| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিলে কান নিয়েছে......"
আর কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোর সেই গল্প আমরা সবাই জানি। কিন্তু এর বাস্তব কোন উদাহারন, আমি গতকালের আগে কখনো দেখিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সম্পর্কে গতকাল রাত থেকে বিভিন্ন ব্লগ, ফেসবুক এবং সংবাদ মাধ্যমে যা লিখা হয়েছে, তার কোন বাস্তব অস্তিত্ব নেই। এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট বিভ্রান্তি ছাড়া কিছুই না। কিন্তু কিছু অন্ধ ফেসবুক ব্যবহারকারী কোন বিশ্বস্ত সূত্র থেকে না জেনে, না শুনে সারা দেশবাসীর মাঝে যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তা সত্যি ই দুঃখজনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন র্যাগিং এর বিরুদ্ধে খুবি সোচ্চার। বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট এবং প্রতিটি হল গেইটে প্রশাসনের ফোন নাম্বার সহ র্যাগিং বিরুধি সাইন বোর্ড লাগানো আছে।
তাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান ছাত্র হিসেবে সারা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে র্যাগিং এর কোন অস্তিত্ব নেই। কিন্তু কিছু নিয়ম-কানুন আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, যার কারনে জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্য যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটু আলাদা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র এবং জুনিয়রের মাঝে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান, তা বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে নেই। তাইতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আমাদের এই প্রানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে "জান-বিবি" বলে সম্বোধন করে। আর সেই কারনেই, আমার জীবনের অন্যতম অংশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধরনের অপ-প্রচার আমরা মেনে নিতে পারিনা। সারা দেশবাসীর কাছে আমার অনুরোধ, দয়া করে কোন বিভ্রান্তিতে কান দিবেন না, সবকিছু স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন, কোন কিছু না জেনে, না শুনে কোন প্রতিষ্ঠান সম্পর্কে এই ধরনের অপ-প্রচার চালাবেন না। আমাদের হৃদয়ে আঘাত লাগে, কেননা আমরা জানি জাহাঙ্গিরনগরকে আমরা কতটা ভালবাসি.........![]()
হাবিব-৩৯তম ব্যাচ-সি.এস.ই বিভাগ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
রিক্ত রাহী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, আমার সুপ্ত প্রতিভা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেউয়ার জন্য।
২|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
বাউন্ডুলে তিতাস বলেছেন: মনে হচ্ছে মানিক ওরফে সেঞ্চুরী মানিকের ছোট ভাই। দালাল কোথাকার! ধিক্কার!!!!!!!!!!!!!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
রিক্ত রাহী বলেছেন: সময় সবকিছু পরিবরতন করে দেই, মানিক এর যোগ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু অবাক হচ্ছি, আপনাদের নিম্ন মানসিকতা পরিবর্তন করতে পারেনি।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
রিক্ত রাহী বলেছেন: মানিক কি আপনার বোন-ভাগ্নিদের কাউ কে ধর্ষণ করেছিল নাকি ঐ সময়....?? না হয় আজকের একটা মিথ্যা ঘটনা নিয়ে ১৪ বছর আগে ফিরে যাচ্ছেন কেন। মানিক কে এভাবে স্মরণ রাখার কাহিনি কি....??
৩|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
ক্ষণিক বলেছেন:
বড় ভাই সুপার লাইক।
নিঃসঙ্গ ঢেউ!!! শকুনের কথায়
গাধা
মরে না !!!
৪|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
একজন ঘূণপোকা বলেছেন: নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আপনি রাজনীতিতে যোগ দিন। একজন পারফেক্ট রাজনিতিবিদ হওয়ার জন্য যেরকম বদমাশ, নির্লজ্জ এবং ভন্ড হতে হয় তার সবগুলো গুন আপনার মধ্যে আছে বলেই প্রতীয়মান।
২. ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
বাউন্ডুলে তিতাস বলেছেন: মনে হচ্ছে মানিক ওরফে সেঞ্চুরী মানিকের ছোট ভাই। দালাল কোথাকার! ধিক্কার!!!!!!!!!!!!!
৫|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
একজন ঘূণপোকা বলেছেন: Click This Link
৬|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
বইয়ের পোকা বলেছেন: বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট এবং প্রতিটি হল গেইটে প্রশাসনের ফোন নাম্বার সহ র্যাগিং বিরুধি সাইন বোর্ড লাগানো আছে।[/sb
সাইন বোর্ড লাগানো হলে্ই কি র্যাগিং বন্ধ হয়ে যায়। একটু অবাকই হলাম!!!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
রিক্ত রাহী বলেছেন:
র্যাগিং বলতে আপনি কি বুঝেন......??
