নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
নিজেকে দূঃখী করে রাখার প্রবনতা থাকে কিছু মানুষের ৷ সব সময় খারাপ বিষয়টা তার ভাবনা জুড়ে থাকে ৷ কি নেই, সেটাই ভাবে শুধু ৷ যা আছে, সেটা নিয়ে খুশী হতে পারে না ৷ ব্যাংকে জমানো টাকা খরচ হতে থাকলে আতংকিত হয়।
ভবিষ্যতে কি ভাবে চলবে, সেটা ভেবে ভেবে অস্থির হয়ে পড়ে ৷
ভবিষ্যত কি মানুষের হাতে থাকে ?
না, কখোনই থাকে না ৷ ওটা নির্ধারিত হয়েই আছে ৷ মানুষ,যতই দুঃশ্চিন্তায় ডুবে থাকুক, তাতে ভবিষ্যত বদলায় না ৷ যা হবার, তা হবেই ৷ তবুও সে মানবে না ৷ কাজের মাধ্যমে কিছু অর্জন করতে পারে ৷ অর্থনৈতিক নিঃশ্চয়তা তৈরী হয় ৷ সেটা কঠিন বিষয় ৷ বর্তমান অবস্থায় তা সহজও নয় ৷ কখোনই তা সহজ ছিলো না ৷ গভীর মনোনিবেশে সে প্রতিবন্ধকতা পেরুতে হয় ৷
অনেকে হতাশ হয়ে পড়ে জীবনের ব্যর্থতায় ৷ হতাশার ভেতরে থেকে কিছুই অর্জন করা যায় না ৷
নেতিবাচক ভাবনা, মানুষকে কিছুই দেয় না ৷ ইতিবাচক ভাবনা দিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে হয় ৷
"আমি পারবো", এমন ভাবনাই মানুষের মনের জোর বাড়িয়ে দেয় ৷ সে সফল হতে পারে ৷ নিজেকে গোছানোটা খুবই জরুরী ৷
যা আছে, তাতে নিজেকে মানিয়ে নেয়া ৷ তা দিয়ে জীবন সাজানো উচিত ৷
তাতে মানসিক সুস্থতা বাড়ে ৷ মনোবল শক্ত হয় ৷ কাজে ফোকাস করতে পারা যায় ৷ সাফল্যও চলে আসে ৷
আমরা কেবলি, কি নেই, তা নিয়ে ভাবি ৷ কি আছে, কি পেয়েছি, তা নিয়ে খুশী হতে পারি না ৷ অন্য অনেক মানুষ আমার চেয়ে কষ্টে আছে, তাদের দিকে তাকাই না ৷ তাদের মতো কষ্টকর জীবনতো, আমারও হতে পারতো ৷
মধ্যবিত্ত মানুষের ভাবনা প্রসারিত হয়, উপরের দিকে তাকিয়ে ৷ তার চেয়ে বেশী আর্থিক সুবিধায় আছে, বেশী সুখে আছে, এমন মানুষকে ঘিরে ৷ সেজন্য সুখী হতে পারে না সে ৷ তাই মধ্যবিত্তের মাঝে এই মনের অসুখটা বেশী ৷
গরীবরা না পাওয়ার মাঝেও যা পায়, তাতে মানিয়ে নিতে চেষ্টা করে ৷
জীবন চলে নির্ধারিত ভাগ্য নিয়ে ৷ মানিয়ে চলতে পারলে, সেটা সুখের হয় ৷ বেশীর ভাগ মানুষ তা পারে না ৷
আর তাতে মনের অসুখ বাড়ে ৷ মানুষ বোঝে না,
"জীবনতো এক খন্ড সময় মাত্র, কোন না কোনভাবে কেটে যাবেই ৷ সেটা সুখে হোক বা দুঃখে ৷
আসুন, আমরা মানিয়ে নিতে চেষ্টা করি ৷ এতে মনের অসুখটা কমবে ৷
২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৩
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
২| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
জীবন চলে নির্ধারিত ভাগ্য নিয়ে? ইহা ভুল ধারণা
২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৪
Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৬
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: মানিয়ে নেয়াটাই যৌক্তিক - হাপিত্তিস ও উচ্চাভিলাস জিবনকে ও নৈতিকতাকে ধংশ করতে পারে --