোনালী কাবিন , আপনার পুরনো আইডির নামটা কি অনুগ্রহ করে বলতে পারেন? আপনার অন্যান্য লেখা পড়ার ইচ্ছা আছে।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪২

হাবিব বলেছেন: কবিতাটি ভালো লেগেছে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৬

সোনালি কাবিন বলেছেন: ছাগুদের একটু বেশি মাত্রায় গালাগালি করায় আইডিটা ব্যান করে দেয়।

প্রত্যাবর্তন এর ব্লগ

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০১

দেয়ালিকা বিপাশা বলেছেন: অহ আচ্ছা... যদি আপনার আইডিতে যাওয়া যায় তাহলে আপনার লেখা পড়ার ইচ্ছা আছে। ভালো থাকবেন।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৬

সোনালি কাবিন বলেছেন: ব্যান মানে লগিন ব্যান

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩০

ইন্দ্রনীলা বলেছেন: মন্তব্যগুলা পড়লাম। আমার কথা যা যা বললেন চুয়াত্তরভাই তা তা নিয়ে পাল্টা মন্তব্য দিতে ভয় পাচ্ছি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: চুয়াত্তর ভাইয়ের কথা বাদ দিন উত্তর গুলো আপনার কাছে পৌছাতে পারলেই হল :)

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৮

নেওয়াজ আলি বলেছেন: বাহ্ দারুণ লিখেছেন, অসাধারণ l

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: পাঠ এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: একটা ক্ষণিক স্মৃতির, ক্ষণিক অনুভবের কবিতা-- ভালো লেগেছে। + +

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খাইরুল আহসান ,




ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার সুন্দর মন্তব্য এবং লাইক এ বেশ প্রেরণা পেলাম। আশা করি আগামীতেও সাথে থাকবেন। অনেক অনেক শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইন্দ্রনীলা আপু আবার ভয় পায় নাকি!

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর ,


আমার তো মনে হয় ইন্দ্রনীলা আপু আপনার ভয় পাবার কথা বলছিলেন 8-|

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রেমে হারানোর ভয় থাকবেই
তবু প্রেমিক ভালোবাসবেই।

সুন্দর কাব্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: মোঃ মাইদুল সরকার,




আমার কোন পোস্টে এই প্রথম আপনার কোন মন্তব্য পেলাম। তাই আমার ব্লগে আপনাকে সুস্বাগতম। সুন্দর একটি মন্তব্য এবং লাইক দেওয়াতে অনুপ্রাণিত এবং খুশি হলাম। আশা করি আগামীতেও পাশে পাব। অনেক অনেক শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: আমার ব্যান তুলে নেয়া হয়েছে । মডুকে শুকনো ধনে পাতা ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২২

দেয়ালিকা বিপাশা বলেছেন: বাহ! চমৎকার! এটা তো একটা ভালো খবর। এবার নতুন উদ্যোমে শুরু হোক পথ চলা।

শুভকামনা রইল অনেক

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।


ভাবনার বিশাল পাহাড়ে
দিন কেটে গেল নিরানন্দ,
তবুও চলবে জীবন
হারানো যাবে না কোন ছন্দ।


বর্তমানে এই পাহাড়ের আকার বিশাল হয়ে গেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতায় ভালো লাগা প্রকাশ করায়। বেশ খুশি হলাম।

বর্তমানে এই পাহাড়ের আকার বিশাল হয়ে গেছে।- কেন বলুন তো? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্যে উপমা ব্যাক্ত কবির চিন্তারা সব সময় প্রজাপতির পাখা মেলে, সুখ আর দু:খবোধের শক্তি সব কবিদেরই হয়।
শুভ কামনা নিরন্তর।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

দেয়ালিকা বিপাশা বলেছেন:



ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্যের জন্য। আপনি ঠিকই বলেছেন সুখ আর দুঃখ বোধের শক্তি সব কবিদেরই হয় এবং আমি মনে করি তা সকলের হৃদয়কে দোলা দিয়ে যেতে পারলেই কবিতার সার্থকতা সাধিত হয়। সুস্থ থাকুন , ভালো থাকুন এবং সাথে আপনার শুভকামনা গ্রহণ করলাম।

শুভেচ্ছান্তে,

- দেয়ালিকা বিপাশা

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি তো সব সময়ই আমাকে ভয় পায়। কারণ নইলে সব কিছু ফাঁস করে দেব না। =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহা... ব্যাপারটা কিন্তু দারুণ!

