নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কোন এক শনিবার ৷ তাও মাস পেরিয়ে গেছে ৷
হঠাৎ বুঝতে পারলেম, আমার কোন কষ্টবোধ নেই ৷ অনুভূতিও ঠিকঠাক মতো কাজ করছে না ৷ ভুলে যাওয়া বিষয়টা আরো প্রকট হয়ে গেছে ৷ কোন কিছুতেই টান অনুভূত হচ্ছে না, আকর্ষন বোধ করছি না ৷ পুরোপুরি নির্মোহ হয়ে গেছি ৷ কোন স্পর্শ টের পাই না আর ৷
না ভুলে যাওয়া যাকে বলে ঠিক তা নয়, ছায়ার মতো সবাইকে টের পাই, সবকিছু টের পাই, কিন্তু ছুটে যাওয়ার উৎসাহটা মরে গেছে ৷ ভেতর থেকে কোন শব্দই আসে না ৷ কেউই টানে না আর ৷
আসলে এমন কেউ নেই ফিরে তাকাবে ৷ এমনটা হয়ও না ৷ কে কার কথা ভাবে? নিজেকে নিয়ে ব্যস্ত সবাই ৷
নিজেরটা নিয়েই ব্যস্ত।
দুঃখী মানুষকে ভালোবাসে ক'জন?
ওসব রোমান্টিকতার দিন শেষ ৷ এখন সবাই অনেক ক্যালকুলেটিভ ৷অনেক বেশী হিসেব মেলাতে চায়।
ছুটে আসাটা কেবলি ক্ষণিকের আবেগ ৷
ওতে অনুভবের কিছু নেই ৷অনুভূতিটাও অল্প সময়ের মাত্র ৷
যে আবেগ প্রবন মানুষ ছিলেম, তাকে খুঁজে পাচ্ছি না।
সবকিছুতে কেমন লাগোয়া ছিলাম ৷ তা আর নেই ৷ এমনকি ব্লগ ও কেমন পানসে হয়ে গেছে ৷
কেন এমন হয় বলতে পারেন ?
১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪
Subdeb ghosh বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
জ্যাকেল বলেছেন: আপনি নিজেকে অন্যান্য ব্লগার থেকে দুরে রাখতেছেন কেন? কারো পোস্টে যান না, কমেন্ট করেন না তাহলে পানসে লাগবে না তো কি লাগবে? নিজের মত/ভাবনা তুলে ধরার সুযোগ থেকে কেন নিজেকে দুরে সরায়ে রাখতেছেন দাদাভাই?
১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৪
Subdeb ghosh বলেছেন: দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রিরা হুশিয়ার। হ্যা, অবশেষে বহু ভেবে চিন্তে এই সিদ্ধান্তে উপনিত হইলাম যে আমি নিয়মিত ব্লগে থাকার চেষ্টা করবো।
আমি মূলত তৃষ্ণার্ত পাঠক,
লেখা অনেকেরই পড়ি মন্তব্য করা হয়না।
বদঅভ্যাস বলতে পারেন।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৫
রাজীব নুর বলেছেন: আপনার ছোট পোষ্ট টি মন দিয়ে পড়লাম।
আপনার পোষ্ট পড়ে আমার মন্তব্য হচ্ছে- বয়সের দোষ।
৪| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪২
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৯
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: যখন আমার কিছুই করার থাকে না - তখন ঘটনাকে ঘটনার হাতে ছেড়ে দেয়ার বিকল।প নেই -
০১ লা মার্চ, ২০২২ দুপুর ২:১৮
Subdeb ghosh বলেছেন: সব কিছুর জন্য নিজেকে দায়ী করাটাকে আমি মেরিটোক্রেসি এবং আশাবাদের একটা ক্ষতিকারক দিক বলে মনে করি |
এটা একদিকে যেমন কাউকে ক্রমাগত অবসাদের দিকে ঠেলে দিতে পারে তেমনি অন্যদিকে আমাদের একে-অপরের প্রতি বেশিমাত্রায় নির্মমও করে তোলে | এই বিষয়ে একটা জনপ্রিয় প্রবাদ উল্লেখযোগ্য— "গরিব হয়ে জন্মানোতে কোনো দোষ নেই, কিন্তু গরিব হয়ে মরলে সেটা অবশ্যই তোমার দোষ" | আমার প্রশ্ন, কেন? গরিব হয়ে মরলেই তার দায় সম্পূর্ণভাবে আমার কেন? গরিব হয়ে জন্মালে ভাগ্যের দোষ বলে যদি ক্ষমা করে দেওয়া যায় তাহলে গরিব হয়ে মরাটাও যে ভাগ্যের দোষে হতে পারে না এমন নিশ্চয়তা কে দিয়েছে? গরিব অবস্থায় কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে মানেই যে সে মাঝখানে কোনো সময় স্বচ্ছল ছিল না এমন সিদ্ধান্তে কী উপনীত হওয়া যায়?
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪
শেরজা তপন বলেছেন: এমন হয়
হয়তো সবারই মাঝে মধ্যে হয়। সব সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে