নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

কিছুই থাকে না মানুষের ৷

১০ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০০


এত অনিয়মের পরও জীবন এক শ্বাশত প্রক্রিয়া ৷ জন্ম এবং মৃত্যুই জীবনের সরল সত্য ৷
এত বিশাল দেহের হাতি কিংবা ক্ষুদ্র পিপড়েও একই নিয়মের মধ্যে বন্ধী থাকতে হয়, মানুষকেও তাই ৷
মাঝখানের এই বেঁচে থাকা কিছুদিনের মাত্র ৷ সকলকে ফিরে যেতে হয়।
অকারণে এই বেঁচে থাকা সময়ে কত কিছুই না করতে চাই আমরা ৷

একটা জীবন পৃথিবীতে এলে আনন্দের সীমা থাকে না ৷
এই জীবন কিভাবে সাজাবো?
তা নিয়ে অস্থির হয়ে পড়ি ৷
এটা চাই, ওটা চাই, চাওয়ার শেষ থাকে না ৷কে কত বেশী বড় হবো?
অর্থ বিত্তের পাহাড় গড়বো, সমাজের যত উপরে ওঠা যায় ৷ যে কোন ভাবেই হোক নিজের চাওয়াটা পূর্ণ করতেই হবে ৷
যে ভাবেই হোক,পেতে হবেই ৷ এই চাওয়া পাওয়ার যুদ্ধে জীবনের সত্যটা ভুলেই যাই ৷
জীবন আসলেই কি ?
জীবনতো এক খন্ড সময় মাত্র ৷ সময় ফুরিয়ে গেলে সবই শেষ ৷ তখন পৃথিবীতে তোমার প্রয়োজন ফুরিয়ে যায় ৷ চটজলদি তোমার সৎকারে ব্যস্ত হয়ে পড়ে সবাই ৷
পৃথিবীর সাথে সব লেনদেন ফুরিয়ে যায় ৷
এত অর্থবৈভব কিছুই সাথে যায় না ৷এসব আমরা জেনেও কোন অপকর্ম থেকে বিরত থাকি না ৷ আমাদের বৈষয়িক চাওয়াগুলোকে বড় করে দেখি ৷ যে কোন ভাবেই আমাকে পেতেই হবে ৷
এখানে তারুণ্য আর যৌবনের উচ্ছাস যেমন আছে,
আছে বয়সের ক্ষয়িষ্ণুনতা ৷ ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে শরীর ৷ বয়সের সাথে সাথে জীবনের ভার বাড়তে থাকে ৷ রোগে শোকে অসহায়ত্ব বাড়তে থাকে ৷ অসহায় বেঁচে থাকর ভেতর নিজেকে খুঁজে পাই ৷ লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে চাই ৷ এক সময় তাও পারি না ৷ সমস্ত মায়া মমতা নিঃশেষ হয়ে যায় ৷ সমাজ সংসারের সব বন্ধন ঢিলে হয়ে পড়ে ৷
তবুও, জীবন আমাদের কাছে বড় বড় আকাঙ্খার ঘোর লাগা উৎসব ৷
পাওয়ার উল্লাসে অহেতুক আনন্দের বিষয় হয়ে আছে ৷ অমরা অমানবিক হয়ে পড়ি ৷ অহেতুক ছোটাছুটি করি ৷
আমরা কোন ভাবেই জীবনের প্রতি নির্মোহ হতে পারি না ৷ চাওয়া পাওয়ার অহেতুক ইচ্ছে এড়াতে পারি না ৷ নিশ্চিত ফিরে যেতে হবে জেনেও লোভ লালসা থেকে বিরত থাকতে পারি না ৷ পৃথিবীর সব অর্জনই অনাহুত, তা ভাবতে পারি না ৷
আমাদের জিঘাংসা, আমাদের নির্মমতার শেষ হয় না ৷
জীবনের কোন কসরতই কাজে আসে না শেষ পর্যন্ত ৷
সে একাই আসে শূন্য হাতে, আবার শূন্য হাতে একাই ফিরে যায় ৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:১১

কামাল১৮ বলেছেন: জীবন মৃত্যু ইত্যাদি ইত্যাদি জানলেই একটা মানুষ ভালো হয়ে যাবে এমন কোন কথা নাই।এগুলো সবাই জানে।আসল কথা হলো মানবিক হওয়া।মানুষের জন্য মানুষ এই বোধ জাগিয়ে তোলা।মানুষকে মানুষ হতে দেয় না ধর্ম।প্রতিটা মানুষকে আলাদা করে রাখে ধর্ম।

০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৮

Subdeb ghosh বলেছেন: হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিষ্টান নয়, সবার ওপরে মানবতা

২| ১০ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


অর্থহীন কথা বললে নিজকে দার্শনিক মনে হয়?

০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১২

Subdeb ghosh বলেছেন: প্রত্যেক মানুষেরই তার নিজেকে জানা প্রয়োজন।
নিজেকে জানার পদ্ধতিটা কি? আমি কে?আমি কীভাবে এলাম?আমাদের জগৎ কীভাবে সৃষ্টি হলো?

৩| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১২

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ঈশ্বরের পাঠানো একলা মানুষ দুনিয়ার কর্ম শেষে একলাই আবার ফিরে যাবে।

০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৭

Subdeb ghosh বলেছেন: জীবনের অর্থই হচ্ছে একটি যাত্রা। যে যাত্রাপথে আপনার সাথে হাজার মানুষের দেখা হবে, কথা হবে, আপনার সাথে বন্ধুত্ব হবে আবার তা চোখের পলকে ভেঙে ও হারিয়ে যাবে ।

৪| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৫

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: মানুষ মরবে জেনেও শথ কোটি হাজার কোটি টাকা লুট করে- বিদেশে পাচার করে- কেউ খাবার নেই জেনেও লুটপাট করেই চলেছে- সকলে জিবনে ‘সফল’ হোতে চায় - কেউ ‘স্বার্থক’ হোতে চায় না- ‘সফল’ মানে পরের টাকা নিজ পকেটি নেয়া- ‘স্বার্থক’ মানে নিজের সর্বস্ব দেশ ও মানুষের জন্যে বিলিয়ে দেয়া- সফলদের কেউ মনে রাখেনা- ‘স্বার্থক’দেরকে মানুষ যুগের পর যুগ, শতাব্দির পরে শতাব্দি মনে রাখে- যেমন : মহাত্মা অশ্বিনি কুমার দত্ত - হাজি মুহাম্মদ মহসিন- সৈয়দ হাতেম আলি- রনদা প্রসাদ সাহাদের মানুষ যুগের পর যুগ, শতাব্দির পরে শতাব্দি মনে রেখেছে- সফল ব্যবসায়ি- সফল চাকুরে- সফল নেতাদের কি কেউ তেমন মনে রেখেছে ‘স্বার্থক’দের মতো ?

০৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৪

Subdeb ghosh বলেছেন: ভালো মানুষ কেন সব সময় কষ্ট পায়??
ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না এটাই হীরার নিয়ম,
আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না এটা সোনার নিয়ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.