| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সন্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী "লোমরা" দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব সহ কিছু অর্ধনারী সদস্যকে গ্রেফতার করেছে ভিন গ্রহ থেকে আগত "ঠেঙা বাহিনী"। তাহারা নাকি সেখানে বসে পারমাণবিক ক্ষেপনাস্র সহ মিসাইল হামলার প্রস্ততি নিচ্ছিলেন.........
জাতীয়তাবাদী শিশু দলের শিশুরাও নাকি ঠেঙা বাহিনীর ঠেঙানি থেকে রেহায় পায় নি।
ভাবছেন আমি মশকরা করতেসি.........??
মোটেও না, এই ছিল আজ সন্ধায় বিএনপি এর কেন্দ্রীয় কার্যালয়ের লাইভ দৃশ্য।
আমার সন্দেহ হয়......!! আপনারা কি সত্যিই বাংলাদেশের বৃহত্তর বিরোধী দলের নেতা কর্মী.........??
যদি তাই হয় তাহলে চোরের মত ২-৪ টি ককটেল আর পুলিশের লাঠির ভয়ে দরজা বন্ধ করলেন কেন......??
দরজা বন্ধ করে কি মুক্তি পেয়াছেন......?? পান নি, তাহলে কাপুরুষের মত পরিচয় দিলেন কেন.....................??
কেন আপনার বারিতে হামলার প্রতিবাদ করে বীরের মত গ্রেফতার হন নি......??
আপানাদের দৌর দেশের মানুষ বুঝে ফেলেছে। আপনাদের মত ভদ্রলোকদের জন্য বাংলাদেশের রাজনীতি না, অসহযোগ আন্দোলনে যোগ দেন গিয়া, সফল হবেন।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২
রিক্ত রাহী বলেছেন: বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলা থেকে "ইতিহাস" নামক সাবজেক্টটি বন্ধ করে দেওয়ার জন্য গুড় আবেদন করছি। কারন গত ৪০ বছরে ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেইনি বাংলাদেশী রাজনীতিবিদগণ।
২|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
আমরা বাংলাদেশি বলেছেন: ভালা কইছেন।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩
রিক্ত রাহী বলেছেন: .........:প
৩|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯
প্রভাষ প্রদৌত বলেছেন: ফরহাদুল হাসান অভি , ককটেল তো লুকিয়ে রেখেছিল । পুলিশ তল্লাশি চালিয়ে বের করেছে ,যে দল রাজাকারদের পক্ষ নেয় তাদের বিশ্বাস করা যায় না । রাজাকার রা নিজেদের অপকর্ম ঢাকতে ইসলাম বয়াভার করছে , ঠিক তেমনি রাজাকার দের দোসর বি.এন.পি নিজেরা নিজেদের গায়ে ককটেল ফুটিয়ে সরকার কে দোষ দিবে এটাই তো স্বাভাবিক । বি.এন.পি এখন জামায়াত ছাড়া অচল , এটা স্বীকার করতেই হবে ।
৪|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১০
প্রভাষ প্রদৌত বলেছেন: @ফরহাদুল হাসান অভি , ককটেল তো লুকিয়ে রেখেছিল । পুলিশ তল্লাশি চালিয়ে বের করেছে ,যে দল রাজাকারদের পক্ষ নেয় তাদের বিশ্বাস করা যায় না । রাজাকার রা নিজেদের অপকর্ম ঢাকতে ইসলাম বয়াভার করছে , ঠিক তেমনি রাজাকার দের দোসর বি.এন.পি নিজেরা নিজেদের গায়ে ককটেল ফুটিয়ে সরকার কে দোষ দিবে এটাই তো স্বাভাবিক । বি.এন.পি এখন জামায়াত ছাড়া অচল , এটা স্বীকার করতেই হবে ।
৫|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১০
প্রভাষ প্রদৌত বলেছেন: @ফরহাদুল হাসান অভি , ককটেল তো লুকিয়ে রেখেছিল । পুলিশ তল্লাশি চালিয়ে বের করেছে ,যে দল রাজাকারদের পক্ষ নেয় তাদের বিশ্বাস করা যায় না । রাজাকার রা নিজেদের অপকর্ম ঢাকতে ইসলাম ব্যভার করছে , ঠিক তেমনি রাজাকারদের দোসর বি.এন.পি নিজেরা নিজেদের গায়ে ককটেল ফুটিয়ে সরকার কে দোষ দিবে এটাই তো স্বাভাবিক । বি.এন.পি এখন জামায়াত ছাড়া অচল , এটা স্বীকার করতেই হবে ।
৬|
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪০
বোকা_ছেলে বলেছেন: : জয় বাংলা আবার বাকশাল
হইবেই কেউ আটকাতে পারবেনা। আম্লিগ
ছাড়া সবাইকে গুলি করা হইবে। জয় বাংলা।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
রিক্ত রাহী বলেছেন: বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলা থেকে "ইতিহাস" নামক সাবজেক্টটি বন্ধ করে দেওয়ার জন্য গুড় আবেদন করছি। কারন গত ৪০ বছরে ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেইনি বাংলাদেশী রাজনীতিবিদগণ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
ফরহাদুল হাসান অভি বলেছেন: দরজা বন্ধ করে লাভটা হইল কার? পুলিশ দরজা ভেঙ্গে ভিতরে ঢুকল। এটা কাকে বিব্রত করবে, এটা নিয়ে কে ইস্যু বানাবে এসব বিষয়ও তো ভাবতে হবে। আর পুলিশ অফিসের ভিতর থেকে এসে নেতা কর্মী ধরে নিয়ে যাচ্ছে, তল্লাশি চালাচ্ছে এগুলা জানার পরেও কি ককটেল গুলা ওরা ফেলে রাখবে, যাতে পুলিশ এসে সহজেই পায়। আজ হটাত করে মিডিয়া কর্মীদের নিয়ে অভিযান। প্রশ্ন আছে অনেক।