![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।
একদিকে অসহ্যকর গরম।মানুষ পাগল হয়ে যাচ্ছে এ গরমে।এদিকে আবার ইলেক্ট্রিসিটি থাকেনা।কিছুক্ষণ পর পর যায়গা।
বাজারের অবস্থা শোচনীয়। দ্রব্যমূল্যের দাম চড়া গতিতে বেড়েই চলেছে।মানুষ ফ্লাইওভার মেট্রোরেল আর পদ্মাসেতু খেয়ে তো বাচতে পারবেনা।যতোই ঘর সাজান না কেনো মেহমান কে ভালো খাবার না দিলে পিছে গিয়ে দুকথা মুখ দিয়ে বের হবেই।
শুনেছি এক বৃদ্ধ ক্ষুদার জালা সইতে না পেরে আত্নহত্যা করেছে।এটা নির্দিদায় দুর্ভিক্ষের লক্ষন শুধু টিকে আছে গার্মেন্টস আর রেমিটেন্সের কারনে।তাদের ও শিক্ষাদিক্ষা কম তাই প্রচুর খেটে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে।তাহলে শিক্ষিত জাতি আর আমলা মন্ত্রীরা কি করছে??এসির নিছে বসে বসে লাল পানি পান করছে না তো?
সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে।কোন সমস্যার সমাধান নেই উলটো চুপ মেরে বসে বসে বিএনপির পিছে বুড়ো আংগুল দিচ্ছে।
ইয়াং জেনারেশন কে চাকরি দিচ্ছে না।সরকারি চাকরি নিতে গেলে ১০ লাখের উপরে ঘুষ।ন্যায় বিচার পাচ্ছেনা কেউ কোথাও।ই কমার্স কে টিকতে দিচ্ছে নাহ।সরকারের দোষ ডাকতে ই-কমার্স কে বসিয়ে দিচ্ছে।যুবসমাজ কিছু করতে না পেরে রাস্তায় রাস্তায় মাদককে জড়াচ্ছে।
এদিকে হুজুরা পড়ে আছে সুন্নিয়ার পিছে।
ব্যাংক থেকে ৮ হাজার কোটি গেলো কারো খবর নেই জবাবদিহিতা নেই যেইনা এক পরিমনিরে পেলো সবাই সব ভুলে গেলো।
এ দেশ কি লুটেরার দেশ?সবাই মিলে লুটতেছে।
রাসেল সাহেব কি ভাগ কম দিয়েছিলো মন্ত্রীকে?তাই বোধহয় তাকে জেলের ভাত খেতে হচ্ছে।
কাউকে কিছু বলতে দিচ্ছে নাহ।কোন আন্দোলন মিটিং মিছিল করতে দিচ্ছেনা।পাব্লিক তার কথা বলতে পারছে নাহ।বিরোধী দল নামে বিএনপি লন্ডনে বসে এখনো মিটিং করছে ২ বছর ধরে এদিকে ছাগলের ৩ নাম্বার বাচ্ছা নূরুকে কয়েকদিন পর পর লাফক্ষাপ দেখাতে বল্লেও সেও দেখায়।
এভাবে কি দেশ চলে??সরকারের সাথে গনমানুষের কোন সংযোগ আছে?
জানেন আমাদের সাংবাদিকরা আছে বিদ্যাসিনহা মিম কি রঙের জামা পরে কাল ডেটে গেছে সে খবর হেডলাইন করতে।
আমিও রক্তে মাংসে গড়া মানুষ। আমার ও বাচাঁর মত বাচাঁর অধিকার আছে।
©somewhere in net ltd.