![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানি লিওনের সাথে আমার পরিচয় গত ১ বছর আগে, বিভাগের এক বড় ভাইয়ের মাধ্যমে। মাঝে মাঝেই আমি হিন্দি সিনেমা দেখি কিন্তু নায়ক নায়িকা নিয়ে এখন আর কোন আগ্রহ নেই। কারন প্রতিদিনই বলিওডে নতুন নায়ক নায়িকার আবির্ভাব ঘটে। জিসম-২ মুভি দেখার পরও নায়িকা নিয়ে কোন আগ্রহ ছিল না, কিন্তু যখন জানতে পারলাম উনি একজন প্রখ্যাত......স্টার, তখন তার সম্পর্কে জানার আগ্রহ হয়, উইকিপেডিয়া থেকে জানি তার স্টার হওয়ার গল্প।
আজ প্রায় এক বছর পর পত্রিকা মারফত জানতে পারি, সানি লিওন নাকি বাংলাদেশের বসুন্ধরা সিটিতে......!! আমি তো অবাক....অবশেষে জানতে পারলাম ঠিক সানি লিওন না, তার তারকা খ্যাতি কাজে লাগিয়ে এক-শ্রেণীর ব্যাবসায়ী বিভিন্ন বয়সী নারীর জন্য বাজারে এনেছে সানি লিওন জামা......!! বাহা, মাসাক্কালি, কারিনা কাপুরের পর একবারে সানি লিওনে গিয়ে ঠেকেছে......??? আমাদের নারী সমাজের রুচিবোধ এত নিছে নেমে গিয়েছে......?? আমি বিশ্বাস করি না। প্রশ্ন আশে, উদ্দেশ্য কি শুধুমাত্র ব্যাবসা নাকি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র......?? বিষয়টা হয়তবা তুচ্ছ কিন্তু একবার গভীরভাবে ভেবে দেখুন, আমাদের সমাজ সংস্কৃতি আর সমাজ কোঁথায় ছিল আর এখন কোন দিকে যাচ্ছে......!! সানি লিওন কখনই বাঙালি নারীর প্রতিনিধিত্ব করে না। তাই সানি লিওন নামকরনের মাধ্যমে শুধুমাত্র এদেশের নারীদেরকে হেয় নয় রীতিমত অবমাননা করা হয়েছে। আপনার আদরের ছোট বোন অথবা ভাগ্নি যখন সানি লিওন জামা অথবা সানি লিওন সম্পর্কে জানতে চাইবে, কি উত্তর দিবেন তাকে......?? আপনার বোন-ভাগ্নি সানি লিওন জামা পড়ে পবিত্র ঈদ উদযাপন করবে, আপনার জন্য তার চেয়ে লজ্জার আর কি হতে পারে......??
তাই ব্যাবসায় যদি হয় নামকরনের উদ্দেশ্য, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপুরা প্লিজ আপনারা কেউ সানি লিওন কিনবেন না, আর আমরাও কেউ নিজের বোন-ভাগ্নির জন্য সানি লিওন জামা কিনব না। তাদের সেই উদ্দেশ্য সফল হতে দিব না।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৪
রিক্ত রাহী বলেছেন: থাকলো আর কোঁথায়, যা ছিল অবশেষে তাও হারাতে বসেছি.........
২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
রেজা এম বলেছেন: হালারা সব হালার পোলা !!!!!!!!!
৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮
লেখোয়াড় বলেছেন:
ভাই সানি লিওন কি মানুষ না?
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০
রিক্ত রাহী বলেছেন: দেশে কি আর কোন মানুষ নাই যে সানি লিওনের নামে জামার নামকরন করতে হবে.........??
৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
মুগ্ধ মাহি বলেছেন: ১। সানি লিওন কে চিনি ২০০৯ সাল থেকে।
২। বাঙালি সংস্কৃতি ! বাঙালি সংস্কৃতি ! বাঙালি সংস্কৃতি !!!! বলে তো মুখে ফেনা উঠালে হবেনা আগে "বাঙালি সংস্কৃতি" কি সেটা জানুন,শিখুন ।
আপনার যদি মালটিমিডিয়া ফোন থাকে , তাহলে আমি ২০০০% নিশ্চিত আপনার বাংলা গানের চেয়ে হিন্ডি গান বেশি । এটা কি বাঙালি সংস্কৃতি ????
আপনি বাংলা শুনেন, ইংলিশ শুনেন (কারন ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা,শিখলে ভালো) কিন্তু হিন্ডি কেন ???????? হিন্ডি কি কামে লাগে ????????
আপনি নিজেই বলেছেন "
মাঝে মাঝেই আমি হিন্দি সিনেমা দেখি কিন্তু নায়ক নায়িকা নিয়ে এখন আর কোন আগ্রহ নেই "
ভাই আগে নিজেরা ঠিক হই তারপর সংস্কৃতি নিয়া ঘাটাঘাটি করি ।বন্ধু -বান্ধব,পরিবার সবাইরে আগে ঈন্ডিয়া/পাকিস্তানি সংস্কৃতি ছাড়তে বলেন তাহলে পরের ঈদে আর কোন উল্টা/পাল্টা সংস্কৃতি অপসংস্কৃতির শিকার হবেন না ,নিশ্চিত.।।
৫| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৭
তারেক বলেছেন: সানি লিওন হিন্দি সেটা ব্যাপার না , ব্যাপার হচ্ছে সে একজন পর্নস্টার। এটাই খারাপ।
কেন আমাদের সাবিন ইয়াসমিন বা মমতাজ বা মিলা বা শাবান বা শাবনুর এদের নামে কাপড়ের নাম রাখলে কি দোষ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
তানি জী... বলেছেন: আমাদের পাশের দেশ ইন্ডিয়া হওয়াতে আমাদের দেশ এর উপর এর কু প্রভাব পড়ছে । ইন্ডিয়া একটা পর্ণ স্টার কে ওদের দেশের মিডিয়া তে নায়িকা হিসেবে,ব্র্যান্ড এম্বাসিডর হিসেবে দেখাচ্ছে । আর সেই সাথে আমাদের দেশও সেই পর্ণ স্টার এর নাম ব্যাবহার করে বেবসা করছে । কি আর বলব । আমাদের ভালো খারাপ বুঝার সেন্স টুকুও কি নাই ???