নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

দেয়ালিকা বিপাশা

দেয়ালিকা বিপাশা › বিস্তারিত পোস্টঃ

Just Quiet...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০৭




অনেক আকাশ পাতাল চিন্তা থেকে শিরোনামটা হঠাৎ মাথায় আসল। এখন রাত হয়েছে অনেক, এই সময়ে লিখবো সেটাও ভাবিনি। তাই পরিকল্পনাহীন লেখা শুরুতেই ফ্লপ আমি মনে করি। এই লেখা নিজের জন্য তাই ফ্লপ হলেও অসন্তুষ্টি থাকবে না বরং লিখতে পারার খুশিটাই বেশি কাজ করবে। লেখা মানেই অস্পষ্ট কথাগুলোকে স্বচ্ছ কাগজে স্পষ্ট ভাষায় ছুড়ে ফেলা, যা মনের অগোছালোকে শুভ্র পাতায় আলপনা এঁকে যায়!

I'm Just QUIET.... একেবারেই চূপ আমি! তাই বলে কি সত্যিই চুপ? না, চুপ না! মন কথা বলে নিজের সাথে, উপরওয়ালার সাথে। তাই বলেই তো নিরব থাকলেও প্রকৃতি সময় মতো জবাব দিয়ে দেয়। যখন কলেজে ছিলাম তখন সাহিত্যের খুব প্রিয় একজন ম্যাম আমাদের বলেছিলেন, " নিরবতার জবাবটা ভয়ানক হয়। কারণ প্রকৃতি কারো ঋণ রাখে না। সময়ে জবাব দিয়ে দেয় আর তা হয় ভয়ানক। এটা অভিশাপ বা দীর্ঘশ্বাস নয়, এটা অর্জিত নিজের প্রতি অপমান যা প্রকৃতি সময়ে ফিরিয়ে দেয়!" আজও সেই কথা গুলো কানে বাজে! যেন মনে হয় আজও আমি মন্ত্রমুগ্ধ হয়ে ম্যাম এর কথাগুলো শুনছি! এই কথাগুলোই যেন জীবনের একমাত্র সঞ্চয়। তাইতো চুপ থাকি কারণ জানি, আমি না হলেও আমার হয়ে একদিন সময় ঘুরে দাঁড়াবেই!

- দেয়ালিকা বিপাশা


সবসময় লেখা শেষ এ চেক করা হয় ত্রুটি সংশোধনে এইবার তা হয়নি। সম্ভবত এই কারণেই Quiet এর পরিবর্তে Quit হয়েছে। আশা করি এই বিষয়টি জটিলতার সৃষ্টি করবে না কারণ লেখাটা নিজের জন্য লেখা সেটা আগেই বলা হয়েছে।

ধন্যবাদ

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৩১

আলামিন১০৪ বলেছেন: জী ঠিক বলেছেন, গভীর রাতের নিস্তব্ধতায় স্রষ্টার সাথে দূরত্ব অনেক কমে যায়। এ সময় একাগ্র চিত্তে তাঁর নিকট আর্জি জানানো যায় যা দিনের কোলাহলে সম্ভব হয না। আরেকটা কথা, উপরওয়ালার সাথে প্রকৃতি মিলিয়ে ফেলবেন না যেন, Because, the watchmaker is not blind unlike Nature, শুভ কামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪২

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার মন্তব্য ভালো লেগেছে। ধন্যবাদ

শুভকামনা রইল।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫৩

বিষন্ন পথিক বলেছেন: quit আর quiet এর গোলচত্বরে পড়ে গেছি

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: সংশোধিত হয়েছে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫৬

মিরোরডডল বলেছেন:




কেমন আছে ঝুলন্ত নিষ্পাপ শিশু, অনেকদিন পর দেখছি।


I'm Just QUIT.... একেবারেই চূপ আমি!

ছোট আপু তুমি যদি চুপ বোঝাতে লিখে থাকো তাহলে শব্দটা Quit হবে না, quiet হবে।
ভালো থেকো।


১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: আলহামদুলিল্লাহ্ আপু আমি ভালো আছি।

তুমি কেমন আছো?

ধন্যবাদ তোমাকে সংশোধন করিয়ে দেবার জন্য।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৫০

কামাল১৮ বলেছেন: আমি যদি প্রকৃতির কোন ক্ষতি না করে থাকি তা হলে কেনো প্রকৃতি ভয়াবহ জবাব দিবে।বিষয়টা মাথায় ডুকছে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: আমাদের প্রতি অন্যেরা যে রূঢ় আচরণ করে এখানে সেই বিষয়ে বলা হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৭

রানার ব্লগ বলেছেন: আমার একটা প্রশ্ন লেখার বিষয় গুল কেনো মাঝ রাতেই উকি ঝুকি দেয়? শান্তিতে ঘুমাতেও দেয় না এরা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

দেয়ালিকা বিপাশা বলেছেন: হ্যাঁ একদম ঠিক বলেছেন! এই অনুভূতিটা যে কতটা খারাপ বলে বোঝানো কঠিন! শুভকামনা রইলো আপনার জন্য

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫

জাহিদ অনিক বলেছেন: বেশ - চুপ মুহূর্ত চুপ --

মানুষ একাকিত্বে নিজের হৃদয়ে অতি প্রাকৃত কথাদের ধারণ করে- আবাদ করে ঘন অরণ্য।
সে অরণ্য গহীন হয়ে সুনসান নীরবতা বজায় রাখে তাঁর জন্য, যার হৃদয়ে সে অরণ্যের বেড়ে ওঠা, তাঁর জন্য।


আপনার এই মৌনতা যেন গাছেদের বলে গেলো, পাখিদের বলে গেলো, অরণ্য আর অন্ধকারকে বলে গেলো - মানুষ যেন প্রকৃতি হয়ে যায়, যেন সে ফিরে আসে আবার মানূষের কাছাকাছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ ব্লগার, আপনার মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য!

অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

এম ডি মুসা বলেছেন: পড়লাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭

বাউন্ডেলে বলেছেন: মানব মস্তিস্কে দুনিয়া প্রদত্ত জ্ঞানে সুস্থ মস্তিস্কে দুটি চিন্তাধারা প্রবাহিত হয় নিরন্তর- এমনকি ঘুমের মধ্যেও। মস্তিস্কের নিউরন সমুহে সন্চিত অব্যবহৃত তথ্যসমুহ সক্রিয় হয় পারিপার্শ্বিক নিরবতায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: কথা সত্য। সহমত পোষন করছি। খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে। শুভকামনা জানবেন।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: মানুষ যদি সহজ সরল জীবনযাপন করে তাহলে আর কোনো বিপত্তি ঘটনে না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫০

দেয়ালিকা বিপাশা বলেছেন: তা ঠিক। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

ঢাবিয়ান বলেছেন: কেমন আছেন দেয়ালিকা ? অনেকদিন পর ব্লগে এলেন।

আজকের পোস্টে একটা কোট শেয়ার করছি - Silence is a true friend who never betrays. - Confucius


১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। আশা করছি আপনিও ভালো আছেন। জ্বি অনেক দিন পরে ব্লগে এসেছি আর এসেই আপনার মন্তব্য এবং খোঁজ নেয়াটায় ভালো লেগেছে বেশ। সেই ফাইনাল খেলার দিনের কথা মনে পরে গেল!


আপনার শেয়ার করা কোট টি সত্যিই অসাধারন!!

শুভকামনা আপনার জন্য ঢাবিয়ান! অনেক অনেক ভালো থাকুন।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: সুস্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.