৭|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
আমি মেসি বলছি বলেছেন: কিছু নিয়ম-কানুন আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, যার কারনে জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্য যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটু আলাদা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র এবং জুনিয়রের মাঝে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান, তা বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে নেই।
সহমত ভাইয়া।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
রিক্ত রাহী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
মোঃ মহসিন আলম (রনি) বলেছেন:
নারে বৎস, আমি ৩২তম ব্যাচের বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। এক বছর ছিলাম। এরপরেও অনেকবার গিয়েছি থেকেছি। যা দেখেছি তা একটি নতুন ছাত্রের জন্য মোটেই আনন্দের নয়। অনেক ছাত্র র্যাগের ভয়ে তারাটারই ঘুমিয়ে পড়ত বা লাইট অফ করে রুমে বসে থাকত। অনেক ছাত্র পরীক্ষার আগের দিনের অবস্থা দেখেই পরীক্ষা না দিয়ে চলে যেতে দেখেছি। আমাদের হলটি তখন নতুন ছিল তাই নাকি র্যাগ কম ছিল। মোশাররফ হলের অনেক গল্প শুনেছি। তবে বড় ভাইদের সাথে পরে ভাল সম্পর্ক হয়ে যায় এটা সত্যি, যা আমি ঢাবি-তে পাই নি।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
রিক্ত রাহী বলেছেন: ধন্যবাদ আপনাকে সত্য প্রকাশ করার জন্য।
৯|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
রাজ্জাক বলেছেন: Incident 100% correct
১০|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
ক্ষণিক বলেছেন: বড়ভাই মোঃ মহসিন আলম (রনি)
ভাল কমেন্টের জন্য ধন্যবাদ বড় ভাই
জাবির ৩২ ব্যাচের বড় ভাই বলে কথ। যে একবার জাবি যায়, দিবানা হয়ে যায়।
ভাই ঢাবিতে সিনিওর জুনিওর আছে নাকি?
জাস্ট ফান ![]()
১১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
একাকী সমুদ্রে বলেছেন: তাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান ছাত্র হিসেবে সারা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে র্যাগিং এর কোন অস্তিত্ব নেই। কিন্তু কিছু নিয়ম-কানুন আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, যার কারনে জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্য যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটু আলাদা।
হা হা হা বিনুদোন
১২|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
ক্ষণিক বলেছেন: বাই চমুদ্রো: আপনারে দেইকা ব্যাপুক বিনুদুন পাইলাম!
হুদাই ফাল পাড়ার টাইম শেষ! ফেবুতে ইষ্টেটাষ দেন গিয়া।
১৩|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
ভরযুক্ত অপদার্থ বলেছেন: VAI ,GAJA R DAM KOTO?
১৪|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
বাসকপাতা বলেছেন: @ক্ষণিক ,নিঃসঙ্গ ঢে্উ, বাউন্ডুলে তিতাস আপনারা আসলে কি চান আসল দোষীর বিচার নাকি জাহাঙ্গীরনগরের নামে বিষোদ্গার ? শোনা কথা থেকেই সব মন্তব্য করতে হবে ? আগে জানেন তারপর মন্তব্য করেন ।না জানলে ফাও প্যাচাল পাড়া উচিৎ হবে না।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
রিক্ত রাহী বলেছেন: ধন্যবাদ ভাই। ওনারা তো চোখ থাকিতে অন্ধ। তাই যা শুনে তাই বলে বেড়াই।
১৫|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
নষ্ট ছেলে বলেছেন: র্যাগিং, ধর্ষণ হচ্ছে জাবির ঐতিহ্য! জাবির ছাত্র হিসাবে ঐতিহ্য লালন করা আপনার একান্ত কর্তব্য।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
রিক্ত রাহী বলেছেন: দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করুন। না হয় সমস্যায় পরবেন। দেখা যাবে কিছুদিন পর আপনার বোন বা ভাগ্নিই জাবি তে ভর্তি হয়েছে।
১৬|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
কষ্টসখা বলেছেন: জাবি তার স্বমহিমায় মহিমান্বিত কিছু চামচিকা পেছন থেকে চেউ চেউ করবেই এগুলো নিয়ে মাথা ঘামায় লাভ ন
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
রিক্ত রাহী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
১৭|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
নষ্ট ছেলে বলেছেন: এখন পর্যন্ত কেউরে জাবি সাজেস্ট করি নাই। অবস্থা এই রকম থাকলে করার ইচ্ছাও নাই।
আমার বোন? পরে আসো জাবি তুমার বেইল নাই।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
রিক্ত রাহী বলেছেন: যেগুলো রেগের ভয়তে জাবিতে পড়তে সাহস পায় না এগুলা এক এক টা নপুংসুক ।ওরা জাবিতে পড়ার চেয়ে না পড়াই ভাল।
১৮|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
নষ্ট ছেলে বলেছেন: আমার দৃষ্টিভঙ্গিতে জাবির কোন ালও হইব না। আপনার স্বভাব পরিবর্তন করুন সেটা আপনাদের জন্যও ভাল আর জাবির জন্য তো বটেই।
১৯|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
ক্ষণিক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। ওনারা তো চোখ থাকিতে অন্ধ। তাই যা শুনে তাই বলে বেড়াই।
২০|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: পুরান জোকস।
২১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
অশান্ত পৃথিবী বলেছেন: JABI re khub vala pay.