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

খায়রুল আহসান বলেছেন: প্রতিটি মন্তব্যের উত্তরে আপনার প্রতিমন্তব্যে যে বিনয় প্রকাশ পায়, তা আমাকে মুগ্ধ করে। তবে আপনাকে একটা সাজেশন দিতে চাইঃ মন্তব্যকারী পাঠকের যদি নামোল্লেখ করতেই হয়, তবে তার নামটা কপি-পেস্ট করাই উত্তম। এতে নামের বানান ভুল হবার সম্ভাবনা থাকে না।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪২

দেয়ালিকা বিপাশা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান,




প্রথম মন্তব্যের প্রতিমন্তব্যে আপনার নামের বানানটি ভুল হওয়াতে দুঃখ প্রকাশ করছি। পুনরায় মন্তব্যে এসে আপনার সুন্দর পরামর্শ প্রদান এবং মুগ্ধতার কথা প্রকাশ করাতে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সুন্দর পরামর্শটি মেনে চলার চেষ্টা করব। অনেক অনেক শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি একলা আমার সাথে পারছেন না তাই আপনাকেও খুজছেন এই পোস্টে মাই হার্ট ইজ অলওয়েজ রাইটিং

ওনাকে উদ্ধার করেন। এখন ভাত খেতে গেছেন। এক গামলা ভাত খেয়ে গায়ে জোর হলে আবার আমার সাথে যুদ্ধ শুরু করবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: ওহ তাই নাকি??? তাহলে এবার যুদ্ধে নেমে পড়া হবে নাকি কি বলেন? :)

২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাবনার পাহাড় প্রতি লোকের জন্য যারযার নিজস্বতায় তৈরি হয়।
আমার পাহাড় এখন অর্থনীতাক চিন্তার পাহাড়, যার আকার প্রতিনিয়তো বড় হচ্ছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: বর্তমান পরিস্থিতিতে সকলেরই কমবেশি অর্থনৈতিক টানাপোড়ন দেখা যাচ্ছে। তবে আপনি দুশ্চিন্তা করবেন না। সাহস রাখুন এবং ধৈর্য ধরুন। কেননা দুশ্চিন্তা করে কোন লাভ হবে না তাই মনে সাহস রাখতে হবে। আপনার জন্য অনেক দোয়া রইল যেন আপনি অতিশীঘ্রই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে পারেন।


- দেয়ালিকা বিপাশা

২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

স্প্যানকড বলেছেন: মন বিষিয়ে নেই লাভ
হাসিয়ে লাভ
মন বুঝে যে জন
সে তো সুজন।

এমনও সুজন মিলে যার
এ তো এক বিশাল কারবার
লোকসান কম
নেই বেহুদা দেন দরবার।

মিশে যাক সব দুঃখ
গলে যাক ভেতরকার খরা
বসন্ত এসে যাচ্ছে
তরতাজা যত আছে মরা।

ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪০

দেয়ালিকা বিপাশা বলেছেন: বাহ! সুন্দর একটি কবিতা লিখেছেন, একদম মনের কথা। আশা করি আপনার শুভকামনাটি সত্যি হোক।

আপনিও ভালো থাকবেন। অনেক দোয়া এবং শুভকামনা আপনার জন্য

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: আরে সবাই মিলে আমার দেয়ালিকা বিপাশামনিকে কোনঠাসা করেছে দেখছি। তার মধ্যে আবার চুয়াত্তর সাড়ে ভাইয়া দেখছি একাই দুইশো!!!!!!

কোনো ভুই নাই দেয়ালিকামনি। আমি আছি তোমার সঙ্গে দেখি কে হারে কে জেতে!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১২

দেয়ালিকা বিপাশা বলেছেন: আরে আপুনি!!!!!!




