![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতো কয়েকদিন আগে এক বৃটিশ নাগরিক প্লেকার্ডে লিখেছেন
"তোমরা তোমাদের রবের প্রার্থনা করবে,আমি পাহারা দিবো"।
আজ নিউজিল্যান্ডবাসী করে দেখালো।
মুসলীমরা নামাজ আদায় করছে আর কয়েকজন খ্রিস্টান এসে পাহারা দিচ্ছে।
সন্ত্রাসীরা মনে করেছিলো এতো বড় হামলার পর হয়তো মুসলমানরা অনেক হিংস্র হয়ে যাবে,
অনেক বিধর্মী হত্যা করবে।
কিন্তু বোকারাতো জানেনা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম,কোন অরাজকতা খুনাখুনি ইসলাম সাপোর্ট করেনা।
গতকয়েকদিন আগে ভারতীয় এক জঙ্গি পাইলটকে আটোক করার পর ফিরিয়ে দিয়েছিলো পাকিস্তানি সেনারা।
তারপর পাইলটের ছেলের উদ্দেশ্যে লিখেছিলো
"আমি চাই, তুমি তোমার বাবাকে নিয়ে একদিন আমাদের দেশে আসবে, যখন তোমাদের হাতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বদলে থাকবে ফুল। তোমার বাবার সাথে ভালো থেকো।"
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় স্ত্রী হোসনে আরাকে হারানোর পর তার স্বামী বিবিসিকে বললেন
"আমি আমার স্ত্রীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছি"
এমন হাজারো উদাহরণ রয়েছে, মুসলীমরা তাদের ভালোবাসা দিয়ে লক্ষ কোটি মানুষের মন জয় করে নিয়েছে।তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ)।তার উদারতা এবং ভালোবাসা কারনেই অমুসলিমরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
ঘৃণার পরিবর্তে ভালোবাসার নামই হলো ইসলাম।
২| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছু দুষ্ট, সুবিধাবাদী মোল্লা এবং সন্ত্রাসী গুষ্ঠি নিজেদের ফায়দার জন্য ইসলামের অপব্যাখ্যা করে করে ইসলামকে বিতর্কিত করেছে৷ করছে। আর সাধারণ মুসলিমদের তার খেসারত দিতে হচ্ছে।
যেসব মোল্লারা জিহাদের নামে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের ধরে ধরে গণপিটুনি না দিলে; এসব চলতেই থাকবে।
৩| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৭
আকতার আর হোসাইন বলেছেন: রাজীব নুর বলেছেন: ইসলামের নিয়ম মতো
চললে পৃথিবীতে কোনো সমস্যা থাকতো
না।
সহমত। তারপরো কিছু কিছু বিধর্মীরা বিশৃঙ্খল বাঁধাবেই।
৪| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৭
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।
আহ! বোকারা যদি বুঝতো!আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
৫| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩০
আরোগ্য বলেছেন: পোস্টটা পড়ে খুব শান্তি লাগছে। একজন মুসলিম হিসেবে আমি গর্বিত।
৬| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:০০
ভুয়া মফিজ বলেছেন: আজকের খবর। নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে তুরস্কের এক নাগরিকের বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ ধরনের কিছু বদমাশের জন্য মুসলমানদের বদনাম হয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: ইসলামের নিয়ম মতো চললে পৃথিবীতে কোনো সমস্যা থাকতো না।