![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কয়েক মাস যাবত বাবা তার ছেলের হোস্টেলের খরচ পাঠাচ্ছে না,তাই ছেলে পড়াশুনার খরচ বহন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে।হঠাৎ করে পিয়ন এসে ছেলের হাতে একটা খাম দিয়ে বললো, আপনার বাবা পাঠিয়েছে,সাথে সাথে ছেলে খামটি খুললো আর দেখলো অনেক গুলো টাকা। টাকা পেয়ে ছেলে মহা খুশি হয়ে পিয়ন কে সালাম করতে লাগলো,পিয়ন কে নাস্তা পানি করিয়ে কিছু বখশিশ দিয়ে পিয়নকে অসংখ্য ধন্যবাদ জানালো।কিন্তু আসলে ধন্যবাদ পাওয়ার উপযোগী কে ?
এর থেকে আমরা কি শিক্ষা পাই ?
আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কাজে অসন্তুষ্ট হয়ে করোনা নামক আযাব দিয়ে বান্দাকে পরীক্ষা করতেছেন ঠিক তখনি আমরা গুনাগার বান্দা বেশি বেশি ইস্তেগফার / ক্ষমা প্রার্থনা না করে, ইবাদত বন্দেগী কমিয়ে দিয়ে করোনা প্রতিরোধে ছুটতেছি। যেমনটি ছেলে বাবার প্রশংসা না করে পিয়নের প্রশংসায় পঞ্চমুখ।আমারা যত বার মুখে করোনা করোনা জপতেছি ততবার যদি সুবহানআল্লাহ,আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার বলে মহান রবের প্রসংসা করতাম নিশ্চয় মহান আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করে পরিস্থিতি আগের মত স্বাভাবিক করে দিতেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে করোনা ভাইরাসের সঠিক মেসেজ বুঝার তৌফিক দান করুক।
২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: আমিন।
২| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: আমি করোনাকে বেশি ভয় করছি।
২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:২৭
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: যারা জেগে জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙ্গানো কঠিন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ কে ই ভয় করা উচিৎ করোনা ইজ নাথিঙ।
২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৯
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান।
৪| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৬
নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৯
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ কথা আজকে আর কেউ বিশ্বাস করতে চায়না যে গজব আল্লাহর প্রতি আমাদের অবাধ্যতার কারনে।
কেউ কেউ আমার কথায রুষ্ঠও হয়েছেন।
১। শেষ বিচারের দিন, শুধিতে হবে ঋণ
২। করোনা ভাইরাস, তোমরা তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে করোনা ভাইরাসের সঠিক মেসেজ বুঝার তৌফিক দান করুক।