নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসরা

বিষফোঁড়া

বিশ্বাসরা › বিস্তারিত পোস্টঃ

যে সভ্যতা ভার্চুয়ালেই ধ্বংস

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬

ইন্টারনেটের কল্যাণে যে জগত এসেছে,

তা বড় অর্বাচীন; কৃত্রিম বিকিরণে ঘিরছে সব ।

এখানে ভার্চুয়াল নামের বিশ্ব আছে,

মানবিক সুগন্ধের এতটুকু জায়গা নেই ,

অক্ষর দিয়ে নিজেকে প্রকাশ করার প্রাণান্ত প্রচেষ্টায়

নিত্য আবিষ্কৃত হয় প্রতীক,

তবু নেশা ছাড়েনা-মানুষ হয়ে যায় সজিব যন্ত্র ।



কাগজ আর ভালো লাগেনা, টিভি চ্যানেলের প্রয়োজনীয়তা অনলাইনে

'তোমাকে ভালবাসি' বলতে তরুণের বুক আর ছটফট করেনা,

তরুনী সতীত্বের তীব্র পাহারাদারী উঠিয়ে নেয়,

সেনসেশন কিংবা প্যান্থারের ব্যবহৃত খোসা পড়ে থাকে এখানে সেখানে,

সূর্যের আলো পড়ে তা ঝিলিক দেয়-এ যেন মানবতাকে উপহাস অট্রহেসে ।



রক্তের বন্ধন আর মনে পড়েনা,

স্কাইপির সংলাপে ওপাশের মায়ের হাসি নেটওয়ার্ক বিপর্যায়ে দেখা যায়না,

অতিদ্রুত ফোন রেখে প্রিয় বন্ধুদের আড্ডায় নিজেকে হারায়,

পাঠ চুকে যায় বই পড়ায়: মাথার মধ্যে নতুন পর্ণ,

কে আগে ডাউনলোড করে দেখাবে,-বান্ধবীর পছন্দ নতুন স্টাইল

ওদিকে ধুঁকে মরে না মা,বাবার টেনশন বাড়েনা

এ যেন নিয়তি তাদের,মেনে নিয়েছেন তারা ।



যে তরুণের মাঠে গিয়ে বিকালটা বলের পিছে দেওয়ার কথা,

মায়ের কাছে পৃথিবী সম্পর্কে জানার কথা যে তরুণীর,

তারা চ্যাটে মত্ত,লাইক-সুপার লাইক,লুল সংস্কৃতি বিনষ্ট করছে তাদের

সমাজ-সংস্কৃতি,দেশপ্রেম,সততা তার চেনেনা,

শারিরীক ক্ষধাকে মৌলিক চাহিদা করেছে তারা,

ইন্টারনেট যেনো তাদের কুলাঙ্গার ভূমি ।



এ কার দায় ? এ সভ্যতা নষ্টনষ্টায় ভরেছে কে আছ ?

মনুষত্যকে ধুলিস্মাত করেছে মানুষরূপী জানোয়ারেরা, এ ধরা অবিশুদ্ধ তাদের চাপে

এ পৃথিবী ভাইরাসযুক্ত তাদের কারণে,

ভার্চুয়াল পৃথিবীতে অকল্যাণ এনেছে মানসিক গণোরিয়ারোগী মানুষ,

তারা আগেও বহুসভ্যতা ধ্বংস করেছে ।

দুঃসময়ের আগেই ছুঁড়ে ফেলে দিতে হবে,

সব আবর্জনার স্তৃপ অমানুষ, নগ্নপ্রিয়দের ।

১৭/০৭/২০১৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

রুহাশ বলেছেন: আমি পড়ছিলাম আর চোখের সামনে যেন দৃশ্যগুলো ভেসে উঠছিলো। খুব ভাল লেগেছে বললে অত্যুক্তি করা হবেনা। ধন্যবাদ এমন একটি সমসাময়িক সত্য উপস্থাপন করার জন্য।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

বিশ্বাসরা বলেছেন: রুহাশ, আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.