নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়✌প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো মানুষ

বিবেকহীন জ্ঞানি

আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।

বিবেকহীন জ্ঞানি › বিস্তারিত পোস্টঃ

মনের খোরাকী!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৩

মানুষ চাইলেই একা থাকতে পারেনা।ভালো থাকতে পারেনা।সব ছেড়েছুড়ে।নিজের আমিত্বকে সত্তা থেকে আলাদা একা থাকা যায়না।বিজ্ঞান আজও বলতে পারেনি মন আমাদের মস্তিষ্ক কে নিয়ন্ত্রণ করে নাকি মস্তিষ্ক মন কে নিয়ন্ত্রন করে।এটা আমার মনে হয়না কেউ ই বলতে পারবে।তবে হ্যা আমরা মাঝে মাঝে আবেগের কাছে মনের কাছে চরম ভাবে হেরে যাই।তখন বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়।বিবেক বুদ্ধি জ্ঞান আশপাশের মানুষ কে কি বলবে এসব তখন অনেক দূরে থাকে।অনেক...

রঙ বেরঙের আলোর অনেক স্মৃতি মুছে যায়। সব হারিয়ে যায়। সব আবেগ, কান্না,অনুভূতি,প্রবল ইচ্ছে।সব তলিয়ে যায় ঝিকিমিকি আলোয়।
আজ আপনার জন্য যে কাঁদছে সময়ে সেই আবার অন্যের প্রেমে মিহি হয়ে আপনাকে কাঁদাবে। এটাই সত্য,এটাই প্রকৃতির বাস্তব ধর্ম।

জানেন?সব আলোয় শানাই বাজে না, ঢাকঢোল এর শব্দ কানে পৌছায় না।যে লাল রঙের ফানুস আকাশে উড়ে
আবার সে রঙের আলোয় অনেকের চোখ ঝলসে ঝাপসা হয়ে মন ভিজে যায়।

ভিজে যাক.. ভিজে যাক আমার মন
ভিজে যাক আমার মৌনতা
হারিয়ে যাক সব গ্লানিহীন স্মৃতি
ফিরে পাও নতুনত্ব নতুনের ভিড়ে।
কাপড়ে যেমন রৌদের গন্ধ
তেমনি আমার শরীরেও লেগে আছে প্রিয়
আগুনের ঘ্রাণ
বেদনার সুখ।
আমার প্রিয় অসুখ!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.