![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রঙিন প্রহরে যখন একজন ব্যক্তি তার কৈশোরে পা রাখেন তখনই তিনি বুঝতে শুরু করেন স্মার্টনেস বলে একটি বিষয় আছে। কেউ হয়ত কৈশোরে পা দিয়েই হয়ে যান সবার কাছে আরাধ্য, বাকিরা তাকে দেখে অনুকরণ করে হতে চায় স্মার্ট। এবং এখানেই জীবনের চলার পথের প্রথম ভুলটাই করে বসে অনেকে। অন্যকে অনুকরণ করে কখনো স্মার্ট বা আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না আপনি। হতে হবে নিজের মতন, মৌলিক। আপনি যেমন বা যেরকম ভাবেন, সেটাই আপনার ব্যক্তিত্ব।
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯
ধুতরার ফুল বলেছেন: একদম সঠিক।তবে একটু দীর্ঘ পোস্ট হলে ভালো হতো।
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০৬
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ। পরবর্তীতে চেষ্টা করবো।
৩| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
তা'হলে জেলে থাকে জেলে হোক, মুচি থেকে মুচি হোক, সৌদী রাজ পরিবার থেকে রাজা হোক?
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:১০
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ। অন্যের অনুসরন বলতে শুধু মাত্র যোগ্যতাকে কিংবা পেশাকে বুঝাইনি আরে অনেক কিছু আছে...
৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৭
কানিজ রিনা বলেছেন: চুরির ব্যবসাহীর ছেলে রাজ পুত্র হলে কেমন
হয়। যেমন আপন জুয়েলারীর ছেলে ব্যক্তিত্ব
বাবার থেকে অনেক উপড়ে।
ছেলের পাপ বাপকেও ছাড়ল না। বাবা যখন
চোর ছেলে রাজ পুত্র রীতি নীতি এমনই
চলছে।
রাজনৈতিক পাতি নেতার ক্ষমতা স্মার্টনেস যে
জিডি টালে পরিনত হয়েছে।
৫| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০৭
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ। ভালো বলেছেন।
৬| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন।
০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা ঠিক।