নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী। ‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি! গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি! স্বরাজীরা ভাবে নারাজী,নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি! © কাজী নজরুল ইসলাম
যারা 'শিল্প সাহিত্য ও সংস্কৃতি'র চর্চা করে তারা হাজার রকম অভিনয় জানে। আপনি হাজার চেষ্টায়ও তাদের আসল চেহারাটা দেখতে পারবেন না। না দেখার সবচে' উল্লেখযোগ্য কারণ হচ্ছে, তারা এমন সব অভিনয়ে পারদর্শী যে সেটা কেউ বুঝতে পারে না। আরো মজার ব্যাপার হচ্ছে যে, যার সাথে যে অভিনয়টা করলে সে পটে যাবে, ঠিক সেই অভিনয়টা-ই সে করতে পারে এবং করে। সাধারণ মানুষের সাথে এদের পার্থক্য হচ্ছে, সাধারণ মানুষ সবার সাথে তার স্বভাবসুলভ আচরণ করে আর 'শিল্প সাহিত্য ও সংস্কৃতি'র ধারক ও বাহক'রা প্রয়োজন মোতাবেক ব্যক্তি অনুযায়ী আচরণটা প্রদর্শন করে। ফলশ্রুতিতে 'সংস্কৃতিবান' ব্যক্তি তার নিজের স্বার্থ অনুযায়ী কাজ আদায় করে নেয়। 'শিল্প সাহিত্য ও সংস্কৃতি'র ক্ষেত্রে একটি বিষয়ের সাধারণ রূপ লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে, অনুজ তার অগ্রজ কে অনুসরণ করে। আর নিজের ফায়দা লুটার জন্য সংস্কৃতি-মননের এই লুটেরা ছোটদেরকে ব্যবহার করে এবং খুব ভালভাবেই ব্যবহার করে।
তাদের সবচে' বড় ডায়লগ হচ্ছে, শিল্প সাহিত্য ও সংস্কৃতি মননের মানুষেরা- "কৃষ্টি কালচারের কথা চিন্তা করে অকাজ করে কিংবা খাবে নিজের কাজ করবে অন্যের"! কথা হচ্ছে, যে সব নামধারী 'সংস্কৃতি-মনা'রা এই-টাইপ কথা বলে বেড়ায়, মূলত তারাই নিজেদের স্বার্থে অনুজদের ব্যবহার করে হর-হামেশা।
"শিল্প সাহিত্য ও সংস্কৃতি" চর্চার নাম করে যারা নিজেদের ফায়দা লুটে তারাই কেবল লুটেরা, স্বার্থবাদী ও কালপ্রিট।
এই পোস্টে সেই সব মহান লুটেরাদের কথাই বলা হচ্ছে। যাদের কথা বলা হচ্ছে তারাই "তথাকথিত শিল্প সাহিত্য ও সংস্কৃতি" মনা মানুষ। প্রকৃতপক্ষে তাদের দ্বারা কোন দিন "শিল্প সাহিত্য ও সংস্কৃতি"র কোনরূপ উন্নতি সাধিত হয় নি আর হবেও না। এসব নামধারী 'সংস্কৃতিবান'রা নিজেরা লোভী এবং এখাতে লাভ কেবল তাদের নিজেরই। অামাদের প্রতিজ্ঞা করা উচিত, আমরা কারো বলির পাঠা হবো না। সাহিত্যের উন্নতি করতে পারবো কি-না জানি না তবে ক্ষতি হতে দেব না। যা থাকে কপালে। ব্যক্তির চেয়ে সাহিত্য বড়। ব্যক্তিপূজা পরিত্যাগ করা উচিত।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: সব যুগেই এরকম হয়। এরকম হয়ে আসছে।