কেমন আছো তুমি??? অনেকদিন পর তোমার দেখা পেলাম!!!!! কবিতা কেমন লিখেছি বলতো??!!!

আর হ্যাঁ , তুমি থাকতে কোন ভয় নেই! অবশ্য সাড়ে চুয়াত্তর মানুষ হিসেবে খারাপ না, বেশ মজার মানুষ :)

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি যে আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী এটা অনেকেই আসলে বুঝতে পারছে না। আপনি ওনাদের কথায় কান দেবেন না। যারা আপনার জন্য নাকি কান্না কাঁদছে এরা আসলে আপনার সুখের পায়রা ( সুসময়ের বন্ধু)। আরও একজন নতুন যোগ হয়েছে যিনি আবার গরুর রচনা ভালো লেখে। যাকে উদ্দেশ্য করে গরুর রচনার কথা বলেছি তিনি ঠিকই বুঝেছেন। আপনাকেও এটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। উনি আবার নাচ-গান কি কি নাকি পারে। উনি নাচলে প্রলয় নৃত্য শুরু হয়ে যায়। তাই ওনাকে আবার কখনও নাচতে বলবেন না যেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: জ্বি, জ্বি , অবশ্যই আপনিও আমার আরেকজন শুভাকাঙ্ক্ষী!! :) কিন্তু আমার শায়মা আপুনিটাকে কতদিন পর পেলাম :) বুঝতে পারছেন কতটা খুশি লাগছে?!! :)

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুশি লাগছে ভালো কথা। কিন্তু ওনাকে আবার নাচতে বলবেন না কখনো। কারণটা কিন্তু উপরে বলে দিয়েছি। এমনিই নাচুনে বুড়ি, তার উপর আবার ঢোলের বারি দিয়েন না। ফাঁকা মাঠ ছাড়া অন্য কোথাও নাচার ক্ষেত্রে ওনার ওস্তাদের নিষেধ আছে। কারণ একবার এক বাড়িতে নাচা শুরু করতেই সেই বাড়ি এক পাশে হেলে পড়ে। ওনাকে আবার এইসব গোপন কথা জিজ্ঞেস করতে যাবেন না যেন। শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার ভালোর জন্য বললাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: শুধু শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার ভালোর জন্য বললাম।- ওমা!! তাই নাকি???!!! :) সাবধান করার বদলে যে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন সেটার কি হবে?!! :)

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাবধান থাকলে ভয় পাওয়ার কোন কারণ নাই। বলতে ভুলে গেছি, ওনাকে যেখানে সেখানে গান গাইতেও বলবেন না যেন। সেইটারও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আপনি জানতে চাইলে বলবো। আর ওনাকে এই সব কথা বলার দরকার নাই। উনি এমনিতেই একটু পাগলাটে টাইপের। যদিও আমাকে খুব পছন্দ করেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

দেয়ালিকা বিপাশা বলেছেন: আর উনাকে এসব কথা বলার দরকার নাই।- ওহে, বলতে হবে কেন? উনি যে নিজে নিজেই এসে মন্তব্য পড়ে ফেলবেন :) :#)

৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: সাড়ে চুয়াত্তর ভাইয়া তোমার সাড়ে সর্বনাশ করলে। নিজের পায়ে কুড়াল মেরেছো। ওক্কে ডক্টর পাঠাচ্ছি সেলাই করে প্লাস্টার করে দিয়ে আসবে। সাথে কিছু লবন পাঠালাম ভালো করে লাগিয়ে নাও।

যমের বাড়িতে আবার লবন থাকে না তো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০

দেয়ালিকা বিপাশা বলেছেন: শায়মা আপু,



হাহাহাহা!!!!! আমি বলেছিলাম সাড়ে চুয়াত্তর সাহেবকে বেশি কিছু না বলতে!!! এবার হলো তো মজা !!! :) এখন আর তার রক্ষা নেই =p~

৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মৌনতাই সম্মতির লক্ষণ। তার মানে আপনি জানতে চাচ্ছেন কেন আমি ওনাকে দিয়ে যেখানে সেখানে গান গাওয়াতে নিষেধ করেছি।