Ad disilam sub valo pay nay so ...
But ragging asole kno problm na snior junior der kasakasi aste onek helpful. Amar uncle silo 35 math. So jabi te majhe majhe jetam. Josh environment.
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
রিক্ত রাহী বলেছেন: ধন্যবাদ আপনাকে। দয়া করে কোন গুজবে কান দিবেন না।
২২|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
ঘুড়িবাবা বলেছেন: নষ্টছেলে আপনার ভাই বা পোলারে ঘরে বসায়া ফিডার খা্ওয়ান। বাইরের দুনিয়া কেমন সে ফিডার খায়া বুঝবো আর পরে পা দিলে আপনারেই গা্ডল বইলা গাইল দিবো। র্যাগিং এর ভয়ে যদি কেউ কয় জাবিতে পরব না, তারে কমু বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে সে যেন না ভর্তি হয়। মারা যা্ওয়ার কপাল কোন জায়গায় কম না। আর এতো র্যাগ মাত্র। সেনাবাহিনী তে ন্যাংটা কইরা শরীর দেখে জানেন? পারলে কিছু কন তো? পাইছেন তো খালি এক জাবি। ঢাবির পোলাপাইন যে রাতে সোহরা্ওয়ার্দীতে গিয়া জুটিরগো কাছ থেকে হাত টানে জানেন? লিস্ট লম্বা করলাম না।তবে আপনার কইলজাটা কি মাখন দিয়া বানানো জানার ইচ্ছা?
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
রিক্ত রাহী বলেছেন: ধন্যবাদ আপনাকে। নষ্ট ছেলে শুধু নামে নষ্ট না, বুঝা যাচ্ছে সত্যি তার মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে। তাই ওঁদের মত আতেল দের বুঝিয়ে লাভ নেই ভাই।
২৩|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
কষ্টসখা বলেছেন: যে গুলো রেগের ভয়তে জাবিতে পড়তে সাহস পায় না এগুলা একএক টা নপুংসুক ।ওরা জাবিতে পড়ার চেয়ে না পড়াই ভাল
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
রিক্ত রাহী বলেছেন: যে গুলো রেগের ভয়তে জাবিতে পড়তে সাহস পায় না এগুলা একএক টা নপুংসুক ।ওরা জাবিতে পড়ার চেয়ে না পড়াই ভাল।
ঠিক বলেছেন ভাই।
২৪|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
পথহারা সৈকত বলেছেন: জাবি??????? থু......... এই জাবিতেই আমার ছোট ভাই একটা বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ও পড়তে পারেনি শুধুমাত্র তার বিভাগের বিকৃত রুচির বড় ভাইদের জন্য। অবশ্য ভাল হইছে, সে এখন ইউএসএ তে মাষ্টার্স করছে। জাবির এই হারামজাদাদের কোন মা-বাবা নাই, তারা সব জারাজ, হওক সে ছাত্র/ছাত্রী হওক সে শিক্ষক।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
রিক্ত রাহী বলেছেন: যে গুলো রেগের ভয়ে জাবিতে পড়তে সাহস পায় না এগুলা এক এক টা নপুংসুক । আপনার ভাইয়ের মত আতেলের জাবিতে পড়ার চেয়ে না পড়াই ভাল।
২৫|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
ধানের চাষী বলেছেন: গতকালের কাহিনীর কোন ভিত্তি পাই নাই, অযথা একটা ফালতু খবর ছড়াইয়া শোরগোল তুললো কিছু আবা* , এইটাই আমাদের স্বভাব, নিজের সামনে কোন নারীর অপমান হইলে কিছু বলি না, কিন্তু উড়াল খবর পাইলেই লাফাই ....
