![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটা মানুষের জীবন একটা খোলা ডায়রির মত। ইচ্ছে করলেই রঙ-বেরঙ এর গল্প দিয়ে ডায়রির পাতাগুলো রঙিন করা যায় না। কিছু পৃষ্ঠা ভরে ওঠে বিদগ্ধ চোখের জল আর পোড়া অনুভূতি দিয়ে।
কারো ভাগ্যে রঙতুলি জোটে, কারো জোটে না। না পাওয়ার দল পরাজিতের অনুভূতিতে অন্ধকারে হারায়; তবুও অস্তিত্বের দহনের বিপরীতে কোথায় যেন সূক্ষ্ম একটা অপেক্ষা থেকে যায়।
রাত বাড়লেই প্রিয় কোন স্পর্শের নির্ভরতার খোঁজে নির্ঘুম চোখ দুটো অজানায় দৃষ্টি মেলে। আর তখন হয়তো বা অপেক্ষায় বেঁচে থাকার চেয়ে 'অপেক্ষাহীন' ভালবাসা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
©somewhere in net ltd.