নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্ন একা

একজন স্বপ্নবাজ হিসেবে বন্ধু মহলে পরিচিত।তবে স্বপ্নগুলোর বাস্তব রূপ...কখনো কখনো ছায়া সঙ্গীর মত কাছে আসে,তাদেরকে খুব কাছ থেকেই দখি...কেবল ধরতে গেলেই মধুর কেন্টিনের ধোঁয়া ওঠা চায়ের মত মিলিয়ে যায় বারবার.... এখনও চাকুরির বাজারে ঢুকিনি, MBA করছি,Department of Banking,university of Dhaka. দোয়া করবেন।

বিষন্ন একা › বিস্তারিত পোস্টঃ

শিহরিত হচ্ছি আজ আমি, না কোন হিমেল বাতাসের ছোঁয়ায় নয়…(গত রাতের পোস্ট)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

শিহরিত হচ্ছি আজ আমি, না কোন হিমেল বাতাসের ছোঁয়ায় নয়….নয় কর্পোরেট হাউসের শীতাতপ যন্ত্রের নিয়ন্ত্রিত আবেশে…….আমি শিহরীত হচ্ছি আমার আশপাশের মানুষ গুলোর আবেগ দেখে!! তাদের চোখের তারা গুলো আজ জ্বলছে দূর আকাশের স্নিগ্ধ নক্ষত্র রূপালি আলোয় নয়……উত্তপ্ত আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার ন্যায়….সবার একটাই দাবি….৪২ বছরের পুন্জিভূত ক্ষোভের দাবি…..নায্যবিচারের দাবি “নর পিশাচদের ফাঁসি চাই”…. “দোস্ত এদিকে আয় তাড়াতাড়ি”—বন্ধুর ডাকে চমকে উঠলাম…টেনে নিয়ে গেল আগুনের কুন্ডলির কাছে…..আমি মুগ্ধতার সাথে দেখতে লাগলাম বাংলাদেশের বিবেক কে আগুনের শিখার আলো প্রতিফলিত হচ্ছে সবার চোখে, সে এক ভয়াবহ সৌন্দর্য্য….আমিও মিশে গেলাম ঐশ্বরিক ঐ সৌন্দর্য্যের মাঝে……আমার প্রিয় ক্যাম্পাসে ফাঁসির দাবী নিয়ে….

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

সঞ্জয় নিপু বলেছেন: শাহবাগ স্কয়ারে রাজাকারদের ফাঁসির দাবিতে অন্দোলনে যোগ দিন ।

আমরা রাজাকারের ফাসি চাই ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

মো কবির বলেছেন: হাসিনা-খালেদা এই দুই সরকার জামায়াতের সাথে সংসার করে রেখেছে, যৌক্তিক ভাবেই এই দুই সরকারের যোগ্যতা নেই যোদ্ধা পরাধীদের বিচার করার।
আর যদি তারা চেষ্টা তবে সেটা হবে একটা সাজানো নাটক। আর বর্তমানে আওয়ামীলীগ চাচ্চে শুধু জামায়েতকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে, অথবা আওয়ামীলীগের সাথে হাত ৯৬’এর মতো আবার হাত মিলাতে।
একটা সত্যি কথা যে, যার বুকে সৎ সাহস নেই সে কোন দিনও সৎ বিচার করতে পারেনা।
আর এই দুই সরকারের অবস্থাও তাই।


অনেকতো ভাই দেখেছেন এই নোংরা রাজনীতির লুণ্ঠন।
আসুন এবার দেশকে ভালবেসে দেশের স্বার্থে একত্রিত হই সবাই , বিশ্বকে আবারো দেখিয়ে দেই আমরা বাঙ্গালী আমরাও পারি বাচা মরার সম্মুখ যুদ্ধে লড়তে।

ঐ নোংরা রাজনীতিবিদদের কাছে আর কিছু চাওয়া মানে দেশটাকে ধ্বংস করার জন্য শিয়ালের কাছে মুরগি লালন পালন করার মতো কাজ দেয়া।
এত বড় বড় ঘটনা রেল, পদ্মা, বিশ্বজিৎ, শেয়ার মার্কেট ইত্ত্যাদি সবকিছু ধ্বংস করে দেয়া হচ্ছে তবু তাদেরকেই আবার শাস্তির বদলে দেয়া হচ্ছে দেশপ্রেমিকের মর্যাদা।

দেশের মানসম্মানের চেয়ে ব্যক্তি আবুল-হাসিনা,খালেদা এদের মানসম্মান ই বেশি,দেশের স্বার্থের কাছে এদের স্বার্থটাই সবচেয়ে বড়।
ওদের লোভের কাছে সব কিছু তুচ্ছ।

তাই আসুন একজন অচেতন নেতা না হয়ে বরং একজন সচেতন নাগরিক হই।

যোগ দিতে পারেন আমাদের গ্রুপ পেজে

লাইক পেজ

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: বাহবা দিতেই হয়!

লীগের ব্যানারে এখন বামরা!!!

অবাক হওয়ার কিছু নেই।

যখন দেখি...ইনু বর্তমান সময়ের সবচে বড় আওয়ামীলীগার!
অবাক হই না ...যখন দেখি মেনন রা ছাত্র ভর্তি করতে ঘুষ খায়!

অবাক হই না...যখন দেখি দিলীপ বড়ুয়ারা...এসি গাড়ীতে চড়ে!!!

বামরাও এখন হালুয়া রুটি নিযে ব্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.