নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি : নেট
পৃথিবীর কাছে মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলেই নাকি অনিবার্য মৃত্যু সংঘটিত হয়। প্রতিটি প্রাণের ই একটা নির্দিষ্ট অবস্থান থাকে। সৃষ্টিকর্তা কাউকে তুচ্ছ করে পাঠান নি কিংবা উদ্দেশ্যহীন করে দেন নি। তবুও আমরা যে মানুষ! স্রষ্টার সৃষ্টিকে তাচ্ছিল্য করাই যে আমাদের স্বভাব। যাকে ভুল বলেই সারা জীবন কাটিয়ে দেই। আবার অনুতাপ দ্বারা সংশোধন করে নেই। পুনরায় আবারো একই ভুল। এভাবেই জীবনের চক্র চলতেই থাকে। ব্লগে সচরাচর গল্প কবিতাই আমি লিখে থাকি। এই সমস্ত নীতি নৈতিকতা মুলক কথা লেখা আমায় সাজে না। কারণ আমি মানুষটা নিতান্তই সাধারণ। কোন বিশেষ জ্ঞান আমার নেই। হয়তো পৃথিবীর বুকে তেমন অবস্থানও তৈরী হয়নি। তবে আমি জানি আমি সৃষ্টিকর্তার কোন তুচ্ছ সৃষ্টি নই। কারণ তিনি তো পরম করুনাময়। পরম দয়ালু এবং স্নেহশীল। তার অস্তিত্ব এবং বৈশিষ্ট্য মিথ্যা হতে পারে না। আমার দিন এখনো আসেনি তবে জানি একদিন আসবে। কারণ এখনো আমার মনে শান্তি বিদ্যমান। যেদিন বেচে থাকার ধৈর্য্য শেষ হয়ে যাবে সেইদিনও যেন তিনি আমার উপর কল্যাণ বয়ে আনেন। ছোট ছোট পাথরের আঘাতগুলো যেন খন্ডিত বরফ গলে বৃষ্টির ধারা হয়ে মিলিয়ে যায়। তবু যেন মাটির শেকড় আকড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আরও মজবুত হয়ে ঢালপালা মেলে ক্লান্ত পথচারীর ছায়া হয়ে দাঁড়াই।
একদিন যেন সত্যিই মুক্তি পাবো। সেইদিন নিকটে.. জানি, খুব নিকটে! কারণ এটিই আমার রবের প্রতিজ্ঞা।
- দেয়ালিকা বিপাশা
০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: সম্মানিত ব্লগার,
হাহাহা..। জ্বি অবশ্যই।
আপনার প্রথম মন্তব্য পেয়ে প্রীত হলাম। পাশে থাকার জন্য বরাবরের মতোই ধন্যবাদ। আশা করি ভালো আছেন।
- দেয়ালিকা বিপাশা
২| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৬
গেঁয়ো ভূত বলেছেন: গভীর অনুভূতির সুন্দর প্রকাশ।
০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩০
দেয়ালিকা বিপাশা বলেছেন: সংক্ষিপ্ত কিন্তু সূক্ষ্মভাবে উপলব্দিমূলক এবং প্রেরণামূলক মন্তব্য!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
- দেয়ালিকা বিপাশা
৩| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৩
সোনাগাজী বলেছেন:
মানুষের জন্ম, জীবনচক্র বুঝার মতো বয়স আপনার হয়েছে, আপনি মানুষের জীবনের অবসানের কথা বলতে গিয়ে সঠিকভাবে কিছুই বলতে পারেননি; মানুষের লব্ধজ্ঞান মানুষের জীবনচক্র ও মানুষের জীবন অবসানের সঠিক কারণ ব্যাখ্যা করেছ; আপনি তার মাঝে অপ্রয়োজনীয় কিছু ভাবনা যোগ করে অজ্ঞতার সৃষ্টি করেছেন।
৪| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো আপনার জীবন দর্শন। অনেক দিন পরে পোস্ট দিয়েছেন।
আল্লাহতায়ালা বলেছেন;
আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যবর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি। ( সুরা হিজর, আয়াত ৮৫)।
জীবন চলার পথে ছোট বড় সকল আঘাত থেকে স্রষ্টা যেন আপনাকে আগলে রাখেন এই কামনা করছি। পৃথিবীর এই কয়েদখানায় আপনার জীবন যেন ভালো কাটে এবং আপনি যেন ক্লান্ত পথচারীর জন্য বৃক্ষসম ছায়া হতে পারেন এই আশা ব্যক্ত করছি।
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:১৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার সুন্দর মন্তব্য এবং দোয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন আল্লাহ কোনকিছুই অযথা সৃষ্টি করেন নি।
আপনার শুভকামনা প্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ।
অনেক শুভেচ্ছা জনবেন।
- দেয়ালিকা বিপাশা
৫| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: সব পরম করুনা ময়ের হাতে ছেড়ে দিয়ে আপনি বসে থাকেন।
০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:১৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
- দেয়ালিকা বিপাশা
৬| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১০:১৬
সোবুজ বলেছেন: আপনার বেঁচে থাকা না থাকায় পৃথিবী কোন প্রয়োজন নাই।আপনার প্রয়োজনেই আপনি বেঁচে আছেন।
০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: পোস্টের প্রথম বাক্যটাই মনে কেমন যেন একটা নাড়া দিয়ে গেল। তাই তো! পৃথিবীর কাছে প্রয়োজন ফুরিয়ে গেলেই তো আমি শেষ! পৃথিবীর কাছে আমার প্রয়োজন আর কতটুকুই বা অবশিষ্ট আছে!
খুব ভালো লাগল আপনার এ ছোট্ট লেখাটি। সেই সাথে সাড়ে চুয়াত্তর এর চমৎকার মন্তব্যটিও আমার খুব ভালো লেগেছে। প্রসঙ্গতঃ উল্লেখ করছি যে ওনার মন্তব্যে উদ্ধৃত সুরা হিজর তিলাওয়াৎ কালে প্রবাসে বসে আমি আমার মায়ের মৃত্যু সংবাদ পাই, গত ২৫ মে ২০২২ তারিখে। উদ্ধৃত আয়াতটিও আমি পাঠ করেছিলাম। হয়তো এ পৃথিবীতে আমার বৃদ্ধা মায়ের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল বলেই স্রষ্টা তাকে তুলে নিয়ে গেছেন এ পৃথিবী থেকে।
পোস্টে তৃতীয় প্লাস। + +
১১ ই জুন, ২০২২ রাত ৮:৩৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার,
আপনার মন্তব্যে যেন আমি প্রাণ খুজে পাই! এ যেন মরুভূমিতে হঠাৎ বৃষ্টির মতন। আপনার মায়ের মৃত্যু সংবাদ আমাকে ব্যথিত করেছে। আপনার অবস্থাটা অনুভব করে যেন আমি নিজেও নতুন করে ভাবতে শুরু করলাম আমি একাই মনের বেদনা বয়ে চলছি না। আপনি সেই শুরু থেকেই আমার প্রেরণা হয়ে আছেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আর আপনার মাকে জান্নাত নসিব করুক।
- দেয়ালিকা বিপাশা।
৮| ১৩ ই জুন, ২০২২ সকাল ৮:০৮
মিরোরডডল বলেছেন:
কোন কারনে পাশার মন খারাপ ছিলো মনে হচ্ছে ।
সময়ের সাথে এখন নিশ্চয়ই মনটা ভালো হয়েছে ।
মন ভালো করা একটা সুন্দর গল্প নিয়ে আসবে আমাদের জন্য, কেমন ?