উনি তো শাস্ত্রীয় সঙ্গীত একেবারে গিলে খেয়েছেন। তাই উনি যখন গান গাওয়া শুরু করেন তখন ওনার গলায় বিভিন্ন রাগ রাগিনি খেলা করতে থাকে। এই রাগ রাগিণীর এতো ধার যে কোন বাড়িতে গান গাওয়া শুরু করলে দেয়াল ফেটে চৌচির হয়ে যায়। তাই ওনার মরহুম ওস্তাদ জী অক্কা পাওয়ার আগে ওনাকে বলে গিয়েছেন যে সে যেন ফাঁকা মাঠ ছাড়া গান না গায়।

৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কে একজন আমাকে বলল যে সে যমের বাড়ির লোক। যম তো পুরুষ মানুষ হয়। আমার ধারণা উনি যমের তিন নম্বর স্ত্রী হবেন। ওনাকে বলে দেবেন যে এই ধরণের হাওয়াই হুমকিকে আমি ভয় পাই না। কিন্তু উনি তো আগে আমাকে খুব ভালবাসতেন। কতবার লাভ ইউ বলেছেন। এখন আবার এই ধরণের পাগলামি কেন করছেন কে জানে। অমাবস্যার সময় ওনার আবার পাগলামি বাড়ে শুনেছি। আপনি সাবধানে থাকবেন। বাকি আল্লাহ ভরসা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহা!!!! বলেন কি!!??? :)

৩৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আবারও আমাকে সাহেব বলছেন! আপনি আমাকে ভাই, চাচা, নানা, খালু, ফুফা যা খুশি বলতে পারেন কিন্তু প্লিজ সাহেব বলবেন না। সাহেব বললে নিজেকে মোসাহেব মনে হয়। আর আপনি কিন্তু ওনার পক্ষ না নিয়ে আমার পক্ষে থাকবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাহেব এর মধ্যে কিন্তু একটা ভদ্র ভদ্র ব‍্যপার আছে, কি বলেন? :)

৩৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৫

শায়মা বলেছেন: ওস্তাদজী আরও বলিয়াছেন গলাবাজী করে যারা তাদের গলা টিপে দিয়ে জন্মের মত গলার কারুকাজ বন করে দিতে। ওস্তাদজী মরিয়া যাইবার কালে বলিয়াছেন দরকারে তারে খবর দিতে। ভূত হইয়াও তিনি আসিবেন ৮০% গলা টিপিতে। বাকিটা আরেকজনের গলা টেপার জন্য।

৩৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২০

শায়মা বলেছেন: আই লাভ অল শয়তান পিপল। ইউ আর ওয়ান অব দেম ভাইয়ু। শয়তান দেখলেই আমি ভুলাই ভালাই মুন্ডু চিবাই। :)

গেট রেডি ফর যম।

ঠিক ঠিক আমি যমের ৩ নং না আরও পরের নাম্বার বউ। :)

ওপস স্যরি আমি বউ না আমি যমের প্রেমিকা। :)


সাবধান ভাইয়াজান.... আমি আবার কাউকে আই লাভ বললে যম তার দিকে আড় চোখে চেয়ে থাকে।

শুনেছি ভাবিজী নাকি যমের বইন। তোমার তো শাখের করাত দশা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪২

দেয়ালিকা বিপাশা বলেছেন: ওপস স্যরি আমি বউ না আমি যমের প্রেমিকা। :) - এইটা কিন্তু দারুন ছিল আপু =p~ হাহাহা!!!! অনেক অনেক ভালো থাকো তুমি।


- দেয়ালিকা বিপাশা

৩৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেয়ালিকা বিপাশা, আসলে শায়মা আপুর কণ্ঠে আমি রবীন্দ্রসঙ্গীত শুনেছি। ওনার গলা খুবই খুবই ভালো। আমি একদিন সম্ভবত দুইটা গান শুনেছিলাম। খুবই ভালো লেগেছিল। এরকম গান অনেকদিন শুনিনি। একদম পেশাদার শিল্পীদের মতো। উনি যা করেন খুব মনোযোগ দিয়ে করেন ফলে সেরা কাজটা করতে পারেন। ওনাকে বলেছিলাম আরও কিছু দিতে কিন্তু উনি মনে হয় সময় পাচ্ছেন না। আপনি ওনাকে বললে উনি আপনাকে ওনার ইউটিউব লিংক দিবেন।

