নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসলিম বাংলাদেশী। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ।

নীল বৃষ্টি(রিপন)

আলোর দিশারী

নীল বৃষ্টি(রিপন) › বিস্তারিত পোস্টঃ

সব রক্তের রঙ লাল।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

প্রতিটি রক্তাক্তের ঘটনার সাথে অনেক স্ত্রী সন্তান ও অনেক মা-বাবার রয়েছে কলিজা ছেড়া যন্ত্রণা আর করুন আহাজারি। আর হামলাকারী সমর্থনকারী ও প্রতিবাদহীন নিরবতা পালনকারীদের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেহীতার বিষয়তো আছেই..!

তাই কোন রক্তাক্ত মাজলুমকে দেখলে আর একবারও নিজ মতের চোখ দিয়ে দেখবেননা। প্লিজ!

রাগ ক্ষোভ কিংবা হিংসাত্মক চোখে নয় একজন মানুষ হিসেবে মানবতার দৃষ্টিতে কথা বলুন। এবং আল্লাহ তায়ালা বিবেক নামক যে নেয়ামত দিয়েছেন আল্লাহকে ভয় করে তা কাজে লাগানোর চেষ্টা করুন। রক্তাক্ত মানুষটি যে মতেরই হোক তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। প্লিজ!

প্রতিটি রক্তাক্তের ঘটনা বড়ই নির্মম, বড়ই বেদনার, বড়ই কষ্টের। নিজ মতের লোকের রক্ত দেখলে রক্ত মনে করা আর ভিন্নমতাবলম্বীদের রক্ত দেখলে রঙ মনে করা কিংবা রক্তাক্তের একটি ঘটনার জন্য কান্না আরেকটির জন্য হাসি, এমন বিকৃত মানসিকতার কাজ আমি আপনি বা কোন বিবেকবান মানুষ করতে পারেনা। আল্লাহকে ভয় করে এমন আচরণকে সর্বত্রই বর্জন ও নিরুৎসাহিত করুন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিবেক বলে মানুষের কিছু আছে বলে মনে হয়না ভাই।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ ঠিক বলেছেন।

২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সব রক্তের রঙ লাল। হিসেবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই ইতিহাসের অমোঘ নিয়ম।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ, রাইট।

৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: মানুষ গুলো কি আজ এতই নীচু হয়ে গেছে।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ, এইসব খুন হত্যা করতে করতে এখন আর এটা পাপ কিংবা অন্যায় বলে মনে হয় না।

৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: মর্মান্তিক সব ছবি দিয়ে মনটা খারাপ করে দিলেন।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: দুঃখিত। ছবি দেখে আমাদের এই অবস্থা আর যাদের স্বজন তাদের কি অবস্থা ...

৫| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:২১

ইব্‌রাহীম আই কে বলেছেন: দলীয়করণ এর কারণে যুবকদের মধ্য থেকে মানবিকতাবোধ চলে যাচ্ছে।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: বিচার ব্যবস্থা দলীয়করন হলে যা হয়..

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: নতুন পোষ্ট দিন।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: নেগেটিভ ভাবে না পজোটিভ ভাবে বলছেন জানি না,অনেক কথা বলার আছে কিন্তু লিখার মত মোড নেই। কি লাভ লিখে, অনেকেই তো লেখতেছে,আমি না হয় এখন পাঠক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.