নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
মাঝে মাঝেই আমি যেসব কষ্টে
থাকা মানুষের জীবনের গল্প শুনি,
তাদের বেশিরভাগই জীবনের কোনো
না কোনো পর্যায়ে একটা ভুল
মানুষকে বিশ্বাস করে ঠকে গেছে।
এই ভুল মানুষগুলোর
বেশিরভাগই খুব বড় রকমের প্রতারক।
চোর পালালে বুদ্ধি বাড়ে'–
কথাটা একদিক দিয়ে সত্যি,
মানুষ চেনা খুব কঠিন,
অনেক দিন গেলেও মানুষকে
হয়তো চেনা যায় না।
আমি মানুষ চেনা নিয়ে কাউকে দোষ দিবো না,
কেউ নিশ্চয়ই স্বেচ্ছায় ভুল মানুষকে
বিশ্বাস করে প্রতারিত হয় না।
আমি দোষ দিবো প্রতারিত হওয়ার পরেও
প্রতারকের প্রতি মানুষের উদার আচরণকে।
আমি এমন কিছু মানুষ দেখেছি,
যারা চরমভাবে প্রতারিত হওয়ার পরেও
কেন জানি প্রতারকের প্রতি ভালোবাসা
থেকে বের হয়ে আসতে পারে না।
কিন্তু কেন?
অনেক বাজেভাবে আঘাত পাওয়ার পরেও
ঐ প্রতারকের জন্য সে কাঁদতে থাকে।
জিজ্ঞেস করলে কেউ কেউ বলে-
"কেন জানি ঘৃণা করতে পারি না।
ক্ষমা করে দিলাম,
কেন আপনি এমন কাউকে ক্ষমা করবেন?
যে ক্ষমা প্রাপ্য না?
এই প্রতারকরা কেন প্রশ্রয় পায়,
জানেন ?
দিনের পর দিন আরো বড়
প্রতারক কেন জন্মায়, জানেন ?
এই আপনার অতিরিক্ত দুর্বলতার জন্য,
এই আপনার অতিরিক্ত অপ্রয়োজনীয়
দয়ালু এবং ক্ষমাশীল আচরণের জন্য।
আমি এমন কিছু প্রতারককে দেখেছি,
যারা সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরেও তিরস্কার,হুমকি দিয়ে কিংবা বিরক্ত করে মানুষটার পুরো জীবন ধ্বংস করে দেয়,
কিন্তু তবুও মানুষটা ঐ প্রতারকের প্রতি শক্ত হতে পারে না, কঠোর হতে পারে না।
এই নরম এবং দুর্বল মানুষগুলা অত্যাচার সহ্য করে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে মরে যেতে রাজি।
আত্মহত্যা করতেও রাজি,
কিন্তু তাকে যদি একটু কঠোর হতে বলা হয়,
যদি মামলা করতে বলা হয়,
যদি আইনি ব্যবস্থা নিতে বলা হয় –
এগুলো করতে একদমই রাজি না।
আপনি যখন একবার নিজের
দুর্বলতা প্রকাশ করে ফেলবেন,
আপনার ঐ দুর্বলতায় মানুষ আঘাত করবেই, আপনি যুক্তি দেখাবেন,
সবকিছু এত সহজ না, বাস্তবতা কঠিন
কিন্তু বাস্তবতা যতটুকু না কঠিন,
তার চেয়েও বেশি কঠিন বানাচ্ছেন
আপনি নিজেই,
আজকে আপনি একটু শক্ত হন,
অন্ধ আবেগ ঝেড়ে ফেলে দিয়ে
প্রতারকের আঘাতের একটা কড়া জবাব দেন।
কালকে ঐ প্রতারক অন্য কারো
সাথে প্রতারণা করার আগে ভয় পাবে।
শুধু আপনি নিজে না,
আপনার আশেপাশে আপনার যে বন্ধু বা কাছের মানুষ এইভাবে মুখ বুজে
সব সহ্য করছে,একা একা কাঁদছে,
সেই মানুষটাকে শক্ত হতে অনুপ্রানিত করেন,
মানুষটা নিজেকে দুর্বল ভাবে,
কারণ তার মাথার উপর কারো ছায়া নেই,
কাধের উপর কারো ভরসার হাত নেই।
আপনি তার ভরসা হন,তাকে সাহায্য করেন।
আপনি নিজেও জানেন না
আপনার কত ক্ষমতা?