ওনার আবৃত্তিও খুব ভালো লাগে আমার কাছে। পরিষ্কার সাবলীল উচ্চারণ। আমি ওনার সাথে দুষ্টামি করলেও, এগুলি কিন্তু সত্যি কথা। আপনি ওনার আবৃত্তি শুনেছেন কি না জানি না। না শুনে থাকলে আমি পরে আপনাকে ওনার ঐ পোস্টের লিংক দিবো।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: জ্বি অবশ্যই, আমিও শায়মা আপুর গান এবং কবিতা শুনতে চাই। আপু বেশ গুনবতি। এমনি এমনি তো আর উনাকে এতো পছন্দ করি না :) লাভ ইউ আপু

৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছেলেদের সাহেব বললে মেয়ে ব্লগারদের বেগম বলা উচিত। ওনারাও তো ভদ্র। আপনাকে আমি এখন থেকে বেগম দেয়ালিকা বলবো। কারণ আপনিও আমার মত ভদ্র। শায়মা আপু, কবিতা আপু, ইন্দ্রনীলা আপু, মিরোরডডল আপুকে বেগম বলার দরকার নাই। ওনারা এগুলির যোগ্য না। কেন যোগ্য না বলেছি আশা করি আপনি বুঝতে পারবেন, কারণ আপনি অনেক বুদ্ধিমতীও বটে। 'ক' বললে আপনি কাউয়া বুঝে যান।

শায়মা আপুর মাথা ঠাণ্ডা হলে উপরের মত ওনার আরও কিছু গঠনমূলক সমালোচনা করবো ইনশাল্লাহ। এখন করা নিরাপদ না। ওনাকে বলবেন যে আমি ওনারও শুভাকাঙ্ক্ষী তাই গঠনমূলক সমালোচনা করি ওনার ভালোর জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩২

দেয়ালিকা বিপাশা বলেছেন: বাপরে!! সাহেব বললে এতো রেগে যান আপনি :#) থাক সেই সাহেব বলা নাহয় বাদ ই দিলাম। কিন্তু হ্যাঁ, 'ক' বললে আপনি কাউয়া বুঝে যান -এইটা কেমন কমপ্লিমেন্ট ছিল? :-B

৩৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেগম দেয়ালিকা, অনেকে ক বললে বোঝে কাক। কাকের চেয়ে কাউয়া শুনতে ভালো লাগে। কাউয়া শব্দটা কত যে কবিতায় কবিরা ব্যবহার করেছেন তার ইয়ত্তা নাই। আপনার নিকের যে ছবি সেখানেও তো একটা কাউয়া ঝুলে আছে দড়ির উপর। তারমানে আপনিও কাউয়া পছন্দ করেন। একারণেই ক তে কাউয়া বলেছি। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার নিকের যে ছবি সেখানেও তো একটা কাউয়া ঝুলে আছে দড়ির উপর- ওইটা কোন কাউয়া না ওখানে একটা মেয়ে সূর্যাস্তের সময় আনমনে বসে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছে। :(

৪০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সার্কাসের মেয়ে নাকি, দড়ির উপর কিভাবে বসে আছা!!!

৪১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্টের মেয়ের কথা বলি নাই। বলেছি আপনার নিকের সাথে যে স্থায়ী ছবিটা আছে সেটার কথা। দুই পাহাড়ের সংযোগ মনে হচ্ছে একটা দড়ি দিয়ে করা হয়েছে। সেখানে একটা কাউয়া বসে আছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহা..!!!! কিভাবে যে আপনাকে বোঝাবো?? থাক সেই ব্যর্থ চেষ্টা আর না ই করি :)

