নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
আপনি যদি ১ কোটি টাকা বিকাশে ঢুকিয়ে(ক্যাশ ইন করে) এই টাকাটা আবার নিজেই ক্যাশ (আউট) করেন।
কত খরচ হবে?
১ লাখ ৮৫ হাজার টাকা।
টাকাটা মোবাইলে ঢুকবে আর বের হবে। আপনার ১ লাখ ৮৫ হাজার টাকা গায়েব হয়ে যাবে।
(হাজারে ১৮.৫ টাকা করে)
ধরেন এই ১ কোটি টাকা ১০০০ করে দশ হাজার মানুষকে পাঠালেন।
প্রতিবার সেন্ড মানিতে ৫ টাকা করে আরো ৫০ হাজার টাকা গায়েব!!! (মোট ২ লাখ ৩৫ হাজার আউট!!!)
সরকার ৫০ লাখ গরীব মানুষকে ২৫০০ করে টাকা বিকাশে দিয়াছে( এখন নয় গত কয়েক মাস আগের বিষয়)।
এই টাকাটা শুধু ক্যাশ আউট করতেই মোট ২৩ কোটি সাড়ে বারো লাখ টাকা গায়েব হয়ে গেছে!
ভাবতে পারেন?
(এই তেইশ কোটি টাকা ২৫০০ করে দিলে আরো ৯২০০০ গরীব মানুষকে
দেয়া যেত)
এক হাজার টাকা যদি মোট ২০০ জন মানুষ শুধু সেন্ড মানি করে তাইলে এইটা হাওয়া হয়ে যায়!!
তো, বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কি এই ডিজিটাল ডাকাতির কথা জানে না?
নাকি তারাই জড়িত?
নাকি আমরা ঘাস খাই?
২| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: বিকাশ এড দেখায় হাজারে ১৪ টাকা ৯৯ পয়সা কাটে। কিন্তু কাটে আরো বেশি। এই প্রতারনার মানে কি?
৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ২:১০
গরল বলেছেন: আপনার হিসাবে এক এক জন ২৫০০ টাকা ক্যাশ আউট করতে ৪৬.২৫ টাকা করে খরচ করেছে। এই টাকা যদি প্রত্যান্ত অঞ্চলে ব্যাংকিং চ্যানেল এ বা উপজেলা অফিসে ক্যাশ পাঠানো হত তাহলে এর লিষ্ট উপজেলা অনুযায়ী প্রিন্ট করা, পাঠানো ও এর আনুসাঙ্গিক কর্মকান্ড যেমন পরিচয় পত্র ভেরিফাই করা, ফর্ম ফিল আপ, বুঝিয়া পাওয়ার সই নেওয়া ও সেই রিপোর্ট আবার ফেরৎ পাঠানো, সেসব ডকুমেন্টের রক্ষনাবেক্ষণ এসবের পেছনে কত কর্মঘন্টা ব্যায় হত আপনি হিসাব দিতে পারবেন? ধরে নিলাম মাথাপিছু ৫০ টাকা। এছাড়া ব্যাংকের লেনদেনএরও কিন্তু একটা খরচ আছে। তদুপরি বাসা থেকে রিক্সাযোগে বা উপজেলা সদর যাদের দুরে তাদের যাতায়াত খরচই হত মাথাপিছু ধরে নিলাম ৫০ টাকা। এছাড়া আছে সময়ের ব্যাবধান, একমাসের আগে কেউ টাকা হাতে পেত না। সংক্ষেপে বললাম, ব্যাপারটা আরও জটিল, সময়সাপেক্ষ ও ব্যায়বহুল। পরিবেশ পরিস্থিতি চিন্তা না করে শুধু একটা হিসাব কেউ মাথায় ঢুকিয়ে দিল আর বলে দিলাম সবাই ঘাস কাটে। আজকাল মানুষ ফেসবুকে লাইক পাওয়ার জন্য কতকিছু লেখে আর সেটা দেখেই, চিন্তা ভাবনা না করে একটা ইস্যু বানান একটা রেওয়াজ চালু হয়ে গেছে।
৪| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ৮:১১
নূর আলম হিরণ বলেছেন: ঘোড়ার পিঠে চড়ে, টাকা গুলোকে থলি থলি করে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিলে কেমন হতো?
৫| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০৪
ছদকার ছাগল বলেছেন: বিক্যাশ এর ফি আরও কমানো দরকার
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:৫৬
Subdeb ghosh বলেছেন: সেটাই কাম্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৫
সাসুম বলেছেন: আমি যদি মন্তব্য করি, আপনার ফিনান্স, ডিজিটাল মানি এবং কিভাবে এফ এম এস কাজ করে এটা নিয়ে লিটারারি কোন আইডিয়া নেই - তাহলে কি আপনি রাগ করবেন???
এই যে ব্যাপার টা দেখাইলেন- এটা একটা হাস্যকর ব্যাপার