নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী। ‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি! গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি! স্বরাজীরা ভাবে নারাজী,নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি! © কাজী নজরুল ইসলাম
প্রিয় জাস্টফ্রেন্ড,
তুমি কোথায়? তোমাকে কেন দেখতে পাই না? তুমি কী সত্যিই দূরে? নাকি আমার হিয়ার সাথে মিশে আছো বলে দেখতে পাই না! কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন- "আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।" তবে কি নিজেকে কবিগুরু রবী'র মতো ভাববো? নাহ্! ঠাকুর পরিবারের সাথে নিজেকে তুলনা করে কাজ নেই। তাদের নিজেদের কাম-কাজের ঠিকঠিকানা নেই! এই ধরো রবীর বাবা দেবেন্দ্র'র কথা। তিনি তার নামের আগে বসিয়ে দিলেন "মহর্ষি" কথাটা। মহর্ষি কথাটা বুঝ তো? মহা.....ঋষি। (মহা এবং ঋষি'র মাঝখানে পঁচিশ থেকে ত্রিশ আলিফ টেনে পড়ো)। অথচ তিনি কাজটা কী করলেন! কী করলেন! ছেলেপুলে তৈয়ার করলেন ১৪ টা! বাবাগো-বাবা! ১টা না, ২টা না, ৩টা না, ১৩টা না! একেবারে ১৪টা নিলেন! ঠাকুর পরিবারের ঋষিদের এই অবস্থা! ঋষি বলছি কেন! উনি মহাঋষি! মাফ করে দিবেন কাকাবাবু। ভুলে ভুল করে ফেলেছি!
প্রিয়তমা জাস্টফ্রেন্ড, তুমি কী আমার আকুলতা বুঝতে পারছো? আজকাল না দেখার, না পাওয়ার বেদনাটা যেন আমার সকল বিষয়ের সাথে এফএনএফ হয়ে গিয়েছে। সকল প্রাত্যহিক অ-প্রাত্যহিক বিষয়ে শুধু 'না আর না'এর সমাহার! যদি কিছু আচমকা পেয়ে যাবার সম্ভাবনা থাকে, সে কেবল ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা! কিন্তু জাস্টফ্রেন্ড, আমি তো তোমাকে চেয়েছিলাম এবং চাই। পাই না! হয়তো তুমি মিশে আছো আমার অস্তিত্বে কিংবা কোন এক এডিস মশার রক্তে, কিন্তু আমার চোখের আড়ালে। যদি মিশে থাকো-ও তবুও তো আমি তোমাকে দেখতে পাই না। পাঁচ টাকার কয়েন হাতের মুঠোতে রেখে কতবার সেন্টারফ্রুটের দাম দিতে পারি নি, টাকা কোথায় রেখেছি তা মনে নেই ভেবে! ফলতঃ আমার সিগারেট খাওয়া থেকে গেছে বাকি! জাস্টফ্রেন্ড তুমিই বলো, আমার মতো এত বেখেয়ালি মানুষের হিয়ায় থেকে থেকে দেখা না দিয়ে কী মুনাফা তোমার? মুনাফা বললাম কেন জানো? লাভ বললে তুমি মাইন্ড করতে, তাই!
ওগো জাস্টফ্রেন্ড, তুমি কী ভেবেছো যে, আমি কি শুধু তোমাকেই দেখতে পাই না? উহু! আমি প্রায় সব কিছুই দেখতে পাই না! আমার সাথে এক্কেবারে লেপ্টে থাকলেও আমি দেখতে পাই না। তুমি বোধহয় ভাবছো, আমি অন্ধ হয়ে গেছি! না, আমি ঠিক আছি। বছর দেড় হলো চশমাটা পরছি বটে, তবু চোখে এক রত্তি কম দেখি না কিছু। তবুও। তবুও কেন জানি দেখি না। দেখি না তোমার ফেসবুকের মেধাবী স্ট্যটাস, দেখি তোমার হলুদ জামা পরা ছাদে দাড়ানো ছবি, দেখি না "আমাদের কুরবানির গরু এবং আমি" ক্যাপশন দেয়া পিকচার। অবশ্য ভালোই হয়েছে। এসব দেখতে হয় না বলে আজ আর দেখতে হয় না "আমাদের কুরবানির গরু ও আমি" পিকচারের কমেন্ট "আপনি কোনটা আপু?" তোমাকে গরু ভাবতে আমার একদম ভালো লাগে না। বিশ্বাস করো।
এসব ভেবেই তো আমার ফেসবুক আইডি খেয়ে দেয়া লোকদের ধন্যবাদ জানাই। এসবে মনে যন্ত্রণা নেই। আমি তো আমার অনেক কিছুই আজকাল আর দেখি না। দেখি জাস্টফ্রেন্ড তোমাকে। মোবাইলের স্ক্রিনে দেখি না তোমার কল। দেখি না তোমার কপালে ছোট কালো টিপ। দেখি না তোমার মুখের হাসি। দেখি না আমাকে বোকা ভেবে আমার দিকে তোমার তাকিয়ে থাকার বিশেষ ভঙ্গি। কত কিছুই তো দেখি না। এসব না দেখে দেখে অভ্যস্তও হয়ে গেছি।
প্রিয়(া) জাস্টফ্রেন্ড,
তোমার কথা ভাবতে ভাবতে, বিশেষত তুমি কেন্দ্রিক না-পাওয়া, না-দেখা, না-সুখ, না-দুঃখ কথা ভাবতেই আমি হারিয়ে যাই, আমার ভাবনাগুলো হারিয়ে যায়। যেমনটা ডিস্ট্রিক বোর্ডের সামনে দিয়ে জেলা স্কুলের রাস্তাটা দূর থেকে দূরান্তে হারিয়ে গেছে। তবুও সেই হারিয়ে যাওয়ার স্মৃতিচারণ হবে অগুনিত বার।
ভালো থেকো জাস্টফ্রেন্ড, ভালো থেকো। আবার লিখবো, বিলম্বে অভিমান করো না।
-তোমার প্রিয়
শুভেন্দু দ
১০ ভাদ্র ১৪২৬
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০০
বন্ধু শুভ বলেছেন: স্মরণ রাখতেই হবে। কারণ আমার নিজস্ব কোন গার্লফ্রেন্ড নাই , আছে এক জাস্টফ্রেন্ড।
প্রশংসার জন্য ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম।
২| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: এরকমই হয়।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০১
বন্ধু শুভ বলেছেন: তবু জাস্টফ্রেন্ড ভালো থাকুক। ধন্যবাদ।
৩| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে লেখা
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০২
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা, এইযুগের 'জাস্ট ফ্রেন্ড টাইপ প্রেমিক প্রেমিকাদেরও' স্মরণ রাখবে সাহিত্য!!
উপস্থাপন ভালো হয়েছে।