৪২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কিভাবে বুঝলেন যে ওটা একটা মেয়ে। এতো দূর থেকে কিছুই তো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে একটা কাক বা ঐ জাতীয় পাখি একটা দড়ির উপর বসে আছে। আমার মনে হয় আপনি ভুল বলছেন। :) আমি তো অন্ধ এখনও হই নাই। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: বাপরে!!!! আমি শেষ!!! =p~ ইন্দ্নীলা আপুর পোস্টের মন্তব্যটি মাত্র পড়ে আমার পোস্টে আসলাম। সেখানে আপনি বলেছেন আপনার মিসেস সবসময় আপনার উপর রেগে থাকেন। আপনার মত একজন হাসিখুশি এবং প্রাণবন্ত মানুষের উপর কেউ রেগে থাকতে পারে এটা একেবারেই অসম্ভব। কারণ ইতিমধ্যেই হাসতে হাসতে আমি শেষ!!!!!






আশাকরি ছবিটি এইবার বুঝতে পারছেন!!! :)

৪৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েটার অনেক সাহস। এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি অনেক উন্নত। গুড। কিপ ইট আপ। :) ছবিটা একটা ব্যতিক্রমী ছবি।

আসলে আমার স্ত্রীর এগুলি কৃত্রিম রাগ। সে খুব সরল এবং আমাকে কখনও অবিশ্বাস করে না। ছোটখাটো মনমালিন্য অবশ্য হয়, সেটা তেমন বড় কিছু না। কারণ সকল দম্পতির ক্ষেত্রেই এরকম হয়। আপনার ব্যতিক্রমী লেখার অপেক্ষায় আছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: আসলে আমার স্ত্রীর এগুলি কৃত্তিম রাগ। - জ্বি, রাগ ভালোবাসার আরেকটি বহিঃপ্রকাশ। বিশ্বাস আর ভালোবাসায় দীর্ঘজীবি হোক আপনাদের দাম্পত্য জীবন এবং সন্তানেরা হোক পরিপূর্ণ মানুষ। দোয়া রইল আপনার পরিবারের সবার জন্য।

ভালো থাকুন এবং এমনি হাসিখুশি থাকুন সবসময়। আমিন।

৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১

শায়মা বলেছেন: এই মেয়েটা কই গেলো রে???

সবার জ্বালায় পালালো নাকি?

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: একটা ঝামেলায় ভীষন ব্যস্ত ছিলাম। এখন ফিরে এসেছি :)

৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু, উনি সবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছেন। সবুরে মেওয়া ফলে, তাই একটুখানি সবুর করুন।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: ভিন্ন কিছু লিখতে চাইছিলাম কিন্তু একটা ঝামেলায় এতো ব্যস্ত হয়ে পড়ি যে বগ্লে আসার কিংবা কিছু লেখার সময় করে উঠতে পাড়ি নি। ইনশাআল্লাহ দ্রুতই একটি গল্প পোস্ট করবো। সাথেই থাকুন। আশা করি ভালো আছেন।

৪৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

আমি রানা বলেছেন: অদ্ভুত সুন্দর আপনার লিখা।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাথেই থাকার জন্য ধন্যবাদ।

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভেরি গুড। গল্প দিয়েন।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: জ্বি অবশ্যই।

৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কোথায় গেলেন? গল্প আর কবিতা নিয়ে জলদি ব্লগে আসুন। মিরোরডডল, আমি, শায়মা আপু আপনাকে হারিকেন দিয়ে খুজছি।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার সাড়ে চুয়াত্তর,




অনুপস্থিতিতে খোজ নেবার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে পরীক্ষা, তাই পড়াশোনার ব্যস্ততা এবং বিভিন্ন ঝামেলায় আর কোন কিছু লেখা হয়ে ওঠে না, তাই ব্লগে আসা হয়না। ঝামেলাগুলো কাটিয়ে উঠে শীঘ্রই ব্লগে ফিরব। আপনাদের কথা খুব মনে পড়ে।

অসংখ্য শুভকামনা এবং দোয়া রইল।

- দেয়ালিকা বিপাশা

৪৯| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

কবিতা ক্থ্য বলেছেন: আমি মেয়েটির চোখের দিকে তাকিয়েই চমকে যাই।
বিপাশা, এ দুটি চোখ তুমি কোথায় পেলে? মেয়েটি দিশেহারা।
বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না।
বিপাশা তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি,তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনু;