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
রিক্ত রাহী বলেছেন: যে গুলো রেগের ভয়তে জাবিতে পড়তে সাহস পায় না এগুলা একএক টা নপুংসুক ।ওরা জাবিতে পড়ার চেয়ে না পড়াই ভাল।
২৬|
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
অশুভ বলেছেন: লেখক বলেছেন: যে গুলো রেগের ভয়তে জাবিতে পড়তে সাহস পায় না এগুলা একএক টা নপুংসুক ।ওরা জাবিতে পড়ার চেয়ে না পড়াই ভাল।
লেখককে ধন্যবাদ....।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
রিক্ত রাহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৭|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
ঘুড়িবাবা বলেছেন: পখহারা সৈকতের ভাই ইউএসএ তে গিয়া নিশ্চয় থালা-বাসন মাঝে আর সাদা চামড়া দেখে ভাবে আহা, আমার ও যদি হইত.
আর জাবির জারজদের সার্টিফিকেট নিয়া আপনি বেশ আনন্দিত মনে হয়।
একটা কথা কই, পখহারা সৈকত আর ন্ষ্টছেলেরে আঙুর ফল টক এইটা আবার মনে হইল
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
রিক্ত রাহী বলেছেন: ঠিক বলেছেন। আমার মনে হচ্ছে ওনারা মানিকের উত্তরসূরি। তারা এখনো তাদের মানিক বাবাকে ভুলে নাই।
২৮|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
ডানামনি বলেছেন: বছর দেড়েক আগে যখন এই সামুতে অ্যাকাউন্ট খুলি তখন জাবি বিদ্বেষী পোস্টে ভরা ছিল । কিন্তু সেইফ না থাকায় কমেন্ট করতে পারতাম না তাই নিজেই পোস্ট দিয়েছিলাম। সেখানেও ওই সব "চিলে কান নিয়ে গেছে টাইপ লোকের" বাকা কথার কমতি ছিলনা ।
আর গত কয়েকদিনের ফেবু আর সামুর পোস্ট গুলো দেখে খালি রাগ হচ্ছে। মনে হচ্ছে যেন ব্লগ এর সেই গ্রুপ টা আবার সেই জাবি নিয়ে বিতর্কিত পোস্ট গুলো ফিরিয়ে আনতে চাইছে।
@ ঘুড়িবাবা ঃ ঠিকই বলেছেন , আঙ্গুর ফল টক।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
রিক্ত রাহী বলেছেন: ঠিক বলেছেন। কি আর বলবো, ঘুমন্ত মানুষকে জাগানো যাই, কিন্তু যারা জেগে জেগে ঘুমায়, তাদের জাগানো সম্ভব না। তারা হল সেই জেগে জেগে ঘুমন্ত মানুষ।
২৯|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
ইউআরএল বলেছেন: সালা বলোদ | র্যাগিং বিরুধি সাইন বোর্ড কেন? তরা বরো ভাই| তরাই নসটের গরা|
৩০|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
ইউআরএল বলেছেন: @ ঘুড়িবাবা, অশুভ, রিক্ত রাহী : একবার ইউএসএ তে গিয়ে দেখা |
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
রিক্ত রাহী বলেছেন: হাইরে শালার মূর্খ মানব। ইউএসএ কি তোর বাব দাদার সম্পত্তি যে আর কেউ যেতে পারবে না....?? তুই কি জানস প্রতি বছর জাবি থেকে তোর কত বাবা পৃথিবীর কত দেশে যায়....??
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
রিক্ত রাহী বলেছেন: তুই ইউএসএ তে কি করস......?? হোটেলে তালা বাসন মাজস......?? তোর জাবির বাবারা ইউএসএ তে গুগুল, মাইক্রোসফট, আইবিএম এ জব করে। খবর নিয়ে দেখ।
৩১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
ইউআরএল বলেছেন: জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্য যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটু আলাদা। --- কেন ভাই | র্যাগিং এর কারনে|
৩২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
অশুভ বলেছেন: @ইউআরএল: বোকাছেলে, গুগোলের নাম শুনছো? ঐখানে কাদের জব করার সুযোগ হয় জানো? যাইহোক, তোমরা অনেক জ্ঞানী-গুণী মানুষ তোমাদের সাথে এসব বলে কী হবে? আনন্দে থাকো। ![]()
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
রিক্ত রাহী বলেছেন: ইউআরএল হালায় তো মূর্খ মানব। হোটেলে তালা বাসন মাঝে নিশ্চিত। আর না হয় এমন তার ছেরা কথা বলত না।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আপনি রাজনীতিতে যোগ দিন। একজন পারফেক্ট রাজনিতিবিদ হওয়ার জন্য যেরকম বদমাশ, নির্লজ্জ এবং ভন্ড হতে হয় তার সবগুলো গুন আপনার মধ্যে আছে বলেই প্রতীয়মান।