নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়✌প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো মানুষ

বিবেকহীন জ্ঞানি

আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।

বিবেকহীন জ্ঞানি › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে খুজি এ পথে।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩১

এই সেই পথ
আমরা হারিয়েছিলাম ভালোবেসে বিভোরে।
ভালোবেসেছি অতল গভীরে।
কলেজের ক্লাসের ফাকে
স্যারের নোটবুকের মাঝে
উত্তাল সমুদ্রের গভীরে
যৌবনের কাম বাসনায়
চোখের দৃষ্টি মায়ায় প্রেমের ছায়ায়।
আহ...আজ তুমি নেই....পৃথীবি নেই।

তোমাকে হারিয়েছি আজ বেশ অনেক দিন।
এ পথে আমাদের আগের মত বিচরন নেই।
নরকের অনাহূত যে পথে হেসে হেসে
আমাদের দেখিয়েছিলো
নিজের ঘরে অগ্নিসংযোগের
অলৌকিক দৃশ্য!

এই পথে হ্যা এই পথে জমানো অন্ধকার,সাপের বন্যা,নগ্ন বিবেক!
সেদিন এ পথের শেষ প্রান্তে
বেয়োনেট বৃষ্টিতে শাপগ্রস্ত সূর্যটার
ছায়াবন্দী হয়েছিলাম কালো বোরখার ভেজা চোখের কান্নায়।
আমি হা হা হা করে হেসেই গেলাম অপূর্ন অতৃপ্ততা নিয়ে।

অত:পর পৃথীবির অসামাপ্ত আর্তনাদ বুকে নিয়ে এ পথে হাটলাম।
এ পথে অবিশ্বাসী চাঁদের ছায়া নেই,ধূলো নেই,ডানা ভাঙা পাখিদের আর্তনাদ ও নেই বটে,স্রোতস্বিনী শঙ্খ হাতে অসুখী বাতাস গায়ে মেখে স্বপ্নবিলাসী ইচ্ছেদের উড়িয়ে দেব বলে।

পৃথীবি মূলত আশাবাদীদের
আমি আশার গান শোনাতে পারিনা
তাই বন্দীশালা এঁটেছি নগ্নবিবেকের
জান্তব উল্লাসের!

আশাবাদী কোন স্বপ্নবাজ নীল প্রজাপতি নিশ্চই এ পথে আসবে।আমাদের গৃহে অগ্নিসংযোগ আর অবিচ্ছেদ্য রঙের হেতু জানতে।সুস্থতার দাওয়া খোঁজে।

সে তখন হায়
আকাশকুসুম স্বপ্ন নিয়ে
আমি ঠায় দাঁড়িয়ে
আবার
এ পথে জ্যোৎস্নার ছায়া পড়বে কিংবা ধূলোমাখা বিকেলে
লালচে সন্ধায় আসর বসবে
মানুষের,ভালোবাসার!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



যাহা হারিয়েন, সেটা অযোগ্য ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.