নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
হাসপাতালগুলোতে গেলে দেখা যায় মানুষ কতটা অসহায়। সেই অসহায় মানুষদের নিয়ে কিছু মানুষের কত রকমের কারবার! মানুষটি মরে যাচ্ছে তার থেকেও লাভ চাই। তার জন্য উদ্ভট উদ্ভট হয়রানি করতে কোনো দ্বিধা নেই। মৃতপ্রায় ব্যক্তির থেকেও টেস্টের নামে কমিশন খাওয়ার পায়তারা চলে। লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি নেই। তবে দালাল আছে অসংখ্য। গাড়ি এনে দেয়া কোনো বিষয় নয়। কিন্তু ভাড়া কয়েকগুণ বেশি। এদেশে যার জন্ম নিশ্চিত পূর্বে কোনো ভাবে তার বিশাল পাপের বোঝা ছিলো।
০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৪
Subdeb ghosh বলেছেন: এটি কোনো জন্মগত অভিশাপ নয়।
ঘুষ ও দুর্নীতি প্রতিকারে রাজনৈতিক সদিচ্ছার কোন বিকল্প নেই।
২| ০৯ ই মে, ২০২২ রাত ১১:১২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: পাপ না দাদা । এদেশের গোড়া থেকে যে মীরজাফরী।
০১ লা জুন, ২০২২ সকাল ১১:৫৬
Subdeb ghosh বলেছেন: সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, এর দ্বিতীয় উদাহরণ সম্ভবত পৃথিবীর কোনো দেশে নেই।
এরপরও কেন দুর্নীতি হচ্ছে?
৩| ১০ ই মে, ২০২২ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: বর্তমান সমাজটা খুব কঠিন। এখন মানুষ খুব বেশি অমানবিক। সরকারের গবেষনা করা দুরকার কেন মানুষ এই অমানবিক হয়ে উঠেছে।
০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০১
Subdeb ghosh বলেছেন: প্রশ্ন হচ্ছে, দেশের কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ দুর্নীতির সঙ্গে কতটুকু জড়িত? তাঁরা তো দিবানিশি মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করছেন। হিমালয়প্রমাণ দুর্নীতির কলঙ্কের তাঁরা কেন অংশীদার হবেন?
৪| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৯
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: মানবতা - মানব সেবা - মানবিকতা - এ সবের বালাই নেই কোথাও - সর্বত্র লুটপাটের ধান্ধা - রাতারাতি কোটিপতি, শত কোটিপতি, হাজার কোটিপতি হবার ধান্ধা - বিদেশে সেকেন্ড হোম- থার্ড হোম গড়ার ধান্ধা -
১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫২
Subdeb ghosh বলেছেন: প্রশ্ন হচ্ছে, দেশের কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ দুর্নীতির সঙ্গে কতটুকু জড়িত? তাঁরা তো দিবানিশি মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করছেন। হিমালয়প্রমাণ দুর্নীতির কলঙ্কের তাঁরা কেন অংশীদার হবেন
৫| ০৯ ই জুলাই, ২০২২ রাত ৮:৪১
নতুন বলেছেন: আপনার কাছে থাকলেই আপনি দান করতে পারবেন।
আমাদের সমাজে অভারের কারনেই মানুষ অন্যকে সাহাজ্য করতে পারেনা। অনেক দিন কস্ট করতে করতে একটা সময় সেটাই অভ্যসে পরিনত হয়।
আপনার চারপাশে অনেক গল্প আছে যেখানে মানুষ মানুষকে অকাতরে সাহাজ্য করছে।
বাঙ্গালীর মতন অতিথীপরায়ন, সামাজিক, পরিবার এবং বন্ধুনিয়ে বাস করা সমাজ বিশ্বে কমই আছে।
আমাদের অভাব কমে আসলে আস্তে আস্তে স্বভাবও ঠিক হয়ে যাবে।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭
Subdeb ghosh বলেছেন: এমন কোন সেক্টর নেই যা দুর্নীতির হিংস্র থাবায় আক্রান্ত হয়নি। এক কথায় বলতে গেলে দুর্নীতি দেশ ও সমাজকে অক্টোপাসের
ন্যায় আঁকড়ে ধরে আছে।
বাঙালি মীর জাফরের জাতি,
আমার কাছ থেকে থাকলে দান করতে পারবেন?
এটা কি জাতীয় প্রশ্ন?
দানের প্রশ্ন কেন?
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২২ রাত ১০:৫৭
সোনাগাজী বলেছেন:
পাপের কারণে এসব ঘটে?