নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসলিম বাংলাদেশী। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ।

নীল বৃষ্টি(রিপন)

আলোর দিশারী

নীল বৃষ্টি(রিপন) › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা ব্রাজিল !

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১১

এই পবিত্র মাহে রমজান মাসে অথ্যাৎ দোয়া কবুলের মাসে কেউ কেউ এত বেশি আবেগী হয়ে পড়েছে নিজের বিগত দিনের গুনা ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজেকে শুধরানের পরিবর্তে তার প্রিয় দল আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ব্যস্ত, কেউ কেউ আবার তার দল যেন বিজয় লাভ করে সেই দোয়াও করতেছে, আফসোস। কিছুদিন আগেও ফিলিস্তিনের মুসলমানদের জন্য আহা কি কান্না, আলহামদুল্লিাহ এটা ভালো দিক কেননা মুসলমান হচ্ছে একটা শরীরের মত তার একটা জায়গায় আঘাত হলে পুরো শরীর ব্যাথা পাবে কিন্তু এখন কি ফিলিস্তিনের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ?। যুদ্ধে যেতে না পারি মুনাজাতে তাদের জন্য দোয়াতো করতে পারি। পকেটের টাকা খরচ করে কে কত বড় পতাকা তৈরী করবে সেই প্রতিযোগিতায় আমরা ব্যাস্ত । কিন্তু এই মাসে কে কত বেশি দান সাদকা করবে এই প্রতিযোগিতা করার কথা ছিল !
ফুটবল খেলা আমিও দেখি একটা দলকে আমিও সাপোর্ট করি কিন্তু এতবেশি লাফা-লাফি, এত বেশি লেখা-লেখি, এত বেশি আবেগ আপ্লুত হওয়ারতো কিছু নেই। পরিশেষে এমন নিউজ শুনতে যেন না হয় ব্রাজিল আজেন্টিনা সাপোর্টকে কেন্দ্র করে একজন নিহত।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:২৬

একাল-সেকাল বলেছেন: বাঙ্গালী আবেগ ও বাস্তবতার তারল্য সংকটে নিমজ্জিত না হলে, ৬০ লক্ষাধিক মাদকাসক্তের দেশে সরকার তালিকাভুক্ত গডফাদারকে যথেষ্ট প্রমানাদির জন্য ধরতে পারছেনা, আর অজপাড়াগাঁয়ের ছিঁছতে খুচরা ব্যবসায়ীর সাথে চলে বন্দুকের যুদ্ধ । আবেগী বাঙ্গালীর আবেগ যে কখন কার দিকে বহমান আবেগ নিজেও জানেনা।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ, অনেক মূল্যবান এবং বাস্তব কথা বলেছেন।

২| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

কাইকর বলেছেন: একাল-সেকাল ভাই ঠিক বলেছেন।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩

তারেক_মাহমুদ বলেছেন: বাঙালী খুবই আবেগী জাতি, বিশ্বকাপ আসলেই আমাদের ফুটবল আবেগ উথলে ওঠে।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: অবেগ থাকা ভালো কিন্তু অরিরিক্ত আবেগে না জানি কোন বিপদ টেনে নিয়ে আসে।

৪| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

বিপরীত বাক বলেছেন: যেটাতে নগদ লাভ সেটাই তো করবে মানুষ। এটাই স্বাভাবিক।
লাভ ছাড়া কোনকিছুই না।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: লস ছাড়া তো লাভের কিছু দেখি না ভাই।

৫| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১৬

ইনাম আহমদ বলেছেন: আর্জেন্টিনা-ব্রাজিল কি মুসলিম রাষ্ট্র? তারা কি ফিলিস্তিন-সিরিয়ার পাশে দাঁড়িয়েছে? তারা রোহিঙ্গা সংকট সমাধানে কোনও অবদান রেখেছে?
তবে কীভাবে ৯০% মুসলমানের রাষ্ট্রে এসব কাফের-মুশরিক দেশের পতাকা ওড়ে? আমাদের তাওহীদি জনতার এসব গুনাহকে তীব্রভাবে রুখে দেয়া প্রয়োজন। মুসলিম দেশে উড়বে মুসলিম দেশের পতাকা। আমরা সৌদি আরব-পাকিস্তান-আফগানিস্তানের পতাকা ব্যবহার করতে পারি।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: জাযাকাআল্লাহু খায়ের। আসলে এই ভাবেই আমাদের চিন্তা করা উচিৎ। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৬| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: দিলেন তো মনটা খারাপ করে।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: দুঃখিত । কোন এক সময় আবার মন ভালো করে দেব।

৭| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতিরিক্ত আবেগ আর চেতনার কারণে বাংলাদেশের উন্নতি হয় না...

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম ঠিক বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.