![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সিরাজ শিকদারকে চিনিনা,
আমি চে গুয়েভারার আদর্শে অনুপ্রাণিত ।
আমি দাবড়ে বেড়াই কিউবার ওলিতে-গলিতে,
শরিয়তপুর আমি জানিনা,
বলিভিয়ার মাটির কণায় কণায়,
মুন্সিগঞ্জ আমি দেখিনা ।
চে'র স্মৃতির পদচারণা আমার রক্ত কাঁপিয়ে দেয়।
সিরাজ শিকদার পিছে পড়ে থাকে,
চে আমার আদর্শের মাঝে ।
আমি সিরাজ শিকদার কে তা জানিনা,
চে'র সংগ্রাম আমাকে মরিয়া করে দেয় !
আমি 'স্ফুলিঙ্গ'দেখি নাই,
জাতীয় মুক্তিবাহিনী আমি চিনিনা,
ন্যাশনাল লিবারেশন আর্মি আমার স্বপ্ন ।
বিপ্লব ছিনিয়ে আনবোই আমি
চে'র সৈনিক,
সিরাজ শিকদারকে আমি চিনিনা ।।
সিরাজ শিকদারকে চেনা প্রয়োজন হয়না ।
পার্টিতে,মদের আড্ডায়,বাজেট প্রণোয়নে অথবা
শত শত জ্ঞানীদের ভীড়ে আমার
পান্ডিত্যের জাহাজ ভাসে চে'র কারণে,
জিজ্ঞাসু চোখ,হতবাক মুখগুলো
আন্দোলিত হয় চে'র অভিযানে.....
সিরাজ শিকদার দিয়ে কিছুই হয়না ।।
সিরাজ শিকদার আমাকে জ্ঞানী প্রত্যয়িত করেনা,
আমি চে'র নামে আস্থাশীল ।
আমি কমিউনিস্ট,
তাত্ত্বিক বামধারা আমাকে উন্মাদ করে,
টগবগিয়ে ওঠে আমার রক্তকণিকা চে'র সংগ্রামে,
আমি অবিচল,বিপ্লব আমি ঘরে বসে করবোই,
তাই
সর্বহারা কী তা জানা নিস্প্রয়োজন !!
চে গেরিলা যুদ্ধ শেখায়।
সিরাজ শিকদারের থানা দখল মনে হয় ডাকাতি ।
সিরাজ শিকদার না,
কল্পনায় আমি চে'র ছায়াসঙ্গী হই ।
আমি উপনিবেশ বুঝিনা,আধিপত্যবাদ বুঝিনা,
পুঁজিবাদ বুঝিনা
আমি সাম্রাজ্যবাদী চিনিনা
প্রতিদ্বদ্ধি শ্রেণীশত্রু খুঁজে পাইনা,
আমি সিরাজ শিকদার কে জানিনা,
চে আমার প্রেরণা ।
বিজয় বিজয়,পরাজয় অজয়
নারীর হৃদয়,বেনসনের ধোঁয়ায়
হলিউডে বা শেখ-এ গঞ্জিকা ভরে
আমি ৯ অক্টোবর স্মরী ।
জানুয়ারির ২ তারিখ বড্ড সেকেলে,উদাস
ক্যালেন্ডারের পাতায় হা-হুতাশ করে !!
তা দেখে সময়কে নষ্ট করিনা,
আমি চে'ভক্ত,চে আমার চেতনা ।
আমি সিরাজ শিকদার চিনিনা ।।
আমি সিরাজ শিকদার জানিনা ।
আমি সিরাজ শিকদার খুঁজিনা ।।।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪
বিশ্বাসরা বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৪
ননদালীনাজ বলেছেন: দারুন লিখেছেন.
চালিয়ে যান,
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
বিশ্বাসরা বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৫
সাধারণ মুসলমান বলেছেন: Good. Though the reality of life 'kobita chinena, Che chinena.'
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
বিশ্বাসরা বলেছেন: তাই নাকি?
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০
মুহাম্মদ তৌহিদ বলেছেন: +++
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০
বিশ্বাসরা বলেছেন: ধন্যবাদ
৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
ইখতামিন বলেছেন:
সুন্দর /.....
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০
বিশ্বাসরা বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি দাবড়ে বেড়াই কিউবার ওলিতে-গলিতে,
শরিয়তপুর আমি জানিনা,
বলিভিয়ার মাটির কণায় কণায়,
মুন্সিগঞ্জ আমি দেখিনা ।
চে'র স্মৃতির পদচারণা আমার রক্ত কাঁপিয়ে দেয়।
সিরাজ শিকদার পিছে পড়ে থাকে,
আগুন কবিতা!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১
বিশ্বাসরা বলেছেন: বেনসন এন্ড হেজেজ ধরানো যাবেনা ভাই?
৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯
লিন্কিন পার্ক বলেছেন: +++++
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২
বিশ্বাসরা বলেছেন: কত্তগুলো প্লাসরে.
৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭
ওবায়েদুল আকবর বলেছেন: দারূণ!!!!
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩
বিশ্বাসরা বলেছেন: আপনাকে ধন্যবাদ
৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি সিরাজ শিকদার কে তা জানিনা,
চে'র সংগ্রাম আমাকে মরিয়া করে দেয় !
আমি 'স্ফুলিঙ্গ'দেখি নাই,
জাতীয় মুক্তিবাহিনী আমি চিনিনা,
ন্যাশনাল লিবারেশন আর্মি আমার স্বপ্ন ।
বিপ্লব ছিনিয়ে আনবোই আমি
চে'র সৈনিক,
সিরাজ শিকদারকে আমি চিনিনা ।।
প্রতিটা লাইনে যেন বারুদ ঠাসা!!!!!!
+++++++++++
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪
বিশ্বাসরা বলেছেন: ভাই এই কথা বললে আমাকে বোমা বানানোর কারিগর হিসেবে ধরে নিয়ে যাবে তো...
১০| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে আরে
সিরাজ শিকদারের ভাই, অনুসারী, অনুজ, আত্মপরিচয়ে উদ্ভাসিত মানুষ কি ভয় পেতে আছে!!!!
অর্বাচিনের কথায় নয়, বিবেকের তাগিদেই যে তারা কাজ করে যায়।
চোখ চোখ রেখে-
সত্যের আগুন বুকে পুড়ে
তপ্ত বুলেট তাই শীতল হয়ে যায়
দাম্ভিক উক্তি কোথায় সিরাজ শিকদার
ব্যঙ্গ করে দাম্ভিকতাকে!!!!!
স্যালুট টু ইউ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৪
উপপাদ্য বলেছেন: বিজয় বিজয়,পরাজয় অজয়
নারীর হৃদয়,বেনসনের ধোঁয়ায়
হলিউডে বা শেখ-এ গঞ্জিকা ভরে
আমি ৯ অক্টোবর স্মরী
দারুন হয়েছে কবি...
সিরাম একখান কবিতা পড়লাম বহুদিন পর