নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসরা

বিষফোঁড়া

বিশ্বাসরা › বিস্তারিত পোস্টঃ

প্রবৃত্তির পরিবর্তন এবং স্নায়ুর মাঝে আমি

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৫

যেদিন অমানিশায় ঘিরে থাকবে জীবনের আনাচ-কানাচ,

যেদিন এই বুদ্ধিমতীই মানসিক পঙ্গুত্ব বরণ করবে,

যেদিন রিপুর দাসত্ব থেকে মুক্তি পাবে

সেদিন আমাকে পাবে, সে দিন আমার হবে ।



যেদিন বিষাক্ত কীটে চারপাশ ঘিঞ্জি হয়ে যাবে,

শরীরের তুলতুলে অঙ্গগুলি শক্ত অথবা নিম্নগামী হবে,

যেদিন শরীরবিনিময় ছাড়া আর কিছুই পাবেনা

সেদিন আমাকে খুঁজবে, সে দিন আমার হবে ।



যেদিন অসত্য আচরণ সীমা ছাড়িয়ে যাবে,

সংকীর্ণ সঙ্গী অথবা সঙ্গীনী মানসিক ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে,

যেদিন সন্ধ্যা-রাত-নির্জনের প্রয়োজনে ঘরে,বাইরে,অফিসে কেউ আর ডাকবেনা

সেদিন আমাকে খুব মনে পড়বে, সে দিন আমার হবে ।



যেদিন দুশ্চরিত্র নায়কদেরর সব চাহিদা পূরণ করবে,

যেদিন মায়ের অবশিষ্ট ক্ষীণ বিশ্বাসটুকুও শারীরিক ক্ষুধা নিবারণে ধ্বংস করবে,

যেদিন নতুন নিষিদ্ধার আগমনে শিত্‍কারগুলো ধ্বজভঙ্গরা আর খাবেনা,

সেদিন আমাকে ডাকবে, সে দিন আমার হবে ।



যেদিন রাতের পর রাত গণচাহিদা মেটাতে ব্যবহৃত হবে,

যেদিন জীবনের প্রতি চরম বিতৃষ্ণা চলে আসবে,

যেদিন মৃত্যু ও আধ্যাত্মিকতা তোমাকে তীব্র আক্রমণ করবে,

যেদিন একযোগে সবদিক দিয়ে বিপদ,ক্ষতি ও বঞ্চনা,লাঞ্ছনা তোমাকে ধাওয়া করবে

সেদিন দৌড়ে আসবে আমার কাছে, সে দিন আমার হবে ।



ঘন কন্টকময় এই নির্জন স্বার্থপর পৃথিবীতে

খুব প্রয়োজন ছিল তোমার চিনে নেওয়া আমাকে ।।

অনাগত দিনগুলোর অপ্রত্যাশিত বাঁধা সব

বারবার,তোমার স্নায়ুতে আমার প্রতিচ্ছবি এনে দিবে ।



অবয়ব চিন্তার যন্ত্রণা কত প্রবল জেনে নিও।

খুঁজে নিও নিজ স্বত্বার সেই অভিমানী পৃথক অংশটিকে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা,,,,,,,,,,,,,,,মুন খুলে আরো লিখুন,,,,,,,,,

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

বিশ্বাসরা বলেছেন: ধন্যবাদ আপা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.