১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৪২
দেয়ালিকা বিপাশা বলেছেন: হাসি খুশি মিরোরডডল আপুর জন্য মন ভালো করার একটা গল্প নিয়ে যে তাহলে আসতেই হবে দেখছি।
৯| ১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪২
আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,
মন খারাপের লেখা।
পৃথিবীর কাছে মানুষের প্রয়োজন নেই, মানুষেরই প্রয়োজন একটা পৃথিবীর। সেখানে কেউ থাকে পৃথিবীর কারাগারে আর আমরা সবাই থাকি এক কারাগারের পৃথিবীতে যেখানে জীবনের সব কিছুই অস্থায়ী। একটি নির্দিষ্ট সময় পর্য্যন্ত এই কারাগারেই থাকতে হয় । তারপরে মেয়াদ শেষেই মুক্তি।
যদি ঠিকঠাক থাকে, তাকে উপভোগ করুন কারন তা চিরস্থায়ী নয়। আর যদি ঠিকঠাক না-ই থাকে, ঘাবড়াবার কিছু নেই কারন তাও বেশীদিন টিকবেনা।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০২
দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,
দেরিতে প্রতিমন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। আপনার মনমুগ্ধকর মন্তব্য এবং সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা প্রতিবারের মত সবসময় আপনাকে পাশে পাব।
ভালো থাকবেন এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
- দেয়ালিকা বিপাশা
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০
আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,
দেরিতে হলে্ও প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি যে একেবারে হারিয়ে যান নি তাতেই স্বস্তি।
অনেকদিন লেখা নেই আপনার!
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৮
দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,
এভাবে সর্বদা সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই নতুন লেখা নিয়ে আসবো ইনশাল্লাহ।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৮
অপ্সরা বলেছেন: এই যে তুমি এতদিন কোথায় ছিলে!
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
দেয়ালিকা বিপাশা বলেছেন: দেরিতে প্রতিমন্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত এবং অনেক অনেক ধন্যবাদ খোঁজ নেয়ার জন্য।
ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরে আসছি নতুন গল্পের সঙ্গে। আমন্ত্রণ রইল।
অনেক শুভকামনা জানবেন।
- দেয়ালিকা বিপাশা
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫১
মুক্তা নীল বলেছেন:
নিজের উপর দৃঢ় আত্মবিশ্বাস এবং উপরওয়ালার উপরে আস্থা এই নিয়েই তো চলছি ।
শুভকামনা রইলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: একদম ঠিক বলেছেন। একমাত্র উপরওয়ালার উপরে ভরসা করে যেন জীবন চলছে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং দেরিতে প্রতিমন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।
শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৫
সোনালি কাবিন বলেছেন: বিষাদের সুর ছুঁয়ে গেলো।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? অনেক দিন পরে আপনার দেখা পাওয়া গেল।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১১
সোনালি কাবিন বলেছেন: ভালো আছি। গতকাল সেফ হলাম।
আপনি ভালো আছেন, আশা রাখি।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: বাহ! দারুন খবর!
জ্বি, উপরওয়ালার রহমতে ভালো আছি।
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৯
অক্পটে বলেছেন: লেখার প্রথম লাইনেই জীবনের আসলটা বলা হয়ে গেছে। যা বলা হয়েগেছে তা আর ফিরিয়ে নেয়া সম্ভব নয়। অটুট সত্য! আপনার লেখার প্রকাশ ভঙ্গিটা বড় ভাল লাগলো, ভালো কিছু ভাবতে সহায়তা করে এই লেখা। আমরা যখন মানুষ অথবা কোন প্রাণীকে তুচ্ছ তাচ্ছিল্য করি এটা করার আগে আমাদের দশবার ভাবা উচিত ছিল কারণ "সৃষ্টিকর্তা কাউকে তুচ্ছ করে পাঠান নি কিংবা উদ্দেশ্যহীন করে দেন নি।" এই সত্যটি সবার উপলব্ধিতে আসুক।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
দেয়ালিকা বিপাশা বলেছেন:
আপনার মন্তব্যগুলো যেন মনকে ছুঁয়ে যায়। আপনার নিকের মত আপনার মন্তব্যগুলোও যেন একদম অকপটে সত্যি কথা বলে দেয়।
মন্তব্যে ভালো লাগা রইলো। অনেক শুভকামনা জানবেন।
- দেয়ালিকা বিপাশা
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: হুম বুঝলাম....
কিন্তু মুক্তি বললেই তো আর মুক্তি পাওয়া যায় না। আগে কাজের নমুনা দেখাতে হবে