![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে একটা কথা ভাবতে গিয়ে খুব ভালো লাগলো যে,একটু কালির মূল্যইবা কত,একটা কাগজ কয়জনে যত্ন করে রাখে,একটা কাভার যতই সুন্দর ডিজাইন করা হোক কিন্তু কত বার দেখা হয়, একটা কাঠের টুকরে দিয়ে কি এমন হয়, এক টুকরো কাপড় কিবা উপকারে আসে কিন্তু এই ছোট ছোট জিনিস গুলো যদি মহাগন্থ্ আল-কোরআন এর সংস্পর্সে আসে তবে কতটা যে মূ্ল্যবান হয়ে যায় তা আমরা ছোট-বড় সবাই কম-বেশি জানি। আর এই মহাগন্থ আল-কোরআন যদি আমাদের অন্তরে থাকে এবং জীবর বিধান হিসেবে মেনে নিতে পারি তাহলে আমি-আপনি-আমরা মূল্যহীনরা কতটা মূল্যবান হয়ে যেতে পারি ভাবতেই অবাক লাগে।
©somewhere in net ltd.