নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্ন একা

একজন স্বপ্নবাজ হিসেবে বন্ধু মহলে পরিচিত।তবে স্বপ্নগুলোর বাস্তব রূপ...কখনো কখনো ছায়া সঙ্গীর মত কাছে আসে,তাদেরকে খুব কাছ থেকেই দখি...কেবল ধরতে গেলেই মধুর কেন্টিনের ধোঁয়া ওঠা চায়ের মত মিলিয়ে যায় বারবার.... এখনও চাকুরির বাজারে ঢুকিনি, MBA করছি,Department of Banking,university of Dhaka. দোয়া করবেন।

বিষন্ন একা › বিস্তারিত পোস্টঃ

কার্জন হল ও আমি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

শুনেছি সময়ের সাথে সাথে মনমানসিকতার পরিবর্তন হয়.আর তারই প্রেক্ষিতে অনেক ভাল লাগার বিষয়বস্তুও একসময় বিষিয়ে ওঠে…ভীষন একঘেয়েমিতে বিরক্তের উদ্রেকও হয়তোবা করে।সর্বক্ষেত্রেই কী তা একই? না। এই একটি মাত্র প্রাঙ্গনের প্রতি আমার ভাললাগা কখনোই কমেনি, সময়ের কালক্রমে বরং বেড়েই চলেছে। প্রিয় ক্যাম্পাসের সবখানেই মুগ্ধতার পরশ পেয়েছি,কিন্তু “কার্জন হল” প্রাঙ্গনের মুগ্ধতার কোন সীমাই আমি খুঁজে পাইনা। “Faculty of Business Studies”এর ছাত্র হয়েও “Chemestry- Physics-Math”এর সমীকরনের এই গন্ডি কেন যে আমায় টানে….বুঝি না। অবশ্য বুঝার চেষ্টাও করি না। ভাল লাগার বিষয়টি যুক্তিতর্কের মাধ্যমে ব্যাবচ্ছেদ করতে ইচ্ছাও করে না….করার প্রয়োজনও নেই। ভালো লাগে এটাই আ্যনাফ।

ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ার সময়েই প্রথম এই প্রাঙ্গনটিতে আসি বন্ধু জুয়েলকে নিয়ে,সেই শুরু ভাললাগার।কালের পরিক্রমায় Post graduation ও শেষ…..কিন্তু ভালোলাগার শেষ আজও হলনা। যুক্তিহীন ভাললাগা এমনই হয়।

আসলে প্রকৃত ভাল লাগার শুরুই আছে কেবল, রাব্বুল আলামিন তার শেষ বলে কিছু রাখেন নাই……….

অবিরত ভালোলাগে……….তাই যেতে যেতেও……..ফিরে আসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: কার্জন হল আমারও অনেক প্রিয় একটা যায়গা , বিশেষ করে মেঘলা দিনে অসাধারণ লাগে । :)

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কার্জন আমার পৃথিবীর অন্যতম প্রিয় একটা জায়গা, শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম, বহু রাত কেটেছে কার্জনে! রাতের কার্জনের থেকে সুন্দর কিছু নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.