![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।
সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'|
এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..!
জীবনানন্দ দাশ লিখেছিলেন-
'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।'
এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য।
সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়।
গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে।
বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ।
স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার"
গুলতেকিন বারবার বলতে থাকে- 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।'
আসলেই ভালোবাসা রং বদলায়
নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে-
'হাতের ওপর হাত রাখা খুব সহজ,
সারাজীবন বইতে পারা সহজ নয়!'
সহজ না হওয়ার কারণ ঐ একটাই-
'ভালোবাসা রং বদলায়'
আখতার ফারুক-এর ব্লগ।
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৪
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ,সুন্দর মন্তব্যর জন্য।
২| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: কপি পেস্ট নাকি??
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: জ্বি,পোষ্টটা ভালো লেগেছে তাই কপি করলাম।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭
নীল আকাশ বলেছেন: সব ব্লগার কবি লেখকদের জাত মেরে দিলেন দেখি?
ভালোবাসার আবেদন আর প্রয়োজনীয়তা সময়ের সাথে সাথে বদলায়।
যারা সময়ের সাথে নিজের ভালোবাসা নতুন মোরকে ভড়ে করে নিতে পারে না তারাই ২টা ভাগ হয়ে যায়।
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম মন্তব্যে মজা পেলাম ভালো লাগলো, ধন্যবাদ। আসলে ভালোবাসা যার কাছে যে ভাবে ধরা দেয়।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
মোহামমদ কামরুজজামান বলেছেন:
ভালবাসা সর্বদা পরিবর্তনশীল ।আমরা যদি পরিবর্তনশীল প্রয়োজনের চাহিদা বজায় রাখতে না পারি তবে তা বিবাহবিচ্ছেদ হয়ে যাবে।
দীর্ঘজীবী ভালবাসার জন্য, আমাদের এটি প্রতিদিন যত্ন নেওয়া উচিত।
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৪
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: জ্বি ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। তবে এই বিষয়ে নারীরা বেশি উদাসীন।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: জগৎ স্থির নয়। সবকিছুই পরিবর্তনশীল, অস্থির
ভালোবাসা, বন্ধন জগতেরই.....
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ,ভালো মন্তব্যের জন্য।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
মাহের ইসলাম বলেছেন: ভালোবাসা কি আসলেই রং বদলায় ?
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম আসলেই বদলায়,চোখের সামনে বদলে গেছে,শুধু চেয়ে চেয়ে দেখেছি।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কথা সত্য
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২
শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনার লিখায় মনে হয় একটু ভুল আছে। আপনি দেখে নিবেন। উক্তিটি হবে -
''হাতের উপর হাত রাখা খুব সহজ নয়''
যতদূর জানি কবিতাটি এমন :
“হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়।''
- সঙ্গিনী, শঙ্খ ঘোষ
ভুল হলে ক্ষমা করবেন।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ। আপনার লিখা সঠিক।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: তথ্য বহুল পোস্ট ।