নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়✌প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো মানুষ

বিবেকহীন জ্ঞানি

আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।

বিবেকহীন জ্ঞানি › বিস্তারিত পোস্টঃ

এ সমাজের নির্মম পরিচিতি হায়!!

১৭ ই জুন, ২০২১ বিকাল ৫:১২

একজন নারী যে কিনা নিজে খারাপ হয়ে সমাজকেও খারাপ পথে নিয়ে যায়। আবার নষ্টামি করতে গিয়ে ক্যাচালে পড়লে সাহেব খারাপ।স্যোসাল মিডিয়াতে একটা স্টেটাসেই বাজিমাত। সব গণমাধ্যম তার পিছে পিছে।খবরের ব্রেকিং নিউজ সহো টপ নিউজে থাকে।

একজন আলেম, স্কলার বক্তা।আমার মত হাজারো যুবককে ইনফ্লুয়েন্স করে।আমাদের দ্বীনের পথে আনে।সমাজে ভালো কিছু এবং জ্ঞান উপহার দেয়।একজন আলেম মানে হচ্ছে কোরান ও হাদিস যে সঠিকভাবে বুঝে এবং ব্যাখা করে।আজ চার দিন নিখোজ।কোন মিডিয়া একে কাভার করেনা।সংবাদে আসেনা।থানা পুলিশ এদের পাত্তা দেয়না।

দিন শেষে আমরা মানুষ। আমরা নবী মোহাম্মদ এর উম্মত। আমরা সর্বকুলের ভালো চাই।

পরিমনি বিচার পাক।আবু ত্ব হা মোহাম্মদ আদনান ফিরে আসুক।
সমাজের কালো বিড়াল বেরিয়ে আসুক।
দেশে আলেমদের উপর অত্যাচার বন্ধ করুক।

এবং এর দায়িত্ব দেশের সর্বস্বাসিত সরকারের।জবাবদিহি,কমিটি গঠন,২৪ ঘন্টায় বিচার,৪৮ ঘন্টায় তদন্ত... এসব শুনতে চাইনা।

বি:দ্র- দুটো ঘটনাই সমাজের দুজন মানুষকে নিয়ে আর একই সময়ে।তাই শুধু তফাৎ টা দেখালাম।

এটা মোটেও রাষ্ট্র বিরোধী পোস্ট না।আমি এ দেশের একজন সন্তান, একজন সু-নাগরিক।দেশের আইনব্যবস্থা বা যে কোন বিষয়ে প্রশ্ন করা আমার দায়িত্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.