নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মুক্তি আমার আলোয় এই আকাশে আমার মুক্তি ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে

বন্ধু শুভ

আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী। ‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি! গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি! স্বরাজীরা ভাবে নারাজী,নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি! © কাজী নজরুল ইসলাম

বন্ধু শুভ › বিস্তারিত পোস্টঃ

অামার তখন কী হয়, যখন বাসে চড়ি অথবা জীপে-মাইক্রোতে?

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫



ছবিঃ সংগৃহীত

কুমিল্লা থেকে ঢাকা প্রায় পশ্চিম দিকে হওয়ায়, জীবনে যতবার ঢাকা গেছি, ততবারই বাসে উঠার পর মনে হইছে 'বাস পশ্চিম দিকে যাচ্ছে'। বেশিরভাগ সময় পশ্চিম দিকে যাওয়াই স্বাভাবিক কিন্তু সাক্ষাৎ পশ্চিম থেকে ৯০ ডিগ্রি বাঁক নিয়ে দক্ষিণে বাস গেলেও মনে হয় 'বাস পশ্চিম দিকেই যাচ্ছে'! এমনকি চিটাগাংরোড-সাইনবোর্ডের মত জায়গায়ও আমি অলওয়েজ পশ্চিমমুখী থাকি!

রাজশাহী রংপুর উত্তরবঙ্গের জেলা। তাই মাথার মধ্যে এটাও গেঁথে গেছে। রাজশাহী থেকে ২০১৩ সালে ফেরার পথে এই সমস্যার মধ্যে পড়েছিলাম। গাড়ী যতদিকে যত ডিগ্রি অ্যাঙ্গেলেই বাঁক নিক, আমার কাছে মনে হচ্ছে বাস পূর্বে দিবেই চলছে ঢাকার উদ্দেশ্যে। নাটোর থেকে প্রাকৃতিক কাজকর্ম সেরে যখন বাসে উঠলাম এবং বাসটা চোখের সামনে ইউ-টার্ণ নিলো, তখনও মনে হলো 'বাস পূর্ব দিক থেকে ইউ-টার্ণ নিয়ে আবার পূর্বদিকেই চলতে থাকলো'।
আহা! আহারে!!

এ বছরের এপ্রিল মাসে যশোর থেকে ফিরছিলাম। যশোরের পর মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ জেলার যে অংশটুকুই অতিক্রম করছি, তা কেবল পেছনের দিকটাকে দক্ষিণে ঠেলে দিয়ে 'উত্তরের দিকেই অগ্রসর হচ্ছি'! ডানে বামে যত বাঁক-ই আসুক, আমার এগিয়ে যাওয়ার দিক কেবল একটাই। সে হলো উত্তর। এমনকি ফেরি পার হওয়ার সময়ও উত্তর দিকে আসলাম। আসবই বা না কেন। উপরোক্ত জেলা গুলো যে দক্ষিণবঙ্গে অবস্থিত! তাই সেখান থেকে ঢাকা আসতে ডান বাম কি গো আবার!? সামনের সবটাই উত্তর!

পূর্ব অংশের গল্পটাও বলি তবে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার- এসব জেলায় যাওয়ার সময় 'সর্বদা পূর্ব দিকে যাই এবং আসার সময় সবটা রাস্তা-ই পশ্চিম দিক'। বলাই বাহুল্য, এ অঞ্চলেও আমার "একদিক-বিশিষ্ট-ভ্রমণ" ডান বামের ধার ধারে না। যেতে কেবল পূর্ব এবং আসতে কেবল পশ্চিমা পথঘাট লাগে।

আবার ট্রেনে উঠলে মাতাল না হওয়া সত্ত্বেও আমার তাল ঠিক থাকে। তবে বাস-মাইক্রো-জিপে উঠলে আমার কী হয়?

আরেকটা কথা।
নারায়ণগঞ্জ, নরসিংদী, পুরান ঢাকা, ফেনী তে সবাইকে উত্তর দিকে ফিরে নামায পড়তে দেখলাম। ধানমন্ডি (ঢাকা), রাজশাহীতে দেখলাম দক্ষিণ দিকে ফিরে নামায পড়ে। চেন্নাইতে দেখলাম বরাবর পূর্বদিক হয়ে নামায পড়ে। বিষয়টা কী হতে পারে, বলতে পারেন?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: পৃথিবীর আকার + রাস্তা + হ্যালুসিনেশন + দেজাভু + কম্পাসের সমস্যা + ব্যাংকিং কোণ

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

বন্ধু শুভ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

অামি যে যোগী,
অামি ভুক্তভোগী!!

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ দাদা

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

বনসাই বলেছেন: আপনি দিগভ্রান্ত মানুষ!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

বন্ধু শুভ বলেছেন: অনেকটা সামাজিক সন্যাসী টাইপ

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: এভাবে কখনও ভাবি নি।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

বন্ধু শুভ বলেছেন: ভাবলেই দেখবেন গ্রাস করেছে

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

ভুলো মন বলেছেন: এই ধরণের সমস্যা আমার মা-এর আছে। রাজশাহী থেকে ঢাকা গেলে বলে উত্তর দিককে বলে পশ্চিম দিক!! :(

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বন্ধু শুভ বলেছেন: অামার তো মনে হয়, এটা কম বেশি সকলেরই হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.