নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়✌প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো মানুষ

বিবেকহীন জ্ঞানি

আমি নিতান্তই একজন সাধারন মানুষ।সৃষ্টকর্তার কাছে শুকরিয়া আমাকে পরিপূর্ণ জীবন দানের জন্য।

বিবেকহীন জ্ঞানি › বিস্তারিত পোস্টঃ

এই তিন গোষ্ঠী ছাড়া কেউ ই এ দাঙ্গার জন্য দায়ী নয়।

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:২৯

সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দূর্গাপূজা।আমি গত ৮/১০ বছর ধরেই এ পূজো মোটামুটি সামনে থেকে দেখে আসছি।এখন পর্যন্ত এরূপ খারাপ অবস্থা আগে দেখিনি।রামু সহো কিছু ভিন্ন যায়গায় তাদের উপর অত্যাচার করেছে এটা ঠিক।বর্তমান সরকার আমলে সকল ধর্মাবলম্বীদের সরকার খুব কঠোর ভাবেই তাদের ধর্ম পালনে সহায়তা করছে এতে কোন সন্দেহ নেই।
এখন মেইন প্রশ্ন এবার হটাৎ করেই এ ধর্ম যুদ্ধ কেনো শুরু হলো?দেশের বিভিন্ন যায়গায় তাদের মন্দির বা প্রতিমা ভাঙচুর, পুলিশ কিছু মাদরাসার ছেলেকে গুলি করেছে গত পরশু রাতে,তাদের প্রতিমা বিসর্জনেও বাধা,আনন্দ মুখর এ পরিবেশ কেনো এভাবে নষ্ট হলো?

প্রথমত বিএনপি জামাত অনেকদিন কোন আন্দোলন করতে পারছে না।তাই তাদের দরকার একটা ধামাকা বা হাংগামা আর সেটার উপর ভর করে তারা কিছু একটা করবে টরবে হয়তো।

দ্বিতীয়ত ভারতের গোয়েন্দা বা তাদের এজেন্ট বা ইসকন সম্প্রদায় ধর্মীয় উষ্কানি দিয়ে আমাদের দেশে শান্তি নষ্ট করা এবং ভারতে পূনরায় এনআরসির দাঙ্গা শুরু করে মুসলিম পেটানো।যেটা বরাবর ই মোদী সরকার করে আসছে।

তৃতীয়ত আমাদের সরকার তার বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ডাকতেই ধর্মীয় এই দাংগা দিয়ে আমাদের বোকা জাতিকে দিকপরিবর্তন করানো।

বিএনপি মাঠে নামলে সরকার ৫ মিনিট ও থাকতে দেয়না তাদের তাহলে এত বড় ঘটনা আজ ৩ দিন ধরে চলছে প্রশাসন কি করছে?এত গুলো প্রতিমা ভেংগে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে তখন প্রশাসন কই ছিলো? রাতের আধারে পবিত্র কোরানশরিফ এর অবমাননা হয় ঠিক কিন্তু দিনের বেলায় তাদের চক্ষু সামনে তাদের ধর্মীয় যায়গায় আঘাত হানলে তারা কেনো দাঙ্গা শুরু করলে তখন দেশের কি হতো?

মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও দেশের সব বড় বড় ইস্যুতে আপনার এরকম বক্তব্য শুনেছি।কঠিন শাস্তি দেয়া হবে।কিন্তু এর মাঝে যার অপূরণীয় ক্ষতি হবার তা হয়েই যায়।আর আপনার শাস্তি?
কোন শাস্তি ই জনগণ দেখেনা।নতুন ইস্যু পেলে আপনি আমি সব ভুলে যাব সব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.