আপনি চাইলে পুরো পৃথিবী বদলে দিতে পারেন।
আপনার পাশের মানুষটা শক্ত হলে
সেও কাউকে একদিন সমার্থন দিবে।
একটু একটু করে এভাবেই গোটা
পৃথিবী বদলাবে বিশ্বাস করেন!
চোখের পানি মুছে ফেলুন,
চোখের পানি এতটা সস্তা না।
হুট করে উঠে দাঁড়িয়ে আঘাতের জবাব দেন।
যারা ভেবেছিলো,
আপনি আর কোনদিন উঠে দাঁড়াতে পারবেন না,
তাদের অবাক করে দেন,
তাদের বিস্মিত এবং ভয়ার্ত চেহারাটা
একবার শুধু কল্পনা করেন একবার।
যারা আপনাকে আঘাত করে গেছে,
কষ্ট দিয়ে গেছে, তিলে তিলে
আপনার জীবন ধ্বংস করে দিয়ে গেছে,
তারা আপনার চোখের পানি,
আপনার দয়া, আপনার ক্ষমা –
এগুলো পাওয়ার যোগ্য না।
তাদের একমাত্র প্রাপ্য হলো কঠোর শাস্তি,
তাদের প্রাপ্যটা নিজ দায়িত্বে বুঝিয়ে দিন।
২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৪
Subdeb ghosh বলেছেন: এলোপাতাড়ি লেখা,
আমি ছন্দের ধার ধারিনা।
২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: নো মারসি মুভিটা কি দেখেছেন? কোরিয়ান মুভি। ২০১০ সালে মুক্তি পেয়েছিলো।
২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬
Subdeb ghosh বলেছেন: মুভিটি দেখিনি।
নামটি লিখে রাখলাম দেখবো।
ধন্যবাদ
৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৯
রামিসা রোজা বলেছেন:
এপারে না হলেও ঐপারে বিচার হবেই .....
২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৭
Subdeb ghosh বলেছেন: সে বিচারের অপেক্ষায় কজন বা থাকে?
ওপারের ভয় যদি থাকতো মানুষ এত নিস্ঠুর বন্যপ্রানির মতো হতে পারতো না।
৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫২
ওমেরা বলেছেন: আপনার কথাগুলো ভালো তবে গদ্য নাকি পদ্য বুঝলাম না।
২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৮
Subdeb ghosh বলেছেন: এলোপাতাড়ি লেখা।
৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:১১
নেওয়াজ আলি বলেছেন: মন চেয়েছে লিখেছেন । অবিশ্বাসীরা দুনিয়ায় ভালো থাকে।
২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৮
Subdeb ghosh বলেছেন: সেটা অবশ্য ঠিক।
৬| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫২
মিরোরডডল বলেছেন:
কথাগুলোর সাথে সহমত ।
আরও একটু যোগ করতে চাই ।
প্রতারিত হবার পর প্রতারককে ক্ষমা না করে উপযুক্ত শিক্ষা দেয়া উচিৎ, যেন অন্য কারো সাথে আর কোনদিন এমন না করে ।
কিন্তু এই কাজটা যারা করে না, এরকম ঘটনা থেকে তারা নিজেরাও কিছু শেখেনা ।
একই ভুল তারা আবারও করে, আবারও প্রতারিত হয় ।
২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:৩০
Subdeb ghosh বলেছেন: মন্তব্য টি অনুপ্রেরনা হিসাবে নিলাম।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
৭| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বিশ্বাসঘাতকের জন্য কোনো দয়া কোন ক্ষমা রাখতে নেই
২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:২৯
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
এটা কি গদ্য, নাকি পদ্য?