নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসলিম বাংলাদেশী। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ।

নীল বৃষ্টি(রিপন)

আলোর দিশারী

নীল বৃষ্টি(রিপন) › বিস্তারিত পোস্টঃ

"একমাত্র আমি মনে হয় একজন"

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

একমাত্র আমি মনে হয় একজন
যার কোন স্বপ্ন নেই,
আগামী দিনের সঞ্চয় নেই
সঞ্চয়ের কোন প্রয়োজন নেই।

একমাত্র আমি মনে হয় একজন
যার কোন আশা নেই,
ভালোবাসার মানুষ নেই
মানুষের কোন প্রয়োজন নেই।

একমাত্র আমি মনে হয় একজন
যার হাসার কোন ইচ্ছে নেই,
হাসানোর কোন মানুষ নেই
হাসি দেখার মন নেই।

একমাত্র আমি মনে হয় একজন
যার সাঁজার কোন ইচ্ছে নেই,
সাঁজানোর কোন মানুষ নেই
সাঁজ দেখার স্বাদ নেই।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত হতাশ কেন? সাঁজ মানে বুঝলাম না।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৭

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, এমন হবে যা কখনো ভাবিনি।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৯

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: নতুন নতুন পোষাকে মানুষ সাজেনা..হাহাহা

২| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা

হতাশ হবার কোন কারণ নেই। প্রকৃতিকে ভালবাসুন
দেখবেন আপনার জীবনজুড়ে সুখ আর সুখ

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০১

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন,মানুষ থেকে প্রকৃতি কিন্তু অনেক কাছের,অন্তত বেইমানি করে না।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬

*** হিমুরাইজ *** বলেছেন: আপনার মত হয়তো আরও অনেকেই আছে।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০২

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম ঠিক হতে পারে। কিন্তু মেনে নিতে কষ্ট হয়।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর।
দশে সাত দিলাম।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৪

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ,একটু লিখার চেষ্টা করছি,জানিনা এটাকে কবিতা বলা যায় কিনা ?

৫| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪

সাইন বোর্ড বলেছেন: অারো হয়ত অনেকেই অাছে, কিন্তু অাপনার মত করে তারা এভাবে বলতে পারছে না ।

৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৮

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ,হয়তো। মনের কথাগুলো মুখে প্রকাশরে চেয়ে কলমে মনে হয় একটু ভালো প্রকাশ পায়।

৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫

মহসিন ৩১ বলেছেন: একমাত্র আমিই বোধহয় একজন যে হইছে কাবাব মে হাড্ডি , আমার কেন জানি মনে হল এই জিনিষ খান আপনি ইচ্ছা করেই ছেড়ে গেছেন!!.....শুভেচ্ছা নিয়েন ভাই।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ইচ্ছে করেই ছেড়ে গেছেন" বলতে কি বুঝাতে চেয়েছেন ভাই,সরি ঠিক বুঝলাম না।

৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

মহসিন ৩১ বলেছেন: ভুল বুঝলেন তো !! যাক সেটা না হয় আরেকদিন অন্যকোন কবিতায় বলব।..আরে ভাই এত পরিশ্রম করে লিখলেন কিন্তু সময়টাকে একেবারে ফেলেই দিলেন নাতো, এটা তো ছেলেবেলায় সবাই শুনেছে, তাই নয় কি।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম তবে ভুল বুঝিনি, বুঝতে একটু সময় লেগেছে.. ধন্যবাদ।

৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:০১

নূর-ই-হাফসা বলেছেন: জীবনটা এমনই । এখন হয়তো আপনার খারাপ সময় যাচ্ছে । কয়েক মাস পর দেখবেন অনেক ভালো যাচ্ছে । তখোন আফসোস হবে এই সময় গুলো কে ভেবে।
জীবন একান্তই নিজের ,যা ভালো লাগে করুন । অন‍্যের জন্য কষ্ট পাওয়া বোকামি । পরিস্থিতির জন্য হলে ধৈর্য ধরুন সুদিন আসবেই। সামনেই আপনার জন্য আনন্দ অপেক্ষা করছে । কেবল খুঁজে নেওয়া শিখুন ।
আর সাজবেন নিজের জন্য । নতুন রূপে নিজেকে সাজান ,পরিপাটি হয়ে চলুন , হেয়ার কাট চেন্জ করুন। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হোন । তারপর সব কিছু ।
কবিতা ভালো লাগলো ।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩২

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ এর চেয়ে যদি আরো কোন স্পেশাল ওয়ার্ড দিয়ে আপনাকে স্বাগত জানাতে পারতাম তাহলে কিছুতা স্বস্তি পেতাম। খুব ভালো লাগলো।

১০| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৮

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ এই যথেষ্ট । ভালো থাকুন সর্বদা । আর নিজের জন্য বাঁঁচুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.