নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

ওদের একটু খুঁজে নিও

০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৮

এক দিকে ক্ষুধা আর অন্য দিকে-
কোভিড-১৯ এর বীভৎস আরণ্যক চোখ!
ক্ষুধা ও কোভিড-১৯ যেন, নিত্য খেটে খাওয়া
মানুষের ছায়ানটে বেজে ওঠা মৃত্যুর যুগল স্পন্দন।
জীবন-যুদ্ধে পা দুটো আজ দোদুল্যমান-
নিথর তাহলে পা দুটো আজ ফেলবে কোথায়???
বাহিরে বয়ে যাওয়া মৃত্যুর কলঙ্কিত বাতাসে???
নাকি বদ্ধঘরে নিদারুণ ক্ষুধার রাজ্যে???
ঘরের ভেতর কতোগুলো না খাওয়া মুখ চেয়ে আছে
উনুনের আগুনে টগবগ করে বাড়ছে জলের স্ফুটনাংক।
শ্বাসরুদ্ধ নগরীতে হয়তো ত্রাণ নিয়ে ছুটে আসবে
কোনো বিত্তবান, ভলেন্টিয়ার অথবা সাহসী-প্রশাসন
অনেকেই দুহাত পেতে নেবে।
আর কেউ শূন্যহাতে ফিরে যাবে ক্ষুধার্ত মুখগুলোর কাছে।
বুকের পাঁজরে বয়ে যায় কষ্টের বরফগলা নদী-
যে শিরা-উপশিরা দিয়ে রক্তের ঢেউ
সহস্র বছর ধরে আছড়ে পড়ে মধ্যবিত্তের বেলাভূমিতে।
লজ্জার আবরণে ওদের হাতদুটোও গুটিয়ে যায়
বালির বুকে চুপসে যাওয়া জলের মতো।
মধ্যযুগীয় সেই খলিফার মতো ওদের খুঁজে না নিলে
নীরবে লজ্জায় একদিন ধীরেধীরে ওরা যে
ক্ষুধিত-মৃত্যুর ঠোঁটে ঠোঁট রেখে ঠিক ঘুমিয়ে পড়বে,
হে পৃথিবী! এরাও তো প্রকৃতির নির্মল ভারসাম্য
ওদের এমন করে ঘুমোতে দিও না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

Subdeb ghosh বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

Subdeb ghosh বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা। 

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

Subdeb ghosh বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.