| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে বাম সংগঠনের ডাকা হরতালে সরকার এবং সরকারি দল শুধু নৈতিক সমর্থনই দেইনি, বিআরটিসির সকল যানবাহন বন্ধ রেখে রীতিমত হরতালের সফলতায় বিরাট ভূমিকা রেখেছে। সেখানে গত ১০ বছর একসাথে জোটবদ্ধ থাকার পর বিএনপি জামাতের গণতান্ত্রিক হরতালে সমর্থন দিবে বা অংশগ্রহন করবে এটাই স্বাভাবিক। তাই বিএনপি জামাতকে খুশি করার জন্য বা জামাতের লেজুড়বৃত্তি করছে, সরকারী দলের এই ধরনের সমালোচনা মোটেও গঠনমূলক না। সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
কিন্তু দেশের বর্তমান পরিস্থিতে হরতাল, জ্বালাও পুরাও আর ভাংচুর করে উদ্ভূত সঙ্কট সমাধান সম্ভব না। বিরুধিদল গুলোকে অবশ্যই প্রতিবাদের নতুন কোন ভাষা খুঁজে বের করতে হবে। হতে পারে সেটা মন্ত্রণালয় ঘেরাও বা সকল সরকারি অফিস ঘেরাও বা অন্য কিছু, কিন্তু........
হরতাল সহ বিভিন্ন রাজনৈতিক সহিংসতাই গত ৪০ বছরে এই দেশ এবং সাধারণ জনগনের যে ক্ষতি হয়েছে তা রাজনীতিবিদগণ আগামি ৪০ বছরেও দেশ এবং দেশের মানুষকে দিতে পারবে না। সাধারণ মানুষ স্বাধীনতার পর থেকে রক্তে ভেজা শরীরে আপনাদের ৫ বছর পর পর জ্বালানো আগুনে পুরে আঙার হয়ে গিয়েছে, যে কোন সময় ছায় হয়ে বাতাসে মিশে যেতে পারে। তখন আপনারা কাদের কে বলির পাঠা পানাবেন......?? কাদের কে জিম্মি করে পেট চালাবেন.........?? তাই বলছি, সোনার ডিম খান, কিন্তু হাঁসটিকে মেরে ফেলবেন না। তখন কিন্তু না খেয়ে মরবেন.........![]()
আর দেশের ৯৮% আতেল "আম"জনতাকে কে বলছি, নিজেদের অস্তিত্ব ২% রাজনীতিবিদের উপর ছেড়ে দিয়ে বিতর্কিত "প্রান জুসে" পরিণত হবেন না, বরং আঙ্গুর ফল হয়ে "ওয়াইন" এর কাছের বোতলে স্থান নেন, তাহলে অন্তত রাস্তাই কুকুরের মত মৃত্যু বরণ করতে হবে না.........
©somewhere in net ltd.