বিপাশার চোখ
-আল মাহমুদ

০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতা কথ্য,




কবিতা পড়ে আপনার সূক্ষ্ম পর্যালোচনায় মুগ্ধ হলাম। কবিতার মতোই গভীর অর্থপূর্ণ মন্তব্য।
মেয়েটি দিশেহারা তা সত্যি কিন্তু অটল।

বিপাশা তোমার চোখের মত মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনু;- কল্পনাকে বাস্তবতার রূপ দিতে পেরে আমি সার্থক! যে কল্পনা নিজের মনকে নাড়িয়ে দিয়ে অন্যের মনকে দোলা দিতে পারে, সেই কল্পনার স্বপ্ন দেখে আমি চিরঋণী সৃষ্টিকর্তার কাছে।


প্রতিবারের মতো এবারও আপনাকে পাশে পেয়ে খুবই আনন্দিত হলাম! অসম্ভব সুন্দর মন্তব্য করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! আমার পোস্টে আপনার অনেক মন্তব্য পেয়েছি এবং আপনারও কিছু পোষ্ট আমি পড়েছি মন্তব্য করেছি। কিন্তু কখনো আপনার নাম জানা হয়নি, এই প্রথমবার আপনার নাম জেনে খুব আনন্দিত হলাম।

অনেক ধন্যবাদ আল মাহমুদ।
- বিপাশা

৫০| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

কবিতা ক্থ্য বলেছেন: লজ্জায় আমার মাথা কাটা গেলো আজ।
ধরিত্রী তুমি দ্বিধা হও..

১০০ বার জন্মালে ও আল মাহমুদের মতও লিখতে পারবোনা।

কতটা জন্জাল আমার লিখা নিচের ২ লাইন পরলেই বুঝবেন-

বলতো -
কি করে পড়ে নেয়া যায় চোখের তারায় জ্বলতে থাকা ১০০শ' ফানুশের উচ্ছাস,
শিশির ভেঁজা ঘাসের গলিচায় একমুঠো স্বপ্ন ছড়িয়ে,
কারো হৃদয়ে তুলেদেয়া যায় বিপাশার স্রোত।
তারপর বেদুইনের কোলে মাথা রেখে শিকার করে নেয়া কালপুরুষকে।

(এখানে বিপাশা পান্জাবের সেই খরস্রোতা নদী, কালপুরুষ- নক্ষত্রগোস্ঠি)

বি:দ্র: আমি আসলে আল মাহমুদের একজন সাধারন পাঠক- আল মাহমুদের নই।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতা কথ‍্য,




লেখা কখনো জঞ্জাল হতে পারে না। উপলব্ধির গভীরতা এবং অনুভূতির বহিঃপ্রকাশ কখনো বৃথা যায় না বলে আমি মনে করি। তাই আপনার লেখা দুই লাইন মোটেও আমার কাছে জঞ্জাল মনে হয়নি। কোথাও শুনেছিলাম এক সমুদ্র গভীরতা থাকলেই দুলাইন লেখা সম্ভব, গভীরতা কম বা বেশি তাতে কি আসে যায়? গভীরতা তো গভীরতাই..।


হাহাহা...!! একি!! আপনি আল মাহমুদের একজন সাধারণ পাঠক!!! আমি যে আপনার নামটাই আল-মাহমুদ ভেবে নিয়েছিলাম! :) প্রিয় লেখক এর নাম এর বদলে নিজের নামটি লিখে দিলে হয়তো বেশি আনন্দিত হতাম। মনে হতো আমার লেখা জনপ্রিয়তা অর্জন করে কিছু ভক্ত খুঁজে পেলাম :) ( মজাদার কিছু বলতে চাইলাম তাই দোষ ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন)

তবে আপনার প্রথম মন্তব্যটি অসাধারণ ছিল। জানিনা এতটা অসাধারণ লিখেছি কিনা কিংবা এতটা প্রশংসা পাবার যোগ্য কিনা, তবুও আপনার এত সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম!

পুনরায় প্রতি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। অনেক শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.