নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

স্কুলে টিফিনের ঘন্টা

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩০

টিফিন বলতেই ক্লাসের ফাঁকে যাত্রাবিরতি।
শিক্ষক-শিক্ষিকা চা নাস্তা করেন।উচ্চবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা
কিছু ভোজন করেন।

অনেক ছাত্র-ছাত্রীরর প্রতিদিন দুই টাকা
নেওয়ার সামর্থ্য নেই।
আজ কাল দুই টাকায় কিছুই পাওয়া যায় না।
যাদের দুই টাকা নেওয়ার সামর্থ্য নেই তারা কেউ কেউ হয় শ্রেনীকক্ষে বসে বসে অন্যদের আনাগুনা দেখে,কেউ কেউ টিউবওয়েলে বার বার গিয়ে পানি খায়, আবার অনেকে
চানাচুর ওয়ালা, বাদাম ওয়ালা কিংবা দোকানের পাশে দাঁড়িয়ে অন্যের খাওয়া দেখে টুপ গিলে আক্ষেপ করে মা বাবাকে বকা দেয়।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দীর্ঘ ক্ষন পেটে আহার না জুটা ছাত্র-ছাত্রী এর
সংখ্যা নেহাত কম নয়।
ইউরোপ সহ অন্যান্য দেশে বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের খাবার দেওয়া হয়
কিন্তু এটা এখানে চালু নেই।

উপবৃত্তির টাকা বাচ্চাদের দেওয়া হলে তার পরিবার ব্যবহার করে।
বরং এটা স্কুলে খাওয়ানোর কাজে ব্যবহার করতে দিলে সেখানেও নয় ছয়ের
সুযোগ আরো বেশি হবে।
শিক্ষকরা বড় মাপের কসাই।
ওরা কতভাবে শিক্ষা নিয়ে ব্যবসা করা যায় সেই
চিন্তায় ব্যস্ত।

সবার আগে আমাদের মানবিক হওয়া দরকার।
আমাদের মানুষ হওয়া দরকার।
সব কিছুকে ব্যবসায়ী চিন্তায়
না দেখে মানবিক ভাবে দেখে!

সীমা, নাঈম,রিপা,রিফাত,রাখি
ওদের খুব মিস করছি।
যারা টিফিন টাইমে টিউবওয়েল
লাইন ধরে থাকতো।
আজ জানি না ওরা কেমন আছে?
যেখানে থাকিস ভাল থাকিস।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: "শিক্ষকরা বড় মাপের কসাই" - কথাটা নিদারুণ দুর্ভাগ্যজনক।
'টিফিন টাইমে টিউবওয়েলের পানি খাওয়া' বন্ধুদেরকে স্মরণ করার জন্য ধন্যবাদ।

২| ০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৩

রানার ব্লগ বলেছেন: ছোট বেলার টিফিন ছিলো একটা পরটা সাথে ডিম ভাজি ব্যাস !!!

৩| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৪

ফুয়াদের বাপ বলেছেন: দুই একজন পরিমলের অপরাধের দ্বায় সকল শিক্ষকদের ললাটে লেপন করা ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.