নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসলিম বাংলাদেশী। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ।

নীল বৃষ্টি(রিপন)

আলোর দিশারী

নীল বৃষ্টি(রিপন) › বিস্তারিত পোস্টঃ

মন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

আমার মনে হয় প্রতিটা মানুষের অন্তরে আরেকটা মন নামের মানুষ বাস করে, আমারও বাস করে। কিন্তু সেই লুকিয়ে থাকা মানুষটি থাকে পরাধীন। তার কোন স্বাধীনতা থাকে না। থাকেনা মত প্রকাশের অধিকার, থাকেনা নিজের ইচ্ছায় কিছু বলা কিংবা করার। তবে মাঝে মাঝে সেই লুকিয়ে থাকা মানুষটি সুযোগ ফেলে চুপিসারে বেরিয়ে পড়ে। ডানা মেলে উঠতে থাকে খোলা আকাশে,ভূলে যায় যে কেউ তাকে নিয়ন্ত্রন করে। কিন্তু তার এই স্বাধীনতা বেশিদিন স্বায়ী হয় না। পরিবেশ-পরিস্থিতি আর বিবেক নামের মানুষটি, অন্তরে লুকিয়ে থাকা মন নামের মানুষটিকে জোর করে আবার আগের অবস্থানে নিয়ে আসে। কিন্তু আমি মনে করে এমনটা না করে তাকে ছেড়ে দেওয়া উচিৎ সে আপন মনে ঘুরে বেড়াবে ভালো-মন্দ বুঝতে পারবে। একসময় ঠিকি সে তার অবস্থানে ফিরে আসবে। জোর করে চাপিয়ে দিলে সে বহন করে, তবে স্বাচ্ছন্দে না কারন তার হাত-পা বাঁধা।
মনের উপর জোর করা ঠিক না,আমরা সবাই জানি। তার পরও ঠিকি জোর করে চাঁপিয়ে দিই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: দ্বিতীয় সত্তা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি দার্শনিক রুশোর কথাটিকে মনে করিয়ে দিলেন,Man is born free, but everywhere he is in chain.

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ কমেন্টসের জন্য।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৬

ওমেরা বলেছেন: নীল বৃষ্টি(রিপন),

সময় হাড়িয়ে ফিরে এসে লাভ নেই , কাজেই লাগাম আগেই টেনে ধরতে হবে